9.3 C
London
Wednesday, March 29, 2023
Homeঅফবিটনিজেই গাড়ি চালিয়ে স্বামীকে নিয়ে শ্বশুরবাড়ি পৌঁছলেন কাশ্মীরি নববধু সানা

Latest Posts

নিজেই গাড়ি চালিয়ে স্বামীকে নিয়ে শ্বশুরবাড়ি পৌঁছলেন কাশ্মীরি নববধু সানা

- Advertisement -

নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এক কাশ্মীরি নব দম্পতির একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ সুন্দরী কাশ্মীরি বধূ বরকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁকে তাঁর বিয়ের পোশাক পরে নিজেই গাড়ি চালিয়ে শ্বশুরবাড়ি রওনা দিতে দেখা যাচ্ছে৷ কাশ্মীরি এই নববধূ ভিডিও মানুষ খুব পছন্দ করছে। তথ্য অনুযায়ী, উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় দুদিন আগে তাদের বিয়ে হয়েছিল। পাত্র-পাত্রী দু’জনেই কাশ্মীরের বাসিন্দা।

এই ভিডিওটি টুইটারে @MantashaQ_ নামে একজন ইউজার শেয়ার করেছেন। বর-কনেকে তাদের বিয়ের পোশাকে দেখা যাচ্ছে৷ দু’জনেই হাসছে। ভিডিওতে দেখা যায়, কনে আনন্দ করে তাঁর শ্বশুর বাড়িতে যাচ্ছেন। ভিডিওর সঙ্গে ক্যাপশনে লেখা আছে, “একজন বধূ বরকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যাচ্ছেন৷ #KhudkafeelKashmir “

- Advertisement -

জানা গিয়েছে, ২২ অগস্ট বারামুল্লা জেলার ডেলিনার শেখ আমিরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সানা শাবনুম৷ তাঁর এই ভিডিওটি ইন্টারনেটে ঝড় তোলে৷ কারণ, বিয়ের দিনে মাহিন্দ্রা থারে চাপিয়ে বরকে নিয়ে শ্বশুরবাড়ি যান৷ তিনি নিজেই গাড়ি চালান৷

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by forever photos (@foreverphotos_jb)

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়েছে এবং সবাই এটিকে খুব পছন্দ করছে। ভিডিওতে কনেকে একটি মাহিন্দ্রা থার চালাতে দেখা যাচ্ছে। টুইটার ব্যবহারকারীরা কমেন্ট করে নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন এবং ভিডিওটিকে ‘সুন্দর’ হিসেবে বর্ণনা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন- এখন রীতির পরিবর্তন হচ্ছে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss