কলম্বো: রাহুল দ্রাবিড়ের নামটা শুধু ভারতীয় ক্রিকেটে নয়, বিশ্বক্রিকেটেও সমাদৃত! তিনি রাজি থাকলেই দ্বীপরাষ্ট্র সফরে ভারতের ‘বি’ দলের নয়, অনেক আগেই বিরাট কোহলিদের ‘হেডস্যর’ হতে পারতেন৷ তবে শ্রীলঙ্কা সফরে শিখর ধওয়ানদের কোচ হতে রাজি হয়ে শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়ের নয়, শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য অরবিন্দ ডি’ সিলভা’র প্রশংসা আদায় করে নিল ‘দ্য ওয়াল’৷
১৩ জুলাই থেকে শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ খেলতে নামছে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মারা এই মুহূর্তে ইংল্যান্ডে থাকায় এই সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ধাওয়ান৷ আর এই দলের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে দ্রাবিড়কে৷ অতীতে ভারতীয় অনূর্ধ্ব-১৯ এবং ভারত-এ দলের কোচিং করালেও প্রথমবার জাতীয় সিনিয়র দলের কোচের ভূমিকা পালন করতে দেখা ‘মিস্টার জেন্টেলম্যান’-কে৷ তবে দ্বীপরাষ্ট্রে ভারত তাদের দ্বিতীয় সারির দল পাঠিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটকে অপমান করেছে বলে সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন দ্বীপরাষ্ট্রের বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা৷
তবে প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ালেন না ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের অন্যতম সদস্য ডি’সিলভা। সিরিজ শুরুর আগেই ধাওয়নদের ‘দ্বিতীয় সারির’ দল বলে বিতর্কি উসকে দিয়েছেন রণতুঙ্গা। আপনি কি প্রাক্তন অধিনায়কের সঙ্গে একমত? এই প্রশ্নের উত্তরে ডি’সিলভা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এইভাবেই ভেঙে ভেঙে দল পাঠানো ভবিষ্যতের রীতি হতে চলেছে। আর ভারতের রিজার্ভ বেঞ্চের শক্তি কতটা সবাই জানে।’
শুধু তাই নয়, ভারতীয় দলের এই শক্তির জন্য দ্রাবিড়কেই কৃতিত্ব দিলেন ডি’ সিলভা। তিনি বলেন, ‘সবার আগে রাহুল দ্রাবিড়কে অনূর্ধ্ব-১৯ দলের কোচ করে সব চেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বোর্ড।ক্রিকেটারদের গড়ে তোলার জন্য দ্রাবিড় এত দিন ধরে করেছে তার ফল এখন ভারতীয় দল পাচ্ছে।’ তবে শ্রীলঙ্কাও তাদের দলকে শক্তিশালী করতে পারত৷ এ প্রসঙ্গে মাহেলা জয়বর্ধনের প্রসঙ্গ তুলে ডি’ সিলভা বলেন, ‘দ্রাবিড়ের মতো আমরাও এক প্রাক্তন ক্রিকেটারকে পেয়েছিলাম, যার হাত ধরে শ্রীলঙ্কা দলও অনেক উন্নতি হতে পারত। জয়বর্ধনেকে অনেক অনুরোধ করা হয়েছিল শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলটার দায়িত্ব নিতে। কিন্তু মাহেলাকে আমি কিছুতেই রাজি করাতে পারিনি।’
ডি’সিলভা মনে করেন দ্রাবিড়কে প্রথমে অনূর্ধ্ব-১৯ দলের কোচ করে মাস্টারস্ট্রোক খেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যার ফল এখন পাচ্ছে ভারত। দ্রাবিড়কে ভবিষ্যতে ভারতের দলের কোচ হিসেবে দেখতে চান লঙ্কার এই প্রাক্তন ব্যাটসম্যান৷ দ্রাবিড়ের কোচিংয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত৷ মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচ৷