12.4 C
London
Thursday, March 30, 2023
Homeস্পোর্টস-স্পটOnly Mohun Bagan: সবুজ-মেরুন সমর্থকদের দাবি পূরণ হতে চলেছে

Latest Posts

Only Mohun Bagan: সবুজ-মেরুন সমর্থকদের দাবি পূরণ হতে চলেছে

- Advertisement -

#remove ATK এই দাবিতে সোচ্চার হয়েছিল সবুজ মেরুন সমর্থকরা। এটি ছিল প্রথম দাবি। মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের প্রথম দাবি শেষ পর্যন্ত পূরণ হতে চলেছে। অসমর্থিত সূত্রের খবর, মোহনবাগানের নাম থেকে ATK’র নাম বাদ দেওয়া হবে। আগামী বছর থেকে আরপিএসজি (RPSG) মোহনবাগান নামে আইএসএলে খেলতে দেখা যাবে মেরিনার্সদের। প্রথম দাবি #remove ATK আন্দোলন সফলতার মুখ দেখার পথে। কিন্তু দ্বিতীয় #Break the merger দাবি ঝুলেই রয়েছে।

প্রসঙ্গত, সঞ্জীব গোয়েঙ্কার RPSG Sports Private Limited’র সঙ্গে গাঁটছড়া বেধে ATK এবং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সংযুক্তিকরন (MERGER) হয়। সবুজ মেরুন সমর্থকদের দাবি ছিল, মোহনবাগান ক্লাবের নামের আগে কোনও শব্দ থাকবে না। তাই#Break the merger দাবিতে পথে নেমে সোচ্চার হয়ে উঠেছে সবুজ মেরুন সমর্থকরা। অসমর্থিত সূত্রে দাবি,
আসন্ন মরশুম থেকে দল RPSG মোহনবাগান নামে মাঠে নামবে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss