11.7 C
London
Sunday, November 27, 2022
Homeস্পোর্টস-স্পটজর্ডন ও’ডোহার্টির চোট নিয়ে দুশ্চিন্তায় লাল-হলুদ ব্রিগেড

Latest Posts

জর্ডন ও’ডোহার্টির চোট নিয়ে দুশ্চিন্তায় লাল-হলুদ ব্রিগেড

- Advertisement -

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গল খেলোয়াড় জর্ডন ও’ডোহার্টি (Jordan O’Doherty)। ১৮ নভেম্বর ইস্টবেঙ্গলের ম্যাচ ওড়িশা এফসির বিরুদ্ধে। এই ম্যাচের আগে ডোহার্টি ম্যাচ ফিট হতে পারবেন তা নিয়ে জোর গুঞ্জন ভক্তদের মধ্যে।

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে আসতে হয় জর্ডনকে। রবিবার লাল হলুদ ব্রিগেড প্র‍্যাকট্রিসে নেমেছিল। আর অজি মিডিও জর্ডন রিহ্যাব সেশনে ফিরে আসার লড়াই শুরু করেছে। সূত্রে খবর, জর্ডন ও’ডোহার্টির ইনজুরি ইস্যুতে টিম ম্যানেজমেন্ট দ্বিধা বিভক্ত।এই ইস্যুতে তারা কোনও সিদ্ধান্ত নিতে নারাজ।

- Advertisement -

পুরোটাই হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের সিদ্ধান্তের ওপর আস্থা রাখা হবে বলে খবর। তবে সূত্র মারফৎ এও জানা গিয়েছে যে, ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচের দিন অর্থাৎ ১৮ নভেম্বর প্রথম একাদশের প্লেয়ার লিস্ট কর্তৃপক্ষকে জমা দেওয়ার আগে অজি মিডিওর চোটের অবস্থা দেখে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রয় কৃষ্ণদের বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগে মরসুমে দ্বিতীয় জয় লাল হলুদ শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। ঘরের মাঠে ইস্টবেঙ্গল চলতি টুর্নামেন্টে এখনও জয় পায়নি। তাই ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল হলুদ ভক্তরা প্রিয় দলের জয় দেখতে চাইছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন জর্ডন ও’ডোহার্টির চোট নিয়ে দুশ্চিন্তায় লাল-হলুদ ব্রিগেড

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss