10.4 C
London
Monday, November 28, 2022
Homeস্পোর্টস-স্পটISL: ওড়িশার বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের

Latest Posts

ISL: ওড়িশার বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের

- Advertisement -
East Bengal started preparing

চার ম্যাচ হারের মুখ দেখার পর ইন্ডিয়ান সুপার লিগে (ISL) বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি। গত শুক্রবার সুনীল ছেত্রীদের ঘরের মাঠে হারিয়েছে টিম ইস্টবেঙ্গল।

লিগে লাল হলুদ শিবিরের পরের খেলা ওড়িশা এফসির বিরুদ্ধে ১৮ নভেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।এই ম্যাচের জন্য ইস্টবেঙ্গল খেলোয়াড়রা রবিবার প্র‍্যাকট্রিস সেশন শুরু করে দিয়েছে। নিজেদের টুইটার হ্যান্ডেলে এই প্র‍্যাকট্রিস সেশনের এক মুহুর্ত পোস্ট করে ক্যাপসনে লেখা ” অন্ধকারতম সময়েও সুখ পাওয়া যায়, যখন কেউ কেবল আলো জ্বালানোর কথা মনে রাখে।”
#জয়ইস্টবেঙ্গল #আমাগোমশাল “

- Advertisement -

ISL লিগ টেবলে ওড়িশা এফসি খুব একটা সুবিধা জনক অবস্থাতে নেই।৫ ম্যাচে ৩ টে জয় পেয়েছে এবং দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবলে পঞ্চম স্থানে ৯ পয়েন্ট নিয়ে। কলিঙ্গ ওয়ারিয়াসদের থেকে দুধাপ নীচে ইস্টবেঙ্গল এফসি লিগ টেবলে। দীপক টাংরিরা ৬ ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতেছে, চার ম্যাচ হেরে গিয়েছে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে।

নিজেদের শেষ ম্যাচ ওড়িশা এফিসি খেলেছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে এবং ওই ম্যাচ ১-০ গোলে হেরে গিয়েছে হায়দরাবাদ এফসির কাছে।এই ম্যাচ জয়ের ফলে ISL পয়েন্ট টেবলে টপার। ওড়িশা এফসির হেডকোচ জোসেপ গোম্বাউ’র টিমে পেদ্রো মার্টিন, ডিয়েগো মাউরিসিওর মতো খেলোয়াড় থাকা সত্ত্বেও তারা হায়দরাবাদকে নিজেদের ঘরের মাঠে হারাতে ব্যর্থ হয়েছে।

ফলে তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই কলিঙ্গ ওয়ারিসরা কলকাতায় পা রাখতে চলেছে তা বলাই চলে।অন্যদিকে, লাল হলুদ শিবির সেশনের দ্বিতীয় জয় পেয়ে অনেকটাই আত্মবিশ্বাসী।ঘরের মাঠে ভক্তদের সমর্থন সঙ্গে চলতি টাইটেলশিপে ঘরের মাঠে প্রথম জয় দেখার লক্ষ্যে ভক্তরা মাঠে ভিড় জমাবে।স্বভাবতই প্রত্যাশার চাপ থাকবে ইস্টবেঙ্গল ফুটবলারদের ওপর।আর ওড়িশা এফসি চাইবে যুবভারতীতে ঘরের মাঠে লাল হলুদ ভক্তদের চোখের সামনে ইস্টবেঙ্গলকে হারিয়ে তিন পয়েন্ট জোগাড়ের। ফলে দুদলের বল দখলের লড়াই হাড্ডাহাডি হতে চলেছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: ওড়িশার বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss