ISL: এফসি গোয়ার কাছে হেরে গেল ইস্টবেঙ্গল

ISL: ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে হোম অ্যাডভান্টেজ নিতে পারলো না ইস্টবেঙ্গল এফসি। ১-২ গোলে হেরে গেল লাল হলুদ ব্রিগেড। ৭ মিনিটে ব্র‍্যান্ডন ফার্নান্ডেজের গোলে…

East Bengal lost to FC Goa

ISL: ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে হোম অ্যাডভান্টেজ নিতে পারলো না ইস্টবেঙ্গল এফসি। ১-২ গোলে হেরে গেল লাল হলুদ ব্রিগেড।

৭ মিনিটে ব্র‍্যান্ডন ফার্নান্ডেজের গোলে এগিয়ে যায় এফসি গোয়া। বক্সের মাঝখান থেকে নেওয়া ব্র‍্যান্ডনের ডান পায়ের শট ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে যায়।৬৪ মিনিটে ইস্টবেঙ্গল পেনাল্টি পায় এবং ক্লেইটন সিলভার গোলে ইস্টবেঙ্গল এফসি ১-১ গোলের সমতাতে ফিরে আসে।৯৫ মিনিটে এদু বেইতিয়ার গোলে শেষ মুহুর্তে গোল করে এফসি গোয়া ম্যাচ জিতে যায়।

এফসি গোয়া কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল হলুদ সমর্থকদের সামনে থেকে তিন পয়েন্ট পকেটে পুরে নিলেও প্রচুর গোলের সুযোগ হাতছাড়া করেছে।এদিনের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এফসি গোয়ার স্কোরার ব্র‍্যান্ডন, রিডিম ত্লাং, আইবনভা দোহলিং , নূহ সাদাউই প্রত্যেকেই গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।অন্যদিকে, ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল হলুদ সমর্থকদের নিরাশ করেছে ইস্টবেঙ্গল এফসির ফুটবলারেরা। অ্যালেক্স, সুমিত পাসি, জর্ডন, ক্লেইটন সিলভারা গোলের সুযোগ হাতছাড়া করে।যা দেখে স্বভাবতই হতাশ লাল হলুদ ভক্তরা।