Pakistan: নবরাত্রি পোশাক ঝলকে চমক পাকিস্তানি ললনাদের

নিউজ ডেস্ক: ধর্ম অবমাননা আইনের ঘেরাটোপে পাক সংখ্যালঘুরা বারবার বিপদে পড়েন। চাপিয়ে দেওয়া মামলায় মৃত্যুভয় থাকে। কারণ এই আইনের চরম শাস্তি মৃত্যুদন্ড। পাকিস্তানের (Pakistan) সংখ্যালঘুরা…

Navratri festival in pskistan

নিউজ ডেস্ক: ধর্ম অবমাননা আইনের ঘেরাটোপে পাক সংখ্যালঘুরা বারবার বিপদে পড়েন। চাপিয়ে দেওয়া মামলায় মৃত্যুভয় থাকে। কারণ এই আইনের চরম শাস্তি মৃত্যুদন্ড। পাকিস্তানের (Pakistan) সংখ্যালঘুরা আক্রান্ত বলেই বিশ্বজোড়া সমালোচনা হয়। 

তবে পাকিস্তানি সংখ্যালঘুদের প্রধান দুই উৎসব নবরাত্রি ও দীপাবলীতে চমক থাকে। সেই চমক পোশাকে প্রবল। বিশেষত মহিলাদের পোশাকে।

Navratri festival in pskistan

সোশ্যাল সাইটে নবরাত্রি উপলক্ষে পাকিস্তানি ললনাদের পোশাক ঝলক আলোড়ন ফেলেছে। দেশটির সিন্ধ প্রদেশর করাচি, পাঞ্জাব প্রদেশের লাহোর, খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার, বালোচিস্তান প্রদেশের কোয়েটা সহ সর্বত্র নবরাত্রি পালিত হচ্ছে।

Navratri festival in pskistan

উৎসব উপলক্ষে পাক সরকার দিয়েছে শুভেচ্ছাবার্তা। নাশকতা রুখতে আছে বিশেষ নিরাপত্তা। পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বড় অংশ থাকেন সিন্ধ প্রদেশে। প্রাদেশিক রাজধানী করাচির বিখ্যাত স্বামীনারায়ণ মন্দির ঘিরে নবরাত্রি পালিত হচ্ছে।