মুম্বইয়ের বিরুদ্ধে জিতেও স্বস্তিতে নেই কেকেআর, গুণতে হবে জরিমানা

স্পোর্টস ডেস্ক: করোনা আবহে আইপিএলের দ্বিতীয় পর্বে বৃ্হস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স হেরেছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। দুরন্ত এমন জয়ের দিনেও হতাশ হওয়ার খবর এসেছে নাইট শিবিরের…

Kolkata Knight Riders মুম্বইয়ের বিরুদ্ধে জিতেও স্বস্তিতে নেই কেকেআর, গুণতে হবে জরিমানা

স্পোর্টস ডেস্ক: করোনা আবহে আইপিএলের দ্বিতীয় পর্বে বৃ্হস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স হেরেছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। দুরন্ত এমন জয়ের দিনেও হতাশ হওয়ার খবর এসেছে নাইট শিবিরের কাছে।স্লো ওভার রেটের কারণে মোটা অঙ্কের জরিমানা গুণতে হচ্ছে কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানকে।

আরও পড়ুন IPL: আরসিবি ছাড়তে পারেন বিরাট, স্টেইনের মন্তব্যে তুঙ্গে কোহলির দলবদলের জল্পনা

আবুধাবিতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে মন্থর ওভার রেটের কারণে ২৪ লাখ টাকা জরিমানা করা হয় কেকেআর অধিনায়ক মর্গ্যানকে। মরশুমের দ্বিতীয় ওভার রেট শাস্তির কারণে তার জরিমানার অঙ্ক এত বড়। তাছাড়া দলের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ২৫ শতাংশ কিংবা ৬ লাখ টাকার মধ্যে অঙ্কে যেটা কম আসে, তা জরিমানা করা হয়েছে।

KKR vs MI Preview, IPL 2021: KKR vs MI head to head stats, pitch report,  playing 11 news | Cricket News - Times of India

রোহিত শর্মার দলকে কলকাতা হারিয়েছে ৭ উইকেটে। মুম্বাইয়ের ছুঁড়ে দেওয়া ১৫৫ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে কেকেআর। ১৫.১ ওভারে, তিন উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে নেয় নাইটরা। ২৯ বল বাকি থাকতেই ম্যাচ মুম্বই’র হাত থেকে ছিনিয়ে নেয় কেকেআর।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়ক রোহিত শর্মা ৩৩, কুইন্টন ডি’কক ৫৫ রান করেন। আর নাইট বাহিনীর হয়ে ভেঙ্কটেশ আইয়ার ৫৩, রাহুল ত্রিপাঠী অপরাজিত ৭৪ রান করেন।টসে জিতে কেকেআর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। টানা দুই ম্যাচে জয়ের পর আইপিএলের পয়েন্ট টেবিলে কলকাতা এখন চারে। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট।