স্পোর্টস ডেস্ক: চলতি বছরে শুরু হলেও করোনা সংক্রমনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। চলতি মাস থেকেই আবার শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১। শুধু তাই নয়, এবার চাইলে স্টেডিয়ামে ঢুকেই খেলা দেখতে পারবেন সাধারণ দর্শকরা।
আরও পড়ুন মাঠে দর্শকপ্রবেশে অনুমতি BCCI-এর, আইপিএলে আবার ফিরছে গ্যালারির চিৎকার
টুর্নামেন্টের আমিরশাহি লেগের ম্যাচগুলিতে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের আইপিএল খেতাব জয়ী চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১ এর দ্বিতীয় অধ্যায়। যদিও ভরা এই গ্যালারি মিস করবেন বেশ কিছু তারকাদের। বিভিন্ন কারণে যারা সরে দাঁড়িয়েছেন চলতি আইপিএল থেকে।
মুম্বই ইন্ডিয়ান্স: আইপিএলের দ্বিতীয় লেগে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডে কোনো রদবদল হয়নি।
কলকাতা নাইট রাইডার্স: প্যাট কামিন্স আগেই জানিয়ে দিয়েছিলেন ব্যক্তিগত যে তিনি আইপিএলের দ্বিতীয় লেগে অংশ নেবেন না। তাঁর পরিবর্তে কেকেআর দলে নিয়েছে নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদিকে।
পঞ্জাব কিংস: রিলি মেরেডিথ ও ডেভিড মালান টুর্নামেন্টে অংশ নেবেন না।
আরও পড়ুন দেশ দখল করেছে তালিবানরা, আইপিএল খেলা নিয়ে সংশয়ে রশিদ-নবিরা
রাজস্থান রয়্যালস: বেন স্টোকস, জোফ্রা আর্চার, জস বাটলার ও অ্যান্ড্রু টাইকে চলতি আইপিএলে দলে পাবে না রাজস্থান।
চেন্নাই সুপার কিংস: আইপিএলের প্রথমার্ধেই অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের পরিবর্তে আরেক অস্ট্রেলিয়ান তারকা জেসন বেহরেনডর্ফকে দলে নিয়েছিল চেন্নাই।
দিল্লি ক্যাপিটালস: চোটের কারণে আগেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন তারকা পেসার ক্রিস ওকস।
আরও পড়ুন সর্বকালের সেরা আইপিএল দল বাছলেন শাকিব, সুযোগ পেলেন না KKR-এর কেউ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: চলতি আইপিএলের দ্বিতীয়ভাগে ব্যাঙ্গালোর দলে পাচ্ছে না অ্যাডাম জাম্পা, ফিন অ্যালেন, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন ও ওয়াশিংটন সুন্দরকে।
সানরাইজার্স হায়দরাবাদ: ইংল্যান্ড তারকা জনি বেয়ারস্টো শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
প্রসঙ্গত, আইপিএল শুরুর তিন দিন আগে, ১৬ সেপ্টেম্বর থেকে আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট www.iplt20.com-এ গিয়ে টিকিট বুক করা যাবে। এছাড়াও PlatinumList.net ওয়েবসাইট থেকেও বুক করা যাবে আইপিএল ২০২১-এর টিকিট। অর্থাৎ শুধু আইপিএলই নয়, একই সঙ্গে মাঠে ফিরছে দর্শকও।