5.3 C
London
Tuesday, December 6, 2022
Homeস্পোর্টস-স্পটআমাদের সুযোগ নিতে হবে: ইভান গঞ্জালেস

Latest Posts

আমাদের সুযোগ নিতে হবে: ইভান গঞ্জালেস

- Advertisement -
East Bengal tweets about Ivan Gonzalez

শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) ম্যাচ রয়েছে ওড়িশা এফসির বিরুদ্ধে। এই খেলার আগে বৃ্হস্পতিবার ইস্টবেঙ্গল এফসির ফুটবলার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হন।

টানা চার ম্যাচ হারের পর গত শুক্রবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগে(ISL) ২০২২-২৩ ফুটবল সেশনে দ্বিতীয় জয় পেয়েছে ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে বাড়তি আত্মবিশ্বাস পেয়েছে লাল হলুদ শিবির। ঘরের মাঠ যুবভারতীতে এখনও জয় অধরা লাল হলুদ ব্রিগেডের।এই সূত্রেই এদিন ইভান গঞ্জালেস সাংবাদিককের সঙ্গে কথা বলতে গিয়ে ভক্তদের আশ্বস্ত করার উদ্দ্যেশে বলেন,”কে কতগুলো গোল করেছে তা ভেবে আমরা দলের মুখোমুখি হই না। আমরা যা করি সেটাই গুরুত্বপূর্ণ। আমরা উচু চাপ দেওয়ার চেষ্টা করি এবং খুব বেশি ভুল করি না। আমাদের সুযোগ নিতে হবে।”

- Advertisement -

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরে আসার আগের মুহুর্তেও ইস্টবেঙ্গল সমর্থকরা দলের পারফরম্যান্সের পাশাপাশি কোচ স্টিফেন কনস্টাটাইনের ফুটবল স্ট্র‍্যাটেজি নিয়ে অনেক প্রশ্ন তুলেছে।তাই ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে তিন পয়েন্ট পাখির চোখ ইস্টবেঙ্গল স্কোয়াডের এমন বার্তা সমর্থকদের সামনে রাখতেই ইভানের প্রি ম্যাচ প্রেস মিটে এমন মন্তব্য।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন আমাদের সুযোগ নিতে হবে: ইভান গঞ্জালেস
- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss