8.4 C
London
Saturday, March 25, 2023
Homeস্পোর্টস-স্পটSC East Bengal: সমর্থকদের আশ্বস্ত করতে ফুটবলারদের ভিডিও বার্তা

Latest Posts

SC East Bengal: সমর্থকদের আশ্বস্ত করতে ফুটবলারদের ভিডিও বার্তা

- Advertisement -

Sports desk: চলতি আইএসএলের লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) শনিবার দলের নতুন হেডকোচ হিসেবে স্প্যানিয়ার্ড মারিও রিভেরাকে নিযুক্ত করেছে। কোভিড-১৯ প্রটোকল মেনে কোয়ারেন্টাইনের মধ্যে দিয়ে দলের কোচিং দেখা যাবে।ততদিন রেনেডি সিং অন্তবর্তীকালীন হেডকোচ হিসেবে দায়িত্ব সামলাবে। লাল হলুদের পরের ম্যাচ ৪ জানুয়ারি, বেঙ্গালুরুর এফসি’র বিরুদ্ধে। নতুন বছরে লাল হলুদ সমর্থকদের প্রত্যাশা একটাই প্রিয় দল জয়ে ফিরুক।

চলতি টুর্নামেন্টের ১১ তম রাউন্ডে এসসি ইস্টবেঙ্গল ৮ ম্যাচ খেলে ফেললেও জয়ের মুখ দেখেনি। নতুন স্প্যানিয়ার্ড হেডকোচের জমানাতে প্রিয় দল জয়ের সরণীতে হাটবে এমন প্রত্যাশার চাপ বিষয়ে অবগত লাল হলুদ শিবিরের ফুটবলারেরা তা এসসি ইস্টবেঙ্গলের করা সংক্ষিপ্ত সময়ের টুইট ভিডিওতে পরিষ্কার।

- Advertisement -

ওই টুইট ভিডিওতে ড্যানিয়েল চিমা চুকুউ নতুন বছরে লাল হলুদ সমর্থকদের শুভেচ্ছা বার্তায় বলেন,”নতুন বছরে আরোও ভালো অর্জনের অপেক্ষায় আছি”।

গোলকিপার অরিন্দম ভট্টাচার্য ওই টুইট ভিডিও বার্তায় বলেন,”টিমের জন্য আমাদের সকলের একই লক্ষ্য লিগের যতটা ওপরে শেষ করতে পারি,যত ভাল পারফর্ম করতে পারি”। নিজের ইনজুরি প্রসঙ্গে এসসি ইস্টবেঙ্গলের এক নম্বর গোলকিপার বলেন,” ব্যক্তিগত ভাবে আমি চাই ইনজুরির কারণে আমাকে মাঠের বাইরে যেতে না হয় আমাকে,কেননা ওটা খুবই বাজে অভিঞ্জতা, এখান থেকে চেষ্টা করবো সব ম্যাচ খেলার”। গোলকিপার অরিন্দম ভট্টাচার্য লাল হলুদ সমর্থকদের আশ্বস্ত করে এও বলেন,”লিগে যত ওপরে শেষ করতে পারবো, চেষ্টা থাকবে সেমিফাইনালে যাওয়ার”।

লাল হলুদ ফুটবলার অমরজিৎ সিং ওই টুইটের ভিডিও বার্তায় বলেছেন,”এক শতাংশ নিজের যদি উন্নতি করতে পারি,তা আমার জন্যে ভাল হবে।কেননা প্রতিটি দিন আমার কাছে একটা নতুন বছর”।
লাল হলুদের আর এক ফুটবলার আদিল খান “নতুন বছরে সমর্থকদের সমর্থন প্রত্যাশা করে” ওই টুইট ভিডিওতে বলেন,”আমরা ভাল পারফরম্যান্স দিয়ে সকলকে উপহার দিতে চাই লিগ টেবিলে অনেক পয়েন্ট অর্জন করে”।
“নতুন বছরের শুভেচ্ছা” বার্তায় টুইট ভিডিওতে অ্যান্টোনিও পেরোসেভিচের কথায়,”ভাল রেজাল্ট সঙ্গে প্রথম পজিশন”।

২০২২ নতুন বছরের শুভেচ্ছা দিতে গিয়ে ওই টুইট ভিডিওতে লাল হলুদ ফুটবলার ড্যারেন সিডোল বলেন,”আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। নতুন করে শক্তি সঞ্চয় করতে হবে, যাতে দলের সমর্থকরা গর্বিত বোধ অনুভব করে”।

নতুন বছরের শুভেচ্ছা বার্তায় মোট কথা লাল হলুদ বিগ্রেডের ফুটবলারেরা বুঝে গিয়েছে, আগামী দিনে ফুটবলের বাজারে নিজেদের বাজার দর ধরে রাখতে গেলে মারণ ঝাঁপটা দিতেই হবে। এমন ‘ডু অর ডাই’ সিচুয়েশনে লিগ টেবিলে যতটা ভাল পজিশনে দৌড় শেষ করা যায়, এর ওপর দাঁড়িয়েই পেশাদার ফুটবলার হিসেবে দর কষাকষির রাস্তা অনেকটাই মসৃণ হয়ে থাকবে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss