Aadhaar Card – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 20 Dec 2021 15:37:18 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Aadhaar Card – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Lok Sabha: বিরোধীদের আপত্তি উড়িয়ে পাস হল আধার ও ভেটার কার্ড সংযুক্তিকরণ বিল https://ekolkata24.com/uncategorized/lok-sabha-the-aadhaar-and-veter-card-consolidation-bill-was-passed-despite-the-objections-of-the-opposition Mon, 20 Dec 2021 15:37:18 +0000 https://ekolkata24.com/?p=15567 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: বিরোধীরা চেষ্টার কসুর করেনি। কিন্তু তাতেও আধার ও ভোটার কার্ডের (adhar and voter card) সংযুক্তিকরণ আটকাতে পারল না বিরোধীরা। গোটা দেশে নির্বাচনী সংস্কারের লক্ষ্যে রীতিমতো এক বড়সড় সিদ্ধান্ত পাস করিয়ে নিল নরেন্দ্র মোদী সরকার (modi giverment)। সোমবার লোকসভায় পাস হয় নির্বাচনী আইন সংশোধনী বিল ২০২১। এই বিল পাস হওয়ার ফলে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আইন সিদ্ধ হল।

সোমবার সংসদে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (kiren rijiju) নির্বাচনী আইন সংশোধনী বিল ২০২১ পেশ করেন। কংগ্রেস-সহ (congress and other opposition party ) দেশের প্রায় বেশিরভাগ বিরোধী দলই ভোটার ও আধার কার্ডের সংযুক্তিকরণের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে। বিরোধীদের অভিযোগ, এই কাজের মাধ্যমে নাগরিকদের অধিকার হস্তক্ষেপ করা হচ্ছে। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা আর বজায় থাকবে না। তবে বিরোধীদের এই আপত্তি কানে তোলেনি মোদী সরকার।
বরং এদিন সংসদে আইন মন্ত্রী রিজিজু বলেন, ভুয়ো ভোটার আটকাতেই এই নির্বাচনী সংস্কার। ভোটার ও আধার র্কাড সংযুক্ত হলে নির্বাচনী প্রক্রিয়া অর্থাৎ ভোটদানের কাজ অনেকটাই স্বচ্ছ হবে।
কেন্দ্রের এই বিলের বিরোধিতা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অধীর এদিন সংসদে বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানান। এই বিল পাস নিয়ে এদিন সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। বিরোধী সদস্যরা রীতিমতো টেবিল চাপড়ে চিৎকার করে এই বিলের বিরোধিতা করতে থাকেন। বিরোধীদের শান্ত করতে না পেরে রাজ্যসভা ও লোকসভা দু’দফায় মুলতবি ঘোষণা করা হয়। সরকার পক্ষের অভিযোগ, বিরোধী সাংসদরা সংসদের কাজে ইচ্ছাকৃতভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। সংসদ চলুক এটা বিরোধীরা চায় না। সে কারণেই নির্বাচনী সংস্কারের কাজেও তারা অহেতুক বাধা দিচ্ছে। যদিও শেষ পর্যন্ত বিরোধীদের বাধাকে উড়িয়ে দিয়ে বিলটি লোকসভায় পাস করিয়ে নেয় মোদী সরকার।

]]>
BSF: ভারতে ঢুকে ধৃত জাল আধার কার্ড চক্রের বাংলাদেশি দুষ্কৃতিরা https://ekolkata24.com/uncategorized/bsf-bangladeshi-infiltration-arrested Mon, 20 Dec 2021 14:16:06 +0000 https://ekolkata24.com/?p=15541 News Desk: সীমান্তে বড় সাফল্য বিএসএফের। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় দুষ্কৃতী লুৎফর রহমানকে গ্রেফতার করেছে বিএসএফ।

উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত পেরনোর সময় ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে সীমান্তরক্ষীরা। হাকিমপুর সীমান্ত পেরনোর সময় তারা ধরা পড়ে।

বিএসএফ জানিয়েছে, সেই দলেই ছিল বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরার বাসিন্দা লুৎফর রহমান। জাল আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করার চক্র চালায় সে। লুৎফর সহ পাঁচ অভিযুক্তকে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ।

পুলিশ সূত্রে খবর, লুৎফর রহমানের বিরুদ্ধে লুক আউট নোটিশ রয়েছে বাংলাদেশে। বিভিন্ন সময় ভারতে ঢুকে নকল আধার কার্ড, ভোটার কার্ডের কারবার করে। বাকি ধৃতদের মধ্যে ২ জন পুরুষ ১ জন মহিলা ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি।

সীমান্তে অনুপ্রবেশ রুখতে আগাম সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। সীমান্তে বসানো হয়েছে বিশেষ আলো। ফলে সীমান্ত সুরক্ষা আরও বেশি জোরদার হয়েছে বলে দাবি বিএসএফের।

অন্যদিকে নদিয়ার হাঁসখালির গোগড়ায় আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ রুপোর গহনা উদ্ধার করেছে বিএসএফ। সোমবার ভোরে সীমান্ত অতিক্রম করবার সময় পাচারকারীদের তাড়া করে বিএসএফ। জওয়ানরা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পাচারকারীদের ধরে ফেলে। ৬ কেজি রুপোর গহনা উদ্ধার করা হয়।

]]>
Election Reforms: ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডেরও সংযুক্তিকরণ করতে হবে https://ekolkata24.com/uncategorized/election-reforms-aadhaar-card-must-be-integrated-with-voter-card Wed, 15 Dec 2021 17:24:05 +0000 https://ekolkata24.com/?p=15021 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: নির্বাচনী সংস্কারের (election reforms) ক্ষেত্রে বড় ধরনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্র জানিয়েছে, আধার ও ভোটার কার্ডের (Aadhar and voter card linking) সংযুক্তিকরণ করা হবে। অর্থাৎ এবার আধার কার্ডও ভোটার কার্ড হিসেবে স্বীকৃতি পেতে চলেছে।

জানা গিয়েছে, যারা প্রথমবার ভোট দেবেন তাঁরা ভোটার তালিকায় (voter list) নাম তোলার জন্য বছরে চারটি সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে দেশের ভোট প্রক্রিয়ায় সংস্কার আনতে এই গুরুত্বপূর্ণ সংশোধনীর কথা ঘোষণা করল কেন্দ্র।

এতদিন মানুষ প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণ প্রক্রিয়া দেখেছে। ঠিক সেই একই পদ্ধতিতে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা হবে। তবে প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণ ছিল বাধ্যতামূলক। এক্ষেত্রে অবশ্য সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়। অর্থাৎ কেউ চাইলে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্ত করতে পারেন। না চাইলে সেটা নাও করতে পারেন। দেশের শীর্ষ আদালত গোপনীয়তা রক্ষার অধিকার সংক্রান্ত যে রায় দিয়েছিল তার সঙ্গে সঙ্গতি রেখেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আধার কার্ড ও ভোটার কার্ডের সংযুক্তিকরণ সংক্রান্ত যে পাইলট প্রকল্প শুরু হয়েছিল তাতে যথেষ্ট ইতিবাচক সাড়া মিলেছে। কমিশনের দাবি আধার কার্ড ও ভোটার কার্ডের সংযুক্তিকরণ হলে জাল ভোট দেওয়া বন্ধ হয়ে যাবে। কারণ একই লোকের দ্বিতীয়বার ভোট দেওয়ার কোনও সুযোগ থাকবে না। ভোটার তালিকাও সুরক্ষিত থাকবে। কমিশন আরও জানিয়েছে, নতুন যারা ভোটার হবেন তাঁরা বছরে চারবার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। বর্তমান নিয়ম অনুযায়ী বছরে একবারই ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকে নতুন ভোটারদের কাছে। এবার সেটাই বেড়ে চারবার হচ্ছে।

একই সঙ্গে নির্বাচন কমিশন ভোটার আইনকে লিঙ্গ-নিরপেক্ষ করার উদ্যোগও নিয়েছে। সার্ভিস অফিসারদের ক্ষেত্রে নতুন নিয়মে কোন মহিলা অফিসারের স্বামী ভোট দিতে পারবেন। বর্তমান আইনে কেবলমাত্র কোনও পুরুষ সার্ভিস অফিসার স্ত্রীর ভোট দেওয়ার সুযোগ পান। মহিলা সার্ভিস অফিসারের স্বামীরা এতদিন সেই সুযোগ পেতেন না

]]>
চলতি মাসেই বদল আসছে পিএফ, প্যান-আধার লিঙ্ক, জিএসটি সংক্রান্ত একগুচ্ছ নিয়মে https://ekolkata24.com/uncategorized/from-pf-pan-aadhaar-linking-lpg-to-cheque-clearing-system-these-rules-will-change-from-september Wed, 01 Sep 2021 07:27:30 +0000 https://www.ekolkata24.com/?p=3563 নয়াদিল্লি: পিএফ, প্যান-আধার লিঙ্ক, জিএসটি-সহ বেশ কয়েকটি নিয়ম সেপ্টেম্বর থেকে বদলে যেতে চলেছে। যেহেতু এই নতুন নিয়মগুলি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে, তাই এই পরিবর্তনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন একে একে কমিছে বিধায়ক, বঙ্গে ক্রমশ ব্যাকফুটে বিজেপি

জিএসটি: জিএসটিএন তার উপদেষ্টায় বলেছে যে কেন্দ্রীয় জিএসটি বিধিমালার নিয়ম -৫৯ (৬) যা জিএসটিআর-১ জমা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ প্রদান করে, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। যদি কেউ পূর্ববর্তী দুই মাসের জন্য জিএসটিআর-৩বি (GSTR-3B) ফর্মের রিটার্ন জমা না দেন তাহলে জিএসটিআর-১ (GSTR-1) ফর্মে পণ্য বা পরিষেবার বাহ্যিক সরবরাহের বিবরণ সরবরাহ করার অনুমতি দেওয়া হয়েছে।

নতুন পিএফ নিয়ম: পিএফ গ্রাহকদের, ১ সেপ্টেম্বর পর্যন্ত পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। তা না হলে ইপিএফ সুবিধাগুলি কমিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পিএফ অ্যাকাউন্ট আধারের সাথে সংযুক্ত না হয় বা ইউএএন (UAN) আধার যাচাই না হয়, তাহলে তার ইসিআর-ইলেকট্রনিক চালান কাম রিটার্ন পূরণ করা হবে না।

আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা: আধারের সঙ্গে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) সংযুক্ত করার সময়সীমা সেপ্টেম্বরে শেষ হচ্ছে। এর আগে সময়সীমা ছিল জুন, ২০২১, যা পরে তিন মাস বাড়ানো হয়েছিল।

এলপিজির দাম: এলপিজি সিলিন্ডার রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ২৫ টাকা বেড়েছে, আগের দাম ৮৫৯.৫০ টাকা। ১৪.২ কেজি ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম এখন দিল্লি এবং মুম্বাইতে ৮৮৪.৫০ টাকা। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৯১১ টাকা এবং চেন্নাইতে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হবে ৯০০ টাকা।

পজিটিভ পে সিস্টেম: RBI-এর পজিটিভ পে সিস্টেম যদিও ১লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। বেশ কয়েকটি ব্যাঙ্ক ইতিমধ্যেই নতুন ব্যবস্থা গ্রহণ করলেও, অ্যাক্সিস ব্যাঙ্ক ১ সেপ্টেম্বর থেকে এটির বাস্তবায়ন করবে।

ভারত সিরিজ (বিএইচ-সিরিজ): পরিবহন মন্ত্রক নতুন যানবাহনগুলির জন্য একটি নতুন নিবন্ধন চিহ্ন চালু করেছে, যেমন “ভারত সিরিজ (বিএইচ-সিরিজ)”। এই নিবন্ধন চিহ্ন বহনকারী গাড়ির মালিক যখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবেন, তখন নতুন নিবন্ধন চিহ্নের প্রয়োজন হবে না।

পিএনবি সেভিংস অ্যাকাউন্ট: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ১ সেপ্টেম্বর থেকে আমানত সংরক্ষণের সুদের হার পুনর্বিবেচনা করবে।

ব্যয়বহুল OTT সাবস্ক্রিপশন: ডিটিএন + হটস্টার গ্রাহকদের ওটিটি সাবস্ক্রিপশনের জন্য আরও বেশি ব্যায় করতে হবে। OTT প্লেয়ার ৩৯৯ টাকা থেকে ৪৯৯ টাকা হয়েছে।

 

]]>
আধার কার্ড পরিষেবায় বদল নিয়ে এল UIDAI https://ekolkata24.com/uncategorized/aadhaar-card-update-these-two-services-are-no-longer-available-know-details Thu, 26 Aug 2021 14:24:46 +0000 https://www.ekolkata24.com/?p=3222 নিউজ ডেস্ক: আধার কার্ড। বিভিন্ন পরিষেবা পেতে অত্যাবশ্যাকীয় পরিচয়পত্র। ব্যাঙ্কিং থেকে শুরু করে বাড়ি-গাড়ি কেনা, এমনকি উচ্চশিক্ষার জন্যও, আধার অত্যন্ত গুরুত্বপূর্ন। সম্প্রতি আধার প্রদানকারী কর্তৃপক্ষ, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) তার কয়েকটি পরিষেবা স্থগিত রেখেছে। এছাড়াও বেশ কয়েকটি পরিষেবার পরিবর্তন হয়েছে, যা চলতি বছরে UIDAI চালু করেছে। যেগুলি হল আধার কার্ডে ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক ডেটা আপডেট করার পদ্ধতি।

আধার প্রুফ ভ্যালিডেশন লেটার

এর আগে UIDAI একটি অ্যাড্রেস ভেরিফিকেশন লেটার ব্যবহারের মাধ্যমে আধার কার্ডে নিজের ঠিকানা আপডেট করার পদ্ধতি বন্ধ করে দিয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পরিষেবা স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল। যারা এই পরিষেবা স্থগিত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা হবে ভাড়া বাড়িতে বসবাসকারী মানুষ। অর্থাৎ যাদের ঠিকানা সবচেয়ে বেশি পরিবর্তন হয়। যদিও UIDAI এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এর বিকল্প উপায়ও রয়েছে। এখনও অন্যান্য আবাসিক প্রমাণপত্র ব্যবহার করে UIDAI পোর্টালের মাধ্যমে নতুন ঠিকানা অনলাইনে আপডেট করা যাবে।

আরও পড়ুন সোমবার মাঝরাতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আধার কার্ড পুনর্মুদ্রণ

UIDAI তার পুরনো ফরম্যাট অনুযায়ী আধার কার্ড পুনরায় মুদ্রণের পরিষেবাও বন্ধ করে দিয়েছে। এখন সাধারণ লম্বা কাগজের প্রিন্টের পরিবর্তে কেবল পিভিসি কার্ড ইস্যু করা হবে যা আধার অথরিটির তরফে। UIDAI জানিয়েছে পরিষেবাটি তারা এই কারণে বন্ধ করে দিয়েছে যে নতুন ডেবিট-কার্ড আকারের আইডি-প্রুফ ঠিক ততটাই কার্যকর এবং সহজে বহনযোগ্য। যদিও অনলাইন পোর্টালের মাধ্যমে আবার নতুন করে কার্ড প্রিন্ট করা যেতে পারে।

উল্লেখ্য, আরও ৩ মাস বাড়ানো হয়েছে আধার-প্যান সংযোগের সময়সীমা। ৩০ জুনের বদলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সংযুক্তিকরণ। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। করোনা অতিমারির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

]]>