ভাইঝিকে আত্মহত্যার প্ররোচনা দিয়ে গ্রেফতার তৃণমূলনেত্রী

নিউজ ডেস্ক: নিজের ভাইঝিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক নেত্রীর বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ওই রাজনৈতিক নেত্রীকে আদালতে তোলা হলে, দুই…

Trinamool Congress leader Panna Deb

নিউজ ডেস্ক: নিজের ভাইঝিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক নেত্রীর বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ওই রাজনৈতিক নেত্রীকে আদালতে তোলা হলে, দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

ত্রিপুরার রাজধানী আগরতলার ইন্দ্রানগরে যৌথ পরিবারে থাকেন পান্না দেব। সেখানেই থাকতেন তাঁর ভাইঝি রাজশ্রী। ৩৫ বছর বয়সী রাজশ্রী শুক্রবার রাতের দিকে আত্মহত্যা করেন। যিনি পিসির কাছেই অধিকাংশ সময় থাকতেন। আত্মঘাতী রাজশ্রীর মৃতদেহের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ।
মৃত্যুর আগে সুইসাইড নোট লিখে রেখে গিয়েছেন রাজশ্রী। আর সেখানে রয়েছে পিসি পান্না দেবের নাম। সেই সুইসাইড নোটের ভিত্তিতেই শনিবার রাতের দিকে তৃণমূলনেত্রী পান্না দেবকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পান্নাদেবী।

অভিযুক্তের দাবি, “সকলেই জানে যে আমার ভাইঝি গত ১৪ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। আর সে মৃত্যুর আগে সুইসাইড নোটে আমার নাম লিখে গেল! ষড়যন্ত্র করে আমায় ফাঁসানো হচ্ছে।” মৃতা রাজশ্রী দেব শারীরিক এবং মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন পান্না দেব-এর দাদা-বৌদি। তবে ষড়যন্ত্রের বিষয়ে কোনও মন্তব্য করেননি মৃতা রাজশ্রীর মা-বাবা।