স্পোর্টস ডেস্ক: ক্রীড়াজগত থেকে এবার অভিনয় জগতে পা রাখছেন টেনিস তারকা সানিয়া মির্জা। ওয়েব সিরিজ দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখছেন তিনি। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। বিশেষ কারণেই অভিনয় জগতে পা রাখছেন সানিয়া। টিউবারকিউলোসিস অর্থাৎ যক্ষ্মারোগের বিরুদ্ধে মানুষকে সচেতন করার তাগিদেই ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।
আরও পড়ুন খেলা শুরু: তালিবানি কায়দায় পাকিস্তানে শিক্ষাকর্মীদের নিষিদ্ধ আঁটসাঁট পোশাক
মাস কয়েক আগেই টোকিওতে চতুর্থবারের জন্য অলিম্পিকে নেমেছিলেন সানিয়া। সেখানে তাঁর পার্টনার ছিল অঙ্কিতা রায়না। প্রথম রাউন্ডেই ছিটকে যান তাঁরা। সাইনি উইলসনের পর ভারতের দ্বিতীয় মহিলা অ্যাথলিট হিসেবে চতুর্থ অলিম্পিক্স খেলে রেকর্ড গড়েছেন তিনি। ডাবলস এবং মিক্সড-ডাবলস মিলিয়ে তাঁর কেরিয়ারে গ্র্যান্ড-স্লাম সংখ্যা ছ’টি।
আরও পড়ুন অধিনায়কোচিত মনোভাবের অভাব, বিরাটের বিরুদ্ধে নালিশ গেল শাহের কাছে
এর আগে বহু খেলোয়াড় অভিনয় জগতে নাম লিখিয়েছিলেন। সদ্য মুক্তি পেয়েছে বিশ্বকাপজয়ী ক্রিকেটার হরভজন সিংয়ের সিনেমাও। এবার সেই তালিকাতেই নতুন সংযোজন হল সানিয়ার নাম। সানিয়া অভিনীৎত পাঁচটি পর্বের সিরিজটির নাম ‘এমটিভি নিষেধ অ্যালোন টুগেদার’। লেখকের মস্তিষ্কপ্রসুত কাহিনী নয়, বাস্তবতাই তুলে ধরা হবে পর্দায়। এক নবদম্পতির কাহিনী। আচমকা লকডাউনের ফলে যাদের জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়। এভাবেই এগোবে গল্প।
ওয়েব সিরিজটিতে নবদম্পতির চরিত্রে অভিনয় করবেন সায়েদ রাজা আহমেদ ও প্রিয়াংকা চৌহান। যদিও সানিয়াকে কোন চরিত্রে দেখা যাবে তা এখনও বিস্তারিত জানা যায়নি। তবে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরের শেষেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে সিরিজটি। একদিন আগেই কেরিয়ারের ৪৩তম ডব্লিউটিএ (WTA) ডাবলস খেতাব জিতেছেন সানিয়া। চিনা পার্টনার ঝাং শুয়াইয়ের সঙ্গে জুটি বেঁধে ওস্ট্রাভা ওপেন (Ostrava Open 2021) চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
Champions in the Czech Republic!
🇮🇳 @MirzaSania & @zhangshuai121 🇨🇳 claim the doubles title 🏆#OstravaOpen pic.twitter.com/iMk79qrSSB
— wta (@WTA) September 26, 2021