নিউজ ডেস্ক, কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। তারই জেরে রাজ্যের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে। নিম্নচাপের জেরে ২৯ ও ৩০ জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।
বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে।বুধবার দিনভর একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে।বুধবারের পর বৃহস্পতিবারও সকাল থেকে একই জল-ছবি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে।
আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, মেদিনীপুর, বাকুড়া, বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।
মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে।সেই কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।