Mohammad Hafeez: বিস্ফোরক হাফিজ, জানিয়ে গেলেন গড়াপেটা সম্পর্কে কী ছিল পাক ক্রিকেট বোর্ডের মানসিকতা

411

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন মহম্মদ হাফিজ (Mohammad Hafeez)। জাতীয় দলের জার্সিকে বিদায় জানানোর আগে এমন অনেক কিছুই বললেন, যা এতদিন ছিল পর্দার আড়ালে।

হাফিজ প্রকাশ্যেই বলেছেন পাকিস্তান (Pakistan) ক্রিকেট বোর্ডের মানসিকতা দেখে এক সময় ভেঙে পড়েছিলেন তিনি। ২০১৯ সালেই ভেবেছিলেন অবসরের কথা। কিন্তু স্ত্রী এবং শুভানুধ্যায়ীদের মুখ চেয়ে জাতীয় দলের হয়ে খেলে গিয়েছিলেন ক্রমাগত। কিন্তু আর নয়, এবার বিদায়। জাতীয় দল থেকে অবসর।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ‘আমি বরাবরই ম্যাচ গড়াপেটার বিরুদ্ধে। পাকিস্তান ক্রিকেট বোর্ড কেউ আমি জানিয়ে ছিলাম সে কথা… না, আমি ২০১৯ সালেই বুট জোড়া তুলে রাখার কথা ভেবেছিলাম। স্ত্রী এবং আমার ভক্তদের কথা ভেবে মাঠে নেমে ছিলাম আবার। যে কোনও প্রকার সমালোচনা স্বাগত। মাঠে নেমে উত্তর দিতেই আমি স্বচ্ছন্দ। বোর্ডের কারো প্রতিই আমার মনে নেতিবাচক প্রভাব নেই।’

কামব্যাকের প্রসঙ্গ উত্থাপন করার আগে হাফিজের স্মৃতিচারণ, ‘যারা গড়াপেটার সঙ্গে যুক্ত তাদের দ্বিতীয় সুযোগ দেওয়ার পক্ষে আমি নই। কোনও দিন ছিলাম না। পিসিবিকেও জানিয়েছিলাম এই একই কথা। তৎকালীন বোর্ড চেয়ারম্যান আমাকে বলেছিলেন ‘নিজের চড়কায় তেল দাও।’ ম্যাচ গড়াপেটাকারীদের দ্বিতীয় সুযোগ প্রসঙ্গে অদ্ভুতভাবে নীরব ছিলেন তিনি। সেদিন।’