IPL: ফর্মে ফিরতে মরিয়া ক্যাপ্টেন কোহলি

320

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বে ক্যাপ্টেন বিরাট কোহলীর নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সময়টা মোটেও ভাল যাচ্ছে না। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একতরফা হারের মুখ দেখতে হয়েছিল আরসিবি’কে। মাত্র ৯২ রানেই আরসিবি’র ব্যাটিং লাইন আপ গুটিয়ে যায়। যা আইপিএলের ইতিহাসে আরসিবি’র ষষ্ঠতম সবচেয়ে কম স্কোর। একইভাবে ক্যাপ্টেন কোহলীর ব্যাটও মুখ বন্ধ। মাত্র ৫ রান করেছেন ওই ম্যাচে। আগামী ২৪ সেপ্টেম্বর আরসিবি’র ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এই ম্যাচের আগে নিজের ফর্মে ফিরে আসতে মরিয়া বিরাট।

আরও পড়ুন অধিনায়কোচিত মনোভাবের অভাব, বিরাটের বিরুদ্ধে নালিশ গেল শাহের কাছে

সিএসকে’র বিরুদ্ধে ফর্মে ফেরার তাগিদে বিরাট নেট সেশনের পরেও দীর্ঘক্ষণ নেটে ঘাম ঝড়িয়েছেন। ক্রিজে ব্যাট করার সময়ে ডেলিভারির সঙ্গে পায়ের মুভমেন্টের ওপর বেশি করে নজর দিয়েছেন। বিরাটের ফর্মে ফেরার এই তাগিদ এবং একাগ্রতা আরসিবি কোচ মাইক হেসেনকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।

আরসিবি কোচের কথায়, বিরাট লম্বা সময় নেট সেশনে নিজের ব্যাটিং’র প্রতি মন দিয়েছেন। আমার মনে হচ্ছে সিএসকে’র বিরুদ্ধে বিরাট ছন্দ ফিরে পাবে এবং বিরাট নিজেও রান করতে মরিয়া।

আরসিবি কোচ আরও বলেন, “বিরাট অনেকবার লম্বা নেট সেশন নিয়েছেন। আমাদের কিছু ব্যাটসম্যান অতিরিক্ত সুযোগের অপেক্ষায় থাকে। বিরাট ভাল ব্যাটিং পারফর্ম করার জন্য উদগ্রীব এবং উনি এই ধরনের সেশন পচ্ছন্দ করেন, যাতে নিজের ছন্দে ফিরে আসতে পারেন। আমি এটাই বলতে চাই যে আমার মনে হচ্ছে উনি নিজের ছন্দ ফিরে পাবেন।”

ইতিমধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক জানিয়েছেন চলতি মরশুম পর্যন্ত তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক থাকবেন, পরের আইপিএল মরশুমে তিনি আরসিবি’র অধিনায়ক থাকবেন না। এরই সঙ্গে বিরাটের বক্তব্য এসেছে আইপিএল কেরিয়ারে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা চালিয়ে যাবেন কিনা সেই প্রসঙ্গেও। নিজের শেষ আইপিএল ম্যাচ আরসিবি’র হয়েই খেলতে চান বলে জানিয়েছেন তিনি।