14.8 C
London
Thursday, March 23, 2023
Homeস্পোর্টস-স্পটManchester City: মুম্বই সিটি এফসি এবং মোহনবাগানের বিরুদ্ধে ম‍্যাচ খেলতে আসছে EPL...

Latest Posts

Manchester City: মুম্বই সিটি এফসি এবং মোহনবাগানের বিরুদ্ধে ম‍্যাচ খেলতে আসছে EPL চ‍্যাম্পিয়ন

- Advertisement -
Manchester City

ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ‍্যাত ক্লাব ম‍্যানচেস্টার সিটি (Manchester City) খেলতে আসছে ভারতে। এই খবর চারপাশে চাউর হতেই ভারতীয় ফুটবল প্রেমীরা অপেক্ষায় আছেন আর্লিং হ‍্যালান্ড, ফোডেনের মতো বিশ্ব ফুটবলের নক্ষত্রদের খেলতে নামতে দেখতে।বিশ্ব ফুটবলের এক অন‍্যতম জনপ্রিয় ক্লাব এই ম‍্যানচেস্টার সিটি এফসি। তাদের নিয়ে এমন উন্মাদনা তৈরী হওয়াটা আস্বাভাবিক কোনও বিষয় নয়।

ইংল্যান্ডের এই বিখ্যাত ক্লাবটি সিটি গ্রুপের অন্তর্ভুক্ত। এই সিটি গ্রুপ পরিচালনা করে ভারতের মুম্বাই সিটি এফসি ক্লাবকে।শোনা যাচ্ছে ম‍্যানচেস্টার সিটি রিলায়েন্স গ্রুপের সাথে একটি পার্টনারশিপ করতে চলেছে। শোনা যাচ্ছে ২০২৩-২৪ মরশুমে ভারতে এসে পেপ গুয়ার্দিওলার দল সিটি গ্রুপে অন্তর্ভুক্ত থাকা দল গুলোর বিরুদ্ধে ম‍্যাচ খেলতে পারে।

- Advertisement -

এছাড়া তারা একটি বিরাট ফ‍্যানবেস সমৃদ্ধ একটা দলের বিরুদ্ধে ম‍্যাচ খেলতে। সেই তালিকায় এটিকে মোহনবাগান,কেরাল ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গলের মতো দল গুলো রয়েছে। ম‍্যান সিটির লক্ষ‍্য ভারত থেকে একটি বিরাট পরিমাণ অর্থ সংগ্রহ করা।

অবশ্য এই ম‍্যাচ খেলার ব‍্যাপারে কোনও রকম কনফারমেশন পাওয়া যায়নি। তবে খুব শীঘ্রই এবিষয় বিস্তারিত জানা যাবে।এতো বড়ো মাপের একটি দল খেলতে আসছে, তাই তাদের আসার একটি বিরাট প্রস্তুতি সারার তো প্রয়োজন আছেই। তবে ম‍্যান সিটি ভারতে আসছে এটি একেবারে পাকা খবর।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Manchester City: মুম্বই সিটি এফসি এবং মোহনবাগানের বিরুদ্ধে ম‍্যাচ খেলতে আসছে EPL চ‍্যাম্পিয়ন
- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss