স্পোর্টস ডেস্ক: ১০৩ মিনিটে এফসি গোয়ার অধিনায়ক এডু বেদিয়ার করা গোল। মহামেডানকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ১৩০ তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে শেষদিকে বক্সের বাইরে ফাউল হয়। ফ্রি কিক পেয়ে যায় হুয়ান ফেরান্দোর ছেলেরা। বাঁম পায়ের দুরন্ত ফ্রি কিক আসে এডুর পা থেকে। দ্বিতীয় পোস্টে তার রাখা সেই বল ঝাঁপিয়েও বাঁচাতে পারেননি মহামেডান গোলরক্ষক জোথানমাওয়াইয়া,বল বাউন্স করে জালে জড়িয়ে যায়।
প্রথম ৯০ মিনিট গোলের লকগেট কোনও দলই খুলতে পারেনি। যদিও সুযোগ এসেছিল দুই দলের কাছে,কিন্তু কাজে লাগাতে পারেনি। সাত বছর পর ডুরান্ড জয়ের হাতছানি, আবার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা, যা মহামেডান স্পোর্টিং ক্লাবের হোম গ্রাউন্ড। সব মিলিয়ে করোনা কালে প্রত্যাশার ফানুসে চুপসে গেল কালো চিতা। চলতি ডুরান্ডে পর পর তিন ম্যাচ হারের ধাক্কা সামলে নিয়েও মার্কোস জোসেফরা আশা জাগিয়ে তুলেছিল, শেষ রক্ষা হল না।
অতিরিক্ত সময়ে১১৪ মিনিটে মহামেডান অধিনায়ক নিকোলার ফ্রি কিক ক্লিয়ার করে এফসি গোয়ার ডিফেন্ডার। ফের ১১৭ মিনিটে নিকোলা গোলের সুযোগ পেয়েছিল কিন্তু এফসি গোয়ার গোলকিপার নবীন কুমার বাঁম দিকে ঝাঁপিয়ে পড়ে দুরন্ত সেভ করেন। রেফারি রাহুল কুমার গুপ্তার বাঁশি বেজে উঠতেই ১৩০ তম ডুরান্ড কাপ গোয়ায় চলে গেল, হৃদয় চুরমার হয়ে গেল মহামেডানের।