Biswajit Bhattacharya: বাংলার কোচ হলেন ময়দানের বিশুদা

কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে কলকাতার ময়দান বিশুদা নামে বেশি করে চেনে। এই বিশ্বজিৎ ভট্টাচার্যের (Biswajit Bhattacharya) হাতেই বাংলার সন্তোষ ট্রফির কোচিং দায়িত্ব তুলে দিল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ। সম্প্রতি, ৩৬ তম জাতীয় গেমসে বাংলার ফুটবল টিম সোনার পদক পেয়েছে। ফাইনালে বাংলার টিম কেরালাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে এই টিমের কোচিংর দায়িত্ব ছিল কোচ বিশ্বজিৎ […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Biswajit Bhattacharya: বাংলার কোচ হলেন ময়দানের বিশুদা

biswajit bhattacharya

কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে কলকাতার ময়দান বিশুদা নামে বেশি করে চেনে। এই বিশ্বজিৎ ভট্টাচার্যের (Biswajit Bhattacharya) হাতেই বাংলার সন্তোষ ট্রফির কোচিং দায়িত্ব তুলে দিল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ।

সম্প্রতি, ৩৬ তম জাতীয় গেমসে বাংলার ফুটবল টিম সোনার পদক পেয়েছে। ফাইনালে বাংলার টিম কেরালাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে এই টিমের কোচিংর দায়িত্ব ছিল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের ওপর।

অতীতে ক্লাব ফুটবলে কলকাতা লিগে ইস্টবেঙ্গল ক্লাবের কোচ হিসেবে দেখা গিয়েছে পোড়খাওয়া প্রাক্তন ফরোয়ার্ড বিশ্বজিৎ ভট্টাচার্যকে।২০১৫-১৬ ফুটবল মরসুমে তাকে ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দেখা গিয়েছিল।

এর আগে ২০১০ সালেও মোহনবাগান ক্লাবের হয়ে কোচিং করাতে দেখা গিয়েছে বিশ্বজিৎ ভট্টাচার্যকে।এরই পাশাপাশি মহামেডান স্পোটিং ক্লাব,সার্দান সমতি কাস্টমস ফুটবল দলের কোচিংর অভিঞ্জতা রয়েছে তার। আর তাই অভিঞ্জ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের হাতেই বাংলার সন্তোষ ট্রফি টুর্নামেন্টে দলের দায়িত্ব তুলে দিয়েছে আইএফএ।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Biswajit Bhattacharya: বাংলার কোচ হলেন ময়দানের বিশুদা