স্পোর্টস ডেস্ক: সাফ (SAFF Championship) কাপের ডু অর ডাই ম্যাচে মারণ কামড় মেন ইন ব্লু’দের। ভারত মালদ্বীপের বিরুদ্ধে ৩-১ গোলে ম্যাচ জিতলো। ম্যাচের বয়স যত গড়িয়েছে পেন্ডুলামের ঘড়ির কাটার মতো ম্যাচের পালস ওঠা নামা করেছে। ম্যাচের ৩৩ মিনিটে মনবীর সিং’র গোলে ১-০ এগিয়ে যায় ভারত। তবে ভারত লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।৪৫ মিনিটে আলি আসফাক ১-১ গোলের সমতায় মালদ্বীপকে নিয়ে আসে।
৬২ মিনিটে আপুইয়ার ক্রস মনবীরকে লক্ষ্য করে,মনবীররের বাড়ানো বল অধিনায়ক সুনীল ছেত্রী বুক দিয়ে নামিয়ে মালদ্বীপের জালে ঠেলে দিতেই ভারত ২-১ গোলে এগিয়ে যায়।৭১ মিনিটে সুনীল ছেত্রীর দুরন্ত হেড ভারতকে ৩-১ গোলের লিড দেয় মালদ্বীপের বিরুদ্ধে। মালদ্বীপের গোলকিপার মহম্মদ ফৈজল চেষ্টা করেও সুনীলের দুরন্ত হেড প্রতিহত করতে পারেনি।
অন্যদিকে, সাফ কাপে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ ১-১ গোলে ড্র হল। সাফের ইতিহাসে প্রথমবার ফাইনালে গেল নেপাল। টুর্নামেন্ট থেকে বাংলাদেশ ছিটকে গেল।এই ম্যাচ শেষে বাংলাদেশের ফুটবলারেরা মেজাজ হারিয়ে ফেলে এবং রেফারির সঙ্গে অভব্য আচরণে জড়িয়ে পড়ে। সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালদ্বীপকে হারিয়ে, সাত বারের সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত এবার নেপালের মুখোমুখি হবে ফাইনালে। এদিকে নেপাল সাফ কাপের টুর্নামেন্টে প্রথমবারের জন্য ফাইনালে যেতেই কাঠমান্ডু শহর জুড়ে উৎসবের মেজাজ।
সাফ কাপ টুর্নামেন্টের ফাইনাল ১৬ অক্টোবর, শনিবার, ৮.৩০ মিনিটে।