নিউজ ডেস্ক: রবিবার সাতসকালে ময়দান , বাবুঘাট চত্বরে সাইকেল চড়ে ঘুরতে দেখা গেল কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে। সঙ্গে ছিলেন জয়েন্ট কমিশনার ক্রাইম মুরলীধর শর্মা। অভিনব কায়দায় নগরপাল নিজেই শহরের প্রাতঃভ্রমণ কারীর সুরক্ষা ব্যবস্থা সরেজমিনে দেখলেন। ভোর পাঁচটা নাগাদ নগরপাল বাহিনী নিয়ে শহরের এই এলাকাগুলি টহল দিলেন।
সাইকেল চালিয়ে এই জায়গাগুলো ঘুরে দেখলেন যেখানে প্রাতঃভ্রমণকারিরা সবথেকে বেশি এসে থাকেন। সাধারণমানুষ বলেছেন নগরপালের এই পদক্ষেপে একদিকে যেখানে দুষ্কৃতীদের তান্ডব কমাবে ঠিক সেখানেই প্রাতঃভ্রমণকারীদের সাহস জোগাবে। ফের স্বাভাবিকভাবে প্রাতঃভ্রমণ করতে শহরবাসীরা বাড়ির বাইরে বেরোবেন ।তার কারণ চলতি বছরে ফের প্রাতঃভ্রমণ কারীদের যেভাবে দুষ্কৃতীরা টার্গেট করছেন তাতে যথেষ্ট আতঙ্কিত শহরবাসী।
বুধবার ময়দান এলাকায় প্রাতর্ভ্রমণকারীকে কোপ মেরে দামী মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর থেকেই ময়দান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে কলকাতা পুলিশ। নিরাপত্তা সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার সকালে ময়দান চত্বর, ফোর্ট উইলিয়ামের আশেপাশের এলাকা, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট চত্বরে সাদা পোশাকে সাইকেল চড়ে ঘুরে বেড়ান পুলিশ কমিশনার নিজেই।