13.4 C
London
Thursday, March 23, 2023
Homeস্পোর্টস-স্পটTransfer window: শেষ-বাজারে শেষ মুহূর্তে চমক দিল এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স

Latest Posts

Transfer window: শেষ-বাজারে শেষ মুহূর্তে চমক দিল এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স

- Advertisement -
Danish Farooq-udanta singh

Transfer window: একটা লংটার্ম ডিলের মাধ‍্যমে বেঙ্গালুরু এফসি (Kerala Blasters) থেকে ২৬ বছর বয়সী রাইট উইংয়ের ফুটবলার উদান্তা সিংকে নিয়ে নিলো এফসি গোয়া (FC Goa) দল। আগামী দুই মরশুমের জন্যে এফসি গোয়াতে যোগ দিচ্ছেন উদান্তা। এই ফুটবলার ২০১৬-১৭ মরশুমে মুম্বই সিটি এফসির সদস্য ছিলো। পরবর্তী বেঙ্গালুরু এফসিতে দীর্ঘ সময়ের জন্য খেলেছে।

শেষ অবধি বেঙ্গালুরু এফসি দলের এই ভরসা যোগ‍্য ফুটবলারকে দলে তুলে নিলো এফসি গোয়া। বেঙ্গালুরু এফসি দলের হয়ে অসামান্য পারফরম্যান্স দেওয়া এই ফুটবলারের দিকে নজর রাখতে হবে, দেখতে হবে নতুন ক্লাবের জার্সিটা মানিয়ে নিতে কতোটা সময় লাগবে তার।

- Advertisement -

এদিকে ২৬ বছর বয়সী ভারতের লেফট মিডফিল্ডের ফুটবলার দানিশ ফারুখকে নিয়ে আশেপাশে হইচই পড়ে গিয়েছিল সেটা সবাই দেখেছি আমরা।
তবে ট্রান্সফার মার্কেটের একেবারে শেষ দিন বেড়িয়ে এলো তাকে নিয়ে বড়সড় আপডেট। একটা সময় অবধি শোনা যাচ্ছিলো ড‍্যানিশ ফারুখ কের সাথে নাম জড়িয়েছিলো ফারুখের।এই বেঙ্গালুরু এফসির ফুটবলার কে দলে নিলো কেরালা ব্লাস্টার্স। এই ক্লাব বদল করে আখেড়ে কতটা লাভবান হবে ফারুখি, সেটা সময় বলবে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Transfer window: শেষ-বাজারে শেষ মুহূর্তে চমক দিল এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স
- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss