14.8 C
London
Thursday, March 23, 2023
Homeস্পোর্টস-স্পটEast Bengal: ফের নজরে থাকা ফুটবলারকে হাতছাড়া করল ইস্টবেঙ্গল

Latest Posts

East Bengal: ফের নজরে থাকা ফুটবলারকে হাতছাড়া করল ইস্টবেঙ্গল

- Advertisement -
Crompton Rebello footballer

সেই একই চিত্র। আর এই মরশুমের জন্যে হয়তো এই দৃশ্য বদলানোর কোনও সম্ভাবনা নেই। ফের ইস্টবেঙ্গলের (East Bengal) পছন্দের তালিকায় থাকা ফুটবলারকে দলে তুলে নিলো ইন্ডিয়ান সুপার লিগের’ই একটি ক্লাব।

কয়েক দিন ধরে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল ২৩ বছর বয়সী ভারতের অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিনসিপটন রেবেলোকে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দলে তুলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল ক্লাব। বর্তমানে এফসি গোয়া দলের সদস্য এই ফুটবলার। এখন শোনা যাচ্ছে সংশ্লিষ্ট ফুটবলার তার বর্তমান ক্লাবের সাথে চুক্তি ছিন্ন করে অন‍্য ক্লাবে যোগদান করেছে।

- Advertisement -

তবে সেটি ইস্টবেঙ্গল নয়। তিনি যোগদান করেছেন ওড়িশা এফসিতে। ফের আরেকবার ইস্টবেঙ্গলের টার্গেটে থাকা ফুটবলারকে দলে নিয়ে বাজিমাত করলো ওড়িশা এফসি। গোটা জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে কার্যত টালবাহানা করেই কাটালো ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট,বিষয়টি তাদের সমর্থকদের কাছেও খুব হতাশাজনক। এফসি গোয়া থেকে রেবেলো যোগদান করছে এফসি ওড়িশা তে।

অন‍্যদিকে এফসি ওড়িশা থেকে নিখিল প্রভু যোগদান করছে এফসি গোয়াতে। তবে এটাকে সোয়াপ ডিল মনে করার কোনও কারণ নেই, কারণ রেবেলো এফসি গোয়া থেকে চুক্তি ছিন্ন করে ওড়িশা এফসিতে যোগদান করছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal: ফের নজরে থাকা ফুটবলারকে হাতছাড়া করল ইস্টবেঙ্গল
- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss