
সপ্তমী সকালে কান্নায় ভাসছেন এই উমারা। ধর্মতলার ধরনাতলায় বসে তাঁরা বলছেন, “আমাদেরও বাবা আছেন, বাপের বাড়ি আছে। যেদিন চাকরিটা পাব, সেদিন আমাদের সপ্তমী-অষ্টমী-নবমী সব। তৃ়ণমূল কংগ্রেস আমলে ব্যাপক নিয়োগ দুর্নীতির (SSC Scam) কারণে চাকরি পাননি এরা। চাপে পড়েছে রাজ্য সরকার। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, “যাঁরা শিক্ষকতার কর্মপ্রাথী হিসাবে আছেন, তাঁদের যন্ত্রণা মুখ্যমন্ত্রী অনুভব করছেন। […]
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন SSC Scam: ‘যেদিন চাকরিটা পাব সেদিন আমাদের সপ্তমী-অষ্টমী-নবমী’, ধর্মতলায় হাহাকার