14.8 C
London
Thursday, March 23, 2023
Homeস্পোর্টস-স্পটATK Mohun Bagan: কোচ জুয়ান ফেরান্দোর বিরুদ্ধে মুখ খুললেন মোহন-তারকা

Latest Posts

ATK Mohun Bagan: কোচ জুয়ান ফেরান্দোর বিরুদ্ধে মুখ খুললেন মোহন-তারকা

- Advertisement -
Subhasish Bose

আর নীরবতা অবলম্বন করা সম্ভব হলো না। অবশেষে দলের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ভারতীয় ডিফেন্ডার শুভাশীষ বোস (Subhasish Bose)। চলতি মরশুমে সবুজ মেরুন শিবিরকে যে একজন প্রকৃত গোল স্কোরারের অভাব কি ভোগান ভোগাচ্ছে সেটা আমরা সকলেই দেখছি।

মাঝে মধ্যে গোল করে পরিস্থিতির সামাল দিচ্ছেন ঠিকই দিমিত্রি,কিন্তু দলটার কোনও প্রকৃত স্ট্রাইকার না থাকার বিষয়টি মারাত্মক ভাবে ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে।ফুটবল বিশেষজ্ঞ থেকে সমর্থকরা, সকলেই একটা বিষয় সরব যে এই দলটার একজন প্রকৃত স্ট্রাইকারের ভীষণ ভাবে প্রয়োজন আছে।

- Advertisement -

দলের এহেন পরিস্থিতি দেখে শুভাশীষ বোস সাংবাদিকদের বলেছেন, ” আমরা গোল কম হজম করছি সেটা ঠিক আছে।কিন্তু আমরা ঠিকঠাক গোল করতে পারছিনা, সেটাই অন‍্যতম সমস্যার একটি বিষয়।এটাই আমাদের সবথেকে বড়ো সমস্যা।প্রায় প্রতি ম‍্যাচে গোল করার সুযোগ তৈরী করছি আমরা,কিন্তু সেই সুযোগ গুলোকে সব সময় কাজে লাগাতে পারছিনা।

এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট শেষ কয়েকটি ম‍্যাচে খুব বেশি গোল হজম না করাটা।দলের রক্ষণ ভাগের ফুটবলার আমি, আমার দায়িত্ব দল যাতে গোল না খায় সেইদিকে নজর রাখা।কিন্তু সবসময় গোল না খেলেই যে ম‍্যাচে জয় পাওয়া যাবে এমনটা হতে পারেনা।জয়ের জন্য গোলের প্রয়োজন।আর আমাদের সেই গোল করার লোকের ভীষণ অভাব।”

এদিন শুভাশীষ আরও বলেছেন যে লীগের শীর্ষ স্থানে থাকা দুটো দল যেমন গোল হজম করছে, ঠিক তেমনই গোল পরিশোধ করে আরও গোল দিয়ে ম‍্যাচ জিতে যাচ্ছে।কিন্তু তাদের ক্ষেত্রে ছবিটা একেবারেই ভিন্ন।

শুভাশীষের এহেন বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট যে তিনি নিজেও দলের এমন পরিস্থিতি দেখে খুব একটা খুশি নন।দলের যে একটা স্ট্রাইকারের ভীষণ প্রয়োজন আছে সেটা শুভাশীষ’ও টের পাচ্ছেন এখন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK Mohun Bagan: কোচ জুয়ান ফেরান্দোর বিরুদ্ধে মুখ খুললেন মোহন-তারকা
- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss