কলকাতায় আসার প্রায় একমাস পর অবশেষে ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন জেক জার্ভিস (Jake Jarvis)। ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট চেয়েছিলো এলিয়ান্দ্রোকে ছেড়ে দেওয়ার সাথে সাথে জার্ভিসকে প্রাক্টিসে নামাতে। যদিও তাদের সেই পরিকল্পনা দিনের আলো দেখেনি, কারণ এলিয়ান্দ্রোকে ছাড়তে বেশ কিছুটা সময় লাগে৷
এরমধ্যে ওমিদ সিংয়ের সমস্যা মেটাতে মেটাত অনেকটা সময় লেগে যায়। এর মাঝে ইস্টবেঙ্গল যতো গুলো ম্যাচ খেলেছে প্রতিটায় ম্যাচ হেরেছে। দলের একের পর এক ম্যাচ হার দেখেছেন জেক। ওই কঠিন সময় চালিয়ে গেছেন প্রস্তুতি। হতাশ হচ্ছিলেন মাঠে নামতে না পেরে। তবে তিনি কখন নামবেন সেটা সময় বলবে। তবে আপাতত সব কিছু ভুলে প্রাক্টিসে নিমগ্ন আছেন জেক।
অভিষেক ম্যাচের আগে সমর্থকদের বাংলায় বার্তা দিলেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ তারকা কয়েক দিন আগে আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়ায় জেক জার্ভিসের আগমনের খবর জানিয়েছিল ইস্টবেঙ্গল। এবার ক্লাবের সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন জেক জার্ভিস,তাও আবার সম্পূর্ণ বাংলাতে ! লাল-হলুদ ব্রিগেডের তরফে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে যেখানে জার্ভিসকে সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলতে শোনা যায়। জার্ভিস বলেছেন, “কেমন আছো আমাগো ফ্রেন্ড। আমি জেক জার্ভিস। তোমাদের নতুন অ্যাটাকিং পোলা,জয় ইস্টবেঙ্গল, জয় লাল হলুদ”
এখন যা সম্ভাবনা, তাতে আগামী ৩ রা ফেব্রুয়ারি ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক হতে পারে জেক জার্ভিসের।ট্রান্সফার ব্যান থাকাকালীন জার্ভিস টিম হোটেলে থেকেই দলের সাথে প্রাক্টিস করেছিলেন। তাই তার ম্যাচ ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন ওঠার জায়গা নেই। এখন দেখার বিষয় জার্ভিসের মাঠে নামা ঘরের মাঠে ইস্টবেঙ্গলের ভাগ্য বদল করতে পারে কিনা।
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Jake Jarvis: প্র্যাক্টিসে মগ্ন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি ফুটবলার