Sports Desk, Kolkata: ভ্যানিতা ভি আর (১০৭) এবং রুমেলি ধরের (১০৪) জোড়া সেঞ্চুরিতে ভর করে হায়দরাবাদকে (Hyderabad) ১৭৫ রানে হারিয়ে দিল বাংলা (Bengal) মহিলা সিনিয়র দল। বল হাতে দুই উইকেট নেন সুকন্যা পরিধা। প্রসঙ্গত, বেঙ্গালুরুতে বিসিসিআই পরিচালিত উইমেনস সিনিয়র ওয়ান ডে টুর্নামেন্টের এলিট গ্রুপ ‘বি’ সবকটি ম্যাচে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে চলে গেল বাংলা (Bengal)।
বাংলা (Bengal) টসে জিতে ব্যাটিং’র সিদ্ধান্ত নেয়। অধিনায়ক রুমেলি ধরের এই সিদ্ধান্ত ম্যাচে ক্লিক করে। পিপি পাল (২৯), পি বালা ৪০ রানে নট আউট থাকে, সঙ্গে মমতা ১ রানে নট আউট। বাংলা (Bengal) ৫০ ওভারে ৫ উইকেটে ৩২২ রান তোলে।
হায়দরাবাদের (Hyderabad) হয়ে বড় রান করেন অনুরাধা নায়েক ১২৪ বলে ৫৪ রান ভঙ্কা পুজা ১৩৮ বলে ৭৫ রান নট আউট। অনুরাধা এবং ভঙ্কা বাংলার (Bengal) বিরুদ্ধে ক্রিজে থেকে লড়াই করলেও শেষ রক্ষা করতে পারেননি। হায়দরাবাদের (Hyderabad) গোঁড়ায় গলদ! ওপেনার কীর্তি রেড্ডি রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন এবং অঙ্কিতা কে ১ রানে আউট।
হায়দরাবাদের (Hyderabad) দুই ওপেনারকে ২.৬ ওভারে বিধ্বংসী স্পেলে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন বাংলার (Bengal) বোলার সুকন্যা পরিধা। ৫০ ওভারে ৩ উইকেটে হায়দরাবাদ (Hyderabad) ১৪৭ রানে লড়াই থেমে যায়। বাংলার (Bengal) হয়ে গৌহর সুলতানার ১ উইকেট।