‘ইসলামবিরোধী’, আফগানিস্তানে নিষিদ্ধ আইপিএল

স্পোর্টস ডেস্ক: চলতি বছরে শুরু হলেও করোনা সংক্রমনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আবার শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১। শুধু…

স্পোর্টস ডেস্ক: চলতি বছরে শুরু হলেও করোনা সংক্রমনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আবার শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১। শুধু তাই নয়, এবার চাইলে স্টেডিয়ামে ঢুকেই খেলা দেখতে পারবেন সাধারণ দর্শকরা। টুর্নামেন্টের আমিরশাহি লেগের ম্যাচগুলিতে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারতের বাইরে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের জনপ্রিয়তা ব্যাপক। উপমহাদেশের সমস্ত জায়গাতেই মহা সমারোহে আইপিএল দেখেন ক্রিকেটপ্রেমীরা।দুবাইতে যখন মাঠে গিয়েই আইপিএল উপভোগ করতে চলেছেন দর্শকরা, ঠিক তখনই অন্য ছবি দেখা যাচ্ছে আরেক ইসলামিক দেশ আফগানিস্তানে। আমিরশাহির আইপিএল পর্ব সম্প্রচার নিষিদ্ধ হয়ে গেল আফগানিস্তানে। আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালিবানদের তরফ থেকে বলা হচ্ছে, আইপিএল ইসলাম ধর্মবিরোধী। টুইট করে তালিবানদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার এবং সাংবাদিক ইব্রাহিম মোমান্দ।

এর আগে ক্রিকেট নিষিদ্ধ করা হবে না জানানোর পরও তালিবানদের আইপিএল নিষিদ্ধ করার কারণ কী? জানা গিয়েছে অন্যতম কারণ হল আইপিএলের মাঠের স্বল্পবসণা রমণী বা চিয়ারলিডাররা। তালিবানদের মতে, নারীর স্বল্পবসন ইসলামবিরোধী। সেই কারণেই আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে আফগান মুলুকে। এছাড়াও গ্যালারিতে মহিলা সমর্থকদের খেলা দেখা তালিবানদের কাছে নাকি ধর্মবিরোধী। তাদের মতে, মহিলারা আজীবন হিজাব পরে থাকবেন।

আফগানিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধ হওয়ায় স্বভাবতই হতাশ হয়ে পড়েছেন রশিদ খান, মহম্মদ নবি। রশিদ খান এবং মহম্মদ নবি, দু’জনেই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। দেশে তালিবানি শাসন শুরু হওয়ার পর দু’জনেই তাদের আইপিএল ভবিষ্যত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন।