-0.7 C
London
Thursday, December 8, 2022
Homeস্পোর্টস-স্পটISL: উইং নির্ভর আক্রমণকে ধারালো করতে চাইছে কনস্টাটাইন

Latest Posts

ISL: উইং নির্ভর আক্রমণকে ধারালো করতে চাইছে কনস্টাটাইন

- Advertisement -

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির (East Bengal) পরের খেলা ওড়িশা এফসির বিরুদ্ধে, আগামী ১৮ নভেম্বর। ঘরের মাঠ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেশনের প্রথম জয়ের লক্ষ্যে জোরকদমে অনুশীলনে নেমে পড়েছে টিম ইস্টবেঙ্গল।

লাল-হলুদের প্র‍্যাকট্রিসে কোচ স্টিফেন কনস্টাটাইন হাওকিপ এবং হিমাংশু ঝাংড়াকে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছেন। ডান দিকের উইং দিয়ে হিমাংশুকে একের পর এক ক্রস নিতে হয়েছে।

- Advertisement -

নিজেদের শেষ ম্যাচে ওড়িশা হায়দরাবাদ এফসির কাছে ১-০ গোলে হেরে গিয়েছে।জয়ের লক্ষ্য নিয়েই তারা কলকাতার মাটিতে পা রাখতে চলেছে সেটা তাদের টুইটার পোস্ট থেকে পরিস্কার। আর ঘরের মাঠে নিজেদের প্রথম জয় তুলতে কনস্টাটাইন মরিয়া প্রচেষ্টার অংশ হিসেবে ডানদিকের উইং’এ হিমাংশুর মতো ফ্রেশ লেগকে কাজে লাগিয়ে বাজিমাৎ করতে চাইছে লাল হলুদের বৃটিশ কোচ।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: উইং নির্ভর আক্রমণকে ধারালো করতে চাইছে কনস্টাটাইন

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss