আগামী রবিবার, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মোহনবাগানের (ATK Mohun Bagan) খেলা এফসি গোয়ার বিরুদ্ধে। এই ম্যাচের আগে শুক্রবার, সবুজ মেরুন শিবির কলকাতায় নিজেদের শেষ প্র্যাকট্রিস সেরে ফেললো।এদিনই মেরিনার্সরা গোয়ার উদ্দ্যেশে বিমান ধরবে কলকাতা বিমানবন্দর থেকে।
শুক্রবার ATKমোহনবাগান নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে টুইট পোস্ট করে জানিয়েছে,”গোয়া রওনা হওয়ার আগে একটি ভোরবেলা কিকআউট
#ATKMohunBagan #JoyMohunBagan # আমরাসবুজমুন “।
ISL পয়েন্ট টেবলে সবুজ মেরুন শিবির ৫ ম্যাচ খেলে তিনটে জিতেছে ১ ম্যাচ ড্র এবং এক ম্যাচে হারের মুখ দেখে ১০ পয়েন্ট নিয়ে লিগ ক্রমতালিকাতে তিন নম্বরে।মুম্বই সিটি এফসির বিরুদ্ধে প্রতীম কোটালরা ১০ জনের হয়ে পড়ে।মুম্বই’র গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে বাগানের লেনি রড্রিগেজ সংঘর্ষে জড়িয়ে পড়ায় লেনিকে রেফারি হলুদ কার্ড দেখায়(আগে একটা হলুদ কার্ড দেখেছিল লেনি রড্রিগেজ) ফলে দুটো হলুদ কার্ড লাল কার্ডের নির্দেশে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে সাসপেন্ড থাকায় খেলতে পারেননি লেনি।
যেহেতু এই সাসপেনন্স কটা ম্যাচের জন্য তা এখনও জানা যায়নি তাই এফসি গোয়া ম্যাচে লেনি রড্রিগেজের সার্ভিস পেতে পারে ATKমোহনবাগান।
An early morning kickabout before flying off to Goa #ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/2eJOTGJhSb
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) November 18, 2022
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন গোয়া উড়ে যাওয়ার আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি সারল মেরিনার্সরা