14.8 C
London
Thursday, March 23, 2023
Homeস্পোর্টস-স্পটফের আরেক নতুন ফুটবলারকে দলে নিয়ে দারুণ চমক দিল এটিকে মোহনবাগান

Latest Posts

ফের আরেক নতুন ফুটবলারকে দলে নিয়ে দারুণ চমক দিল এটিকে মোহনবাগান

- Advertisement -
Nongdamba Naorem

জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে ফের বিরাট চমক দিল এটিকে মোহনবাগান দল (ATK Mohun Bagan)। আচমকা টিম ম্যানেজমেন্ট যে এরকম একটি চমক দেবে সেটা কেউই প্রত‍্যাশা করতে পারেননি। এই মুহূর্তে যতদুর শোনা যাচ্ছে ২৩ বছর বয়সী ভারতের লেফট উইংয়ের ফুটবলার নংডংবা নাওরেমকে দলে সই করিয়ে নিল এটিকে মোহনবাগান দল।

চলতি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই তাকে পাকাপাকি ভাবে দলে নিয়ে নিলো এটিকে মোহনবাগান দল। নাওরেম এফসি গোয়ার ফুটবলার। শোনা যাচ্ছে পাকাপোক্ত ভাবে তিনি গোয়ার সাথে চুক্তি ছিন্ন করেছেন।

- Advertisement -

হিরো ইন্ডিয়ান সুপার লিগে নংডংবার ১৫ টা ম‍্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এছাড়া ২০১৯-২০ মরশুমে মোহনবাগানের হয়ে আইলিগ খেলেছিলো নংডংবা।এছাড়া তার ২০২০-২১ মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে খেলার অভিজ্ঞতা আছে। অর্থাৎ কার্যত ঘরের ছেলে ঘরে ফিরলো বলা যায় একপ্রকার। আশিক করুনিয়ানের ব‍্যাক আপ ফুটবলার হিসেবে সংশ্লিষ্ট ফুটবলার এটিকে মোহনবাগানে যোগ দিলো বলা চলে।

নংডংবা নাওরেমের মতো একজন দারুণ ফুটবলার এটিকে মোহনবাগানে যোগ দেওয়ায় ফেরান্দোর দলের আক্রমণ ভাগ যে আরো ক্ষুরধার হলো সেই কথা বলাই বাহুল‍্য। এদিকে শনিবার সল্টলেক বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ ম‍্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। প্লে-অফে স্থান নিশ্চিত করতে হলে এই ম‍্যাচে জয় নিশ্চিত করাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবুজ-মেরুন শিবিরের।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ফের আরেক নতুন ফুটবলারকে দলে নিয়ে দারুণ চমক দিল এটিকে মোহনবাগান

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss