স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট আকাশে নিম্নচাপ অক্ষরেখা ক্রমেই গভীর নিম্নচাপের রুপ ধারণ করেই চলেছে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছে। আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারি -মার্চ মাসে অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ পাকিস্তান সফরসূচী রয়েছে। এখন এই সফরসূচী ঘিরেও টালবাহানা দেখা দিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে,আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। আবার ওয়েস্ট ইণ্ডিজের পাকিস্তান সফর রয়েছে ডিসেম্বরে।
ওয়েস্ট ইণ্ডিজ পাকিস্তানের বিরুদ্ধে ৯ থেকে ডিসেম্বর সফর শুরু করবে। সফর তিন ওডিআই এবং সমসংখ্যক টি-২০ ম্যাচ খেলবে, সফরসূচী এইভাবেই নির্দিষ্ট রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে যেভাবে পাক মাটিতে নিউজিল্যান্ড, ইংল্যাণ্ড সিরিজ খেলা নিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে তাতে করে অস্বস্তির মধ্যে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন ক্রিকেট ওয়েস্ট ইণ্ডিজ বোর্ডের মুখ্য কার্যকারী আধিকারিক জনি গ্রেব খোলসা করতে গিয়ে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে পাকিস্তান সফর নিয়ে তারা পিসিবি’র সঙ্গে যোগাযোগে রয়েছে।
অন্যদিকে পিসিবি সূত্রে খবর,তারা আশাবাদী ক্যারিবিয়ান সফর হবে নির্দিষ্ট সময়ে।নিউজিল্যান্ড এবং ইংল্যাণ্ড পাকিস্তান সফর বাতিল করায় পাক ক্রিকেট বোর্ডকে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
জনি গ্রেব বলেন,পাক ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খানের সঙ্গে কথাবার্তা চলছে।সঙ্গে গ্রেব জুড়ে দিয়েছেন,ক্যারিবিয়ান পুরুষ এবং মহিলা দলের সফরের আগে পাকিস্তানের মাটিতে টিমের নিরাপত্তা বিষয়ে খুঁটিনাটি সবকিছুর খোঁজখবর নেওয়া হবে। জনি গ্রেব এও বলেন,”মঙ্গলবার ওয়াসিম খানের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে।গত সপ্তাহে যা কিছু হয়েছে,তা নিয়ে খোঁজখবর নিচ্ছিলাম। এই সপ্তাহের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।আমরা পুরুষ এবং মহিলা দলের নির্দিষ্ট সফরসূচী নিয়ে চিন্তাভাবনা করবো।”
জনি গ্রেব আরও জানিয়েছেন, “এন্টিগাটে ক্যাম্প করা হবে,এখানে টি-২০ বিশ্বকাপ এবং টেস্ট দলের সদস্যরা ক্যাম্পে যোগ দেবে।এরপর শ্রীলঙ্কা সফরে যাওয়া হবে। ওয়েস্ট ইণ্ডিজের পুরুষ ক্রিকেট দল ৯ ডিসেম্বর থেকে সফর শুরু করবে পাকিস্তানে, তাই হাতে এখনও সময় আছে চিন্তা করার। আমরা সফর কালে কোভিড-১৯ বিধিনিষেধ এবং কোয়ারিন্টিন নিয়ে বিশেষভাবে নজর দিচ্ছি।আইসিসি’র নিয়ম মেনে প্রত্যেক টিমের জন্য বিশেষ আলাদা ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথাবার্তা চলছে।”
পিসিবি আশাবাদী নির্দিষ্ট সময়ে ক্যারিবিয়ান সফর পাক মাটিতে হলে অস্ট্রেলিয়াও পাক সফরে আসতে মন থেকে রাজি হবে।ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তান সফরে টিম পাঠাতে চায়, কিন্তু পরিস্থিতির কারণে অনিশ্চয়তার কালো মেঘ ঘনীভূত হয়ে রয়েছে পাক ক্রিকেটের আকাশে।