10.5 C
London
Thursday, March 23, 2023
Homeঅফবিটহাফ সেঞ্চুরি বয়সে মাধ্যমিক পাস করলেন শাসক দলের বিধায়ক

Latest Posts

হাফ সেঞ্চুরি বয়সে মাধ্যমিক পাস করলেন শাসক দলের বিধায়ক

- Advertisement -

নিউজ ডেস্ক: কথায় আছে, ‘পড়াশোনার কোন বয়স হয় না৷ আর তা আক্ষরিক অর্থেই প্রমাণ করে দিলেন ওডিশার শাসক দল বিজু জনতা দলের বিধায়ক পূর্ণ চন্দ্র সোয়াইন৷ ৪৯ বছর বয়সী পূর্ণচন্দ্র সোয়াইন মাধ্যমিক বোর্ডের পরীক্ষা দিয়েছিলেন৷ তাতে তিনি ৬৮ শতাংশ নম্বর পেয়ে পেয়ে পাস করেছেন৷ না! তিনি অনলাইনে পরীক্ষা দেয়নি৷ পরীক্ষায় বসেছিলেন অফলাইন মোডেই৷

করোনা মহামারীর কারণে ওডিশা মাধ্যমিক শিক্ষা বোর্ড শিশুদের জন্য অনলাইন বোর্ড পরীক্ষা নিয়েছিল৷ যেখানে দশম শ্রেণির অনেক শিক্ষার্থী ফেল করে৷। এই অকৃতকার্য শিক্ষার্থীরা অফলাইন পরীক্ষা নেওয়ার দাবি করেছিল৷ তাদের দাবি মেনেই বোর্ড অফলাইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। গঞ্জাম জেলার সুরাদা থেকে বিজেডি বিধায়ক সোয়াইনও এই অফলাইন পরীক্ষায় বসেছিলেন৷

- Advertisement -

Odisha MLA Purna Chandra Swain

বি -২ গ্রেড পেয়ে এমএলএ পাস করেছেন
বোর্ডের পরীক্ষায় বিজু জনতা দলের সুরদা বিধানসভার বিধায়ক বি-২ গ্রেড নিয়ে পাস করেছেন। তিনি ৫০০-এর মধ্যে ৩৪০ নম্বর পেয়েছেন। তিনি পেইন্টিংয়ে ৮৫, হোম সায়েন্সে ৮৩, ওডিয়া ভাষায় ৬৭, সামাজিক বিজ্ঞানে ৬১ এবং ইংরেজিতে ৪৪ নম্বর পেয়েছেন। সামগ্রিকভাবে তিনি দশম শ্রেণির পরীক্ষায় ৬৮শতাংশ নম্বর পেয়েছেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিজেডির বিধায়ক সংবাদ শিরোনামে চলে এসেছেন৷

মাধ্যমিকে ফেল করা অসন্তুষ্ট ছাত্রদের জন্য অফলাইন পরীক্ষা নেওয়া হয়েছিল৷ ৫ অগস্ট ওড়িশা বোর্ড সেই ছাত্রদের অফলাইন পরীক্ষা করেছিল৷ তারা অনলাইন পরীক্ষার নম্বর নিয়ে খুশি ছিল না। এই অফলাইন পরীক্ষায় ৫২২৩ জন শিক্ষার্থী পাস করেছে৷ আর ১৪১ জন ফেল করেছে৷ বিজেডির বিধায়ক পূর্ণচন্দ্র সোয়াইনও পাশ করা শিক্ষার্থীদের মধ্যে একজন৷

বিজেডির বিধায়ক পূর্ণচন্দ্র সোয়াইন ওডিশার একজন প্রভাবশালী নেতা। তিনি তিনবার বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন। তিনি এর আগেও মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, কিন্তু তিনি তখন পাস করেননি।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss