50 years of Bangladesh – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 01 Dec 2021 02:04:27 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png 50 years of Bangladesh – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Bangladesh 50: হাতে হাত রেখে চলার পাঁচ দশকের বাংলা নামে দেশ https://ekolkata24.com/offbeat-news/50-years-of-bangladesh-liberation-war Tue, 30 Nov 2021 20:27:35 +0000 https://ekolkata24.com/?p=12941 50 years of Bangladesh Liberation War
প্রসেনজিৎ চৌধুরী: খেজুর গুড়ের সুবাস মাখা শীতল অঘ্রাণের ভোর আসার কথা ছিল দিনপঞ্জিকা মেনে। তবে সেবার আসেনি। সেবার মানে পঞ্চাশ বছর আগের কথা। সেবার শীত এসেছিল পচা লাসের গন্ধ নিয়ে। মৃতদেহের স্তূপের উপর দিয়ে, বুলেট বিদ্ধ সদ্য ঠাণ্ডা হয়ে যাওয়া বহু মানুষের গা ছুঁয়ে-পদ্মা, করতোয়া, কর্ণফুলী, ধানসিঁড়ি তীরে ওই বাংলায়।

অগ্রহায়ণ-ডিসেম্বর, বিশ্ব ইতিহাসের রক্তাক্ত সালতামামিতে এই মাস আসলে বিজয়ের। বিশ্বে প্রতিষ্ঠিত হওয়া বাংলা নামে এক দেশ-বাংলাদেশ। বাঙালি জাতিসত্তার ভিত্তিতে এই দেশের জন্মের রক্তাক্ত মুহূর্ত পেরিয়ে আসার পাঁচটি দশক বহু ঘটনার ঘাত প্রতিঘাতে মিশে আছে।

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ পালন করবে তাদের স্বাধীনতার লড়াইয়ের চূডাম্ত বিজয়ের সুবর্ণজয়ন্তী, জয়ের ৫০ বছর। এ যেন ঘোষিত স্বাধীনতার দিন ২৬ মার্চের থেকেও বেশি আলোচিত।

আগামী ১৬ ডিসেম্বর ভারত পালন করবে পাকিস্তানের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর বিজয় দিবসের ৫০ বছর।

আগামী ১৬ ডিসেম্বর পাকিস্তান দ্বিখণ্ডিত হওয়ার ৫০ বছর। পূর্ব পাকিস্তান নাম অবলুপ্তির পঞ্চাশ বছর।

ভারত ভাগ। পাকিস্তান তৈরি। পাকিস্তান ভাগ। বাংলাদেশ তৈরি- নতুন করে চিহ্নিত হওয়া পূর্ব বাংলার সুবর্ণজয়ন্তীতে মিশে আছে আরও দুটি ঐতিহাসিক ঘটনা-

১.বিশ্বে সর্বপ্রথম বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতিদানের ক্ষেত্রে ভুটান সরকার ও বাংলাদেশ সরকারের কূটনৈতিক সম্পর্কের উষ্ণতাপূর্ণ পঞ্চাশ বছর।
২. একইভাবে ভারতের সঙ্গে সম্পর্কেরও পাঁচ দশক।

চলতি ডিসেম্বর পালিত হবে এই প্রেক্ষিতে। ১৯৭১-২০২১ এই পাঁচ দশকের ঘটনাবহুল বাংলাদেশ বহু চর্চিত-সমালোচিত-প্রশংসিত। সরকার উত্থান-পতন, রাষ্ট্রক্ষমতা দখলে পরপর সেনা অভ্যুত্থান, গণঅভ্যুত্থানে সেনার বুক কেঁপে যাওয়া সবই হয়েছে প্রতিবেশি দেশে।

মধ্যরাত পেরিয়ে বুড়িগঙ্গার ধারে ঢাকার সদরঘাটে দুলতে থাকা স্টিমারগুলো যেন বাংলাদেশের প্রাণের স্বাক্ষী। ডিসেম্বর শুরুর বিজয় মাসে, তাদের যাত্রা শুরু পরবর্তী গন্তব্যে। হাতে হাত রেখে চলার পাঁচ দশকের রোমাঞ্চ কথায় মিশে আছে গণঅভ্যুত্থান, রাষ্ট্রক্ষমতা দখল, রাষ্ট্র নায়কদের খুন, সামরিক অভ্যুত্থান, জনতার গর্জনে সেনাবাহিনীর বুকে কাঁপন, গণতন্ত্র বনাম বিরোধী শক্তির সংঘর্ষ, ধর্মীয় মৌলবাদের হাতে যুক্তিবাদীদের রক্তাক্ত দেহ পড়ে থাকা, ধর্মনিরপেক্ষতাকে ভাঙার খেলা ও তার প্রতিবাদে লক্ষ মানুষের সাড়া॥ বাংলাদেশ-এমনই।

]]>
Bangladesh: পাকিস্তান কেটে বাংলাদেশ জন্মের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শুরু ১৬ ডিসেম্বর https://ekolkata24.com/uncategorized/bangladesh-50-years-of-independence-celebration Thu, 11 Nov 2021 09:02:02 +0000 https://www.ekolkata24.com/?p=10979 News desk: রক্তাক্ত নয় মাসের মুক্তিযুদ্ধ শেষ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ আত্মপ্রকাশ করে। জন্ম নেওয়ার পর ৫০ বছর পার হতে চলেছে। সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালিত হবে এই দিনেই। জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান শুরু হচ্ছে। ১৬ ডিসেম্বরের আগেই মুজিব শতবর্ষ অনুষ্ঠান সরকার শেষ করতে চায় বলেও জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: Kolkata: বঙ্গবন্ধুকে উৎসর্গ করেই কলকাতা বইমেলা

Bangladesh 16 december

অনুষ্ঠানে বিদেশি অনেক অতিথি আসার কথা। দু’জন রাষ্ট্র ও সরকারপ্রধান আসতে পারেন। দুই দিনব্যাপী (১৬-১৭ ডিসেম্বর) অনুষ্ঠান হবে সংসদের দক্ষিণ প্লাজায়। এমনই জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সরকার স্পষ্ট না করলেও মনে করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং ঢাকায় আসতে পারেন। ১৯৭১ সালে বাংলাদেশকে সর্বপ্রথম আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল ভুটান। তার পরেই ভারত স্বীকৃতি দেয়।

বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ঘিরে চলছে ব্যপাক প্রস্তুতি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, জাতীয় প্যারেড স্কয়ারে ১৬ তারিখে অনুষ্ঠান হবে। কড়া নিরপত্তা থাকবে। অনুষ্ঠান ও উৎসবস্থলের এক কিলোমিটারের মধ্যে গ্যাস সিলিন্ডারের গাড়ি ঢুকতে করতে পারবে না। এই সময় ভ্রাম্যমাণ দোকান থাকবেন না এবং নির্মাণকাজ বন্ধ থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল ও সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

<

p style=”text-align: justify;”>১৯৭১ সালে পাকিস্তান দ্বিখণ্ডিত হয়। রক্তাক্ত মুক্তিযুদ্ধ শেষে ডিসেম্বরের ১৬ তারিখ পাকিস্তান আত্মসমর্পণ করেছিল ভারতীয় ও মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে।

]]>
Kolkata: বঙ্গবন্ধুকে উৎসর্গ করেই কলকাতা বইমেলা https://ekolkata24.com/uncategorized/kolkata-international-book-fair-theme-country-bangladesh Mon, 08 Nov 2021 18:00:14 +0000 https://www.ekolkata24.com/?p=10762 News Desk: অবশেষে দিনক্ষণ ঠিক হলে। করোনা সংক্রমণ থাকলেও পরিপূর্ণ স্বাস্থ্যবিধি বজায় রেখেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা। পূর্ব ঘোষণা মতো প্রতিবেশি বাংলাদেশ হচ্ছে থিম কান্ট্রি। আর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উন্নতি করা হচ্ছে বইমেলা। এমনই জানিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।

আগামী ৩১ জানুয়ারি থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হবে বইমেলা। মেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। করোনা সংক্রমণ কারণে বারবার সময়সূচি বদলেছে বইমেলা। সংক্রমণ রয়েছে। তবে তার গতি কম। ফলে মেলা শুরুর ঘন্টা বাজল।

বইমেলায় এবার ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর পূর্তি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ১৯৭১ সালে পাকিস্তান থেকে ছিন্ন হয়ে রক্তাক্ত মুক্তিযুদ্ধের পর তৈরি হয় বাংলাদেশ। ভারত-পাকিস্তান যুদ্ধের অন্যতম পর্ব ছিল পূর্ব পাকিস্তানের স্বাধীনতার লড়াই ‘মুক্তিযুদ্ধ’। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এই মুক্তিযুদ্ধে তৎকালীন প্রবাসী বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার) এর সদর কার্যালয়। বাংলাদেশ তৈরির পর কলকাতায় এসে শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী ঐতিহাসিক জনবহুল গণসংবর্ধনায় ভাষণ দিয়েছিলেন। আন্তর্জাতিক কিংবদন্তি নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুর ছাত্রাবস্থা ও রাজনীতির শুরু কলকাতা থেকেই। তিনি বাংলাদেশের শাসন ক্ষমতায় আসা ও বাংলাদেশ তৈরির সুবর্ণ জয়ন্তী চলছে। একইসঙ্গে শেখ মুজিবের জন্মশতবার্ষিকী। সবমিলে এবারের কলকাতা বইমেলায় নয়াদিল্লি-ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব বিশেষ লক্ষ্যনীয় বলেই মনে করছে কূটনৈতিক মহল।

 

]]>