ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের আগে খোশ মেজাজে বেঙ্গালুরু এফসির বাঙালি ফুটবলার প্রবীর দাস।নিজের ইনস্ট্রাগাম হ্যান্ডেলে প্রবীর ইস্টবেঙ্গল ম্যাচের আগে বেশ কয়েকটি মুহুর্তের ছবি পোস্ট করেছে যা এই মুহুর্তে নেট পাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
নিজের ইনস্ট্রাগাম হ্যান্ডেলে প্রবীর দাস ইস্টবেঙ্গল এফসি ম্যাচের আগের মুহুর্তের ছবি পোস্টের ক্যাপসন লিখেছে, “দিল তো বাচ্চা হে জি” নেট পাড়াতে এই ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে।
ফুটবলার প্রবীর দাসের এক ভক্ত কমেন্ট সেকশনে লিখেছে, “ন্যাকাম বন্ধ করে ক্রসিং’এ মন দাও”আবার এক সবুজ মেরুন সমর্থক লিখেছে, “আমরা তোমায় খুব মিস করছি প্রবীর দা।”
প্রসঙ্গত,চলতি ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসি পয়েন্ট টেবলে মোটেও সুবিধাজনক অবস্থায় নেই।রয় কৃষ্ণদের ৪ ম্যাচ খেলা হয়ে গিয়েছে।এই চার ম্যাচের মধ্যে বিএফসি হেরেছে ২ গেম এবং একটা ম্যাচ জিতেছে অপর ম্যাচ ড্র করেছে। তাই টিম ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সুনীল ছেত্রীরা জয়ের লক্ষ্যে ঝাঁপাবে বলাই চলে।
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন বাঙালি ফুটবলার প্রবীর দাসের পোস্ট ঘিরে চাঞ্চল্য নেটপাড়ায়