এবার আরসিবির দায়িত্ব ছাড়ছেন বিরাট?

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগেই ইন্ডিয়া টিমের টি-টোয়েন্টির ক্যাপ্টেনশিপ ছেড়েছেন বিরাট কোহলি। তিন ফরম্যাট থেকে ওয়ার্কলোড কমানোর জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন কোহলি। এবার শোনা যাচ্ছে ইন্ডিয়ান…

Kohli এবার আরসিবির দায়িত্ব ছাড়ছেন বিরাট?

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগেই ইন্ডিয়া টিমের টি-টোয়েন্টির ক্যাপ্টেনশিপ ছেড়েছেন বিরাট কোহলি। তিন ফরম্যাট থেকে ওয়ার্কলোড কমানোর জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন কোহলি। এবার শোনা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দায়িত্ব থেকেও অব্যাহতি নেবেন তিনি।

আরও পড়ুন মাঠে দর্শকপ্রবেশে অনুমতি BCCI-এর, আইপিএলে আবার ফিরছে গ্যালারির চিৎকার


আরও পড়ুন অভাবের সংসারে হাল ধরতে সবজি বিক্রি করছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

ইন্ডিয়া নিউজ স্পোর্টসকে কোহলির ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা বলেছেন, ‘আইপিএলের কথায় আমি বলবো যে একটা সময় অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ব্যাঙ্গালুরুর হয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলে যাবে বিরাট। ওর জন্য এটাই ভালো হবে। কারণ এতে ভারতীয় দলের হয়ে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে বেশি মনোযোগ দিতে পারবে।’

দু’দিন আগেই হঠাৎ করেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা করে টুইটারে বিরাট লিখেছিলেন, ‘এই সিদ্ধান্তে আসতে অনেকখানি সময় লেগেছে। কাছের লোকজনদের সঙ্গে, রবি শাস্ত্রী, রোহিত শর্মার মতো যারা ভারতীয় টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে আছে, তাদের সঙ্গে অনেক আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি করব না। একই সঙ্গে বোর্ড সচিব জয় শাহ, প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, নির্বাচকদের সঙ্গে কথাও বলেছি। নিজের যোগ্যতা মতো আমি ভারতীয় ক্রিকেটের সেবা করে যাব।’

আরও পড়ুন সর্বকালের সেরা আইপিএল দল বাছলেন শাকিব, সুযোগ পেলেন না KKR-এর কেউ


আরও পড়ুন IPL: চলতি আইপিএলের আকাশে দেখা যাবে না যে ‘তারা’দের

চলতি বছরে শুরু হলেও করোনা সংক্রমনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। চলতি মাস থেকেই আবার শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের আইপিএল খেতাব জয়ী চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১ এর দ্বিতীয় অধ্যায়। প্রথম পর্বে ৭ টি ম্যাচের মধ্যে ৫ টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে কোহলির আরসিবি। ফলে দলকে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন করতে মরিয়া বিরাট।