11.7 C
London
Thursday, March 30, 2023
Homeস্পোর্টস-স্পটVirat Kohli: বিরাট কোহলির চোট নিয়ে মুখ খুললেন হেডকোচ দ্রাবিড়

Latest Posts

Virat Kohli: বিরাট কোহলির চোট নিয়ে মুখ খুললেন হেডকোচ দ্রাবিড়

- Advertisement -

চোটের কারণে ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে ছিটকে যান বিরাট কোহলি।(Virat Kohli)৷ টেস্ট ম্যাচ শুরুর সকালে কোহলি কোহলি পিঠের উপরের অংশে খিঁচুনি অনুভব করেন। তড়িঘড়ি ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল এবং বিরাট কোহলির জায়গাতে প্রথম একাদশে আসে হনুমা বিহারি।

জোবার্গে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জিতেছে। তিন ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ ড্র অবস্থায়। ভারত সেঞ্চুরিয়নে ‘বক্সি ডে’ টেস্ট ম্যাচ ১১৩ রানের বড় ব্যবধানে জিতেছিল।কিন্তু ওয়ান্ডারার্সে হেরে যায় প্রোটিয়াদের কাছে।

- Advertisement -

টিম ইন্ডিয়ার দ্বিতীয় টেস্টে হারের পর ভক্তরা অবিলম্বে বিরাট কোহলির দলে ফেরার দাবি জানাচ্ছে। এই প্রসঙ্গে হেডকোচ রাহুল দ্রাবিড় বলেন, বিরাট কোহলিকে কেপটাউনে খেলতে দেখা যাবে এমন আশা রয়েছে, কারণ আমি তার সাথে কিছু থ্রো ডাউন অনুশীলন করেছি এবং এখন মনে হচ্ছে সে ফিট এবং শীঘ্রই মাঠে দেখা যাবে।

এশিয়া মহাদেশের টেস্ট ক্রিকেট খেলা দেশগুলোর মধ্যে একমাত্র ভারত অধিনায়ক বিরাট কোহলি ২০২১-২২ দক্ষিণ আফ্রিকা সফরে এসে প্রোটিয়াদের অভেদ্য দূর্গ বলে পরিচিত সেঞ্চুরিয়নে ডিন এলগারদের ধুলো মাখিয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় করেছে।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট ম্যাচ সিরিজ জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা এই তিন দেশের নামে। ভারতের কাছে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয় এখনও অধরা। তাই কেপটাউনের,নিউল্যান্ডসে ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচে দেশের ক্রিকেট ভক্তরা কোহলি বিরাট বিক্রম দেখতে চাইছে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss