5.1 C
London
Sunday, January 29, 2023
Homeস্পোর্টস-স্পটপরিবেশ নিয়ে সচেতনতার ডাক ক্রিকেটার ঈষাণ পোড়েলের

Latest Posts

পরিবেশ নিয়ে সচেতনতার ডাক ক্রিকেটার ঈষাণ পোড়েলের

- Advertisement -

স্পোর্টস ডেস্ক: বিশ্ব উষ্ণায়ন (গ্লোবাল ওয়ামিং) নিয়ে চিন্তিত বিশ্বের সব দেশ। সচেতনতার বার্তা সঙ্গে শিল্পায়ন এবং নগরায়ণের জোয়ারে সবুজ বনানীর ধ্বংস সাধন না ঘটে জোর দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে। কিন্তু গ্লোবাল ওয়ামিং এখন মানব সভ্যতার সামনে অসুর রুপে এসে দাঁড়িয়েছে।

বিভিন্ন সময়ে সমাজের কৃতিরা গ্লোবাল ওয়ামিং’র বিপদ এবং সবুজের বিশাল বিস্তৃতি নিয়ে জোর সওয়াল করে থাকে। এবার বাংলার ক্রিকেটার ঈষাণ পোড়েলও ওই একই পথে হাটলেন। পরিবেশ সচেতনতার ডাক দিয়ে নিজের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে।

- Advertisement -

সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে ঈষাণ পোড়েল লিখেছেন,”কিছু বাস্তব সমস্যা রয়েছে,ছবিতে মুখ প্রকাশের পর”। বাংলার ডানহাতি মিডিয়াম পেসার ঈষাণ পোড়েল যে ছবি পোস্ট করেছেন সেই পোশাকে টবের মধ্যে ছোট ছোট গাছের ছবি রয়েছে,যা ঈষাণের পরিবেশ নিয়ে সচেতনতার ডাককে তুলে ধরে।

Ishan Porel

ঈষাণ পোড়েলের কেরিয়ার গ্রাফের দিকে তাকালে প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্যাচের ৩২ ইনিংসে ৬১ উইকেট নিয়েছেন, এই স্তরে সেরা বোলিং ৩২ রানে ৫ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটার হিসেবে ৩০ ম্যাচে ৩০ ইনিংসে ৪৭ উইকেট ঝুলিতে, সর্বোচ্চ ৩৪ রানে ৬ উইকেট। টি-২০ ফর্ম্যাটে ২০ ম্যাচে ২০ ইনিংসে ৩০ উইকেট সর্বোচ্চ ২৪ রানে ৪ উইকেট চন্দননগর এক্সপ্রেসের ভাঁড়ারে। ২০১৮ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব -১৯ দলে খেলা ঈষাণ পোড়েল ১৭ রান দিয়ে ৪ উইকেট পাকিস্তান অনূর্ধ্ব -১৯ দলের বিরুদ্ধে সেরা রেকর্ড। ওই একই বছর নিউজিল্যান্ড’র মাটিতে ভারতের হয়ে ঈষাণের তাক লাগানো পারফরম্যান্স,১৭ রান দিয়ে ৪ উইকেট।

বাংলার হয়ে প্রথম শ্রেণির ম্যাচে প্রথম ঈষাণ পোড়েলকে দেখা যায় বিদর্ভের বিরুদ্ধে, ২০১৭ সালে। ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ২০১৯ হরিয়ানার বিরুদ্ধে বাইশ গজে নামেন ঈষাণ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ( আইপিএলে) কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ঈষাণ পোড়েল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৯ রান দিয়ে ১ উইকেট পান। বাংলার হয়ে টি- ২০ ফর্ম্যাটে কলকাতায় হায়দরাবাদের বিরুদ্ধে ২৪ রানে ৪ উইকেট সর্বোচ্চ।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss