Abhinav Shah – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 02 Dec 2021 17:27:53 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Abhinav Shah – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 National Air Rifle Championships: বাংলার ঝুলিতে ব্রোঞ্জ নিয়ে এল সুহানি-অভিনব জুটি https://ekolkata24.com/sports-news/national-air-rifle-championships-sunshine-rane-and-abhinav-shah-win-bronze-in-air-rifle-youth-mixed-event Thu, 02 Dec 2021 17:27:22 +0000 https://ekolkata24.com/?p=13254 Sports Desk: বৃ্হস্পতিবার ৬৪ তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে (National Air Rifle Championships) বাংলা ১০ মিটার এয়ার রাইফেলের ইয়ুথ মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে, সুহানি রানে (Sunshine Rane) এবং অভিনব শাহ (Abhinav Shah) জুটি বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে।

মধ্যপ্রদেশের ভোপালে এই চ্যাম্পিয়নশিপ আয়োজিত হচ্ছে। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের পুরুষ বিভাগে বাংলার হয়ে ঋষভ ভৌমিক,নীলাভ কর্মকার,শুভম বসু,অদ্রিয়ন কর্মকার, অস্মিত চ্যাটার্জী,সার্থক বসু,তনয় দে, বিকি দত্ত,সুরজিৎ রক্ষিত, অঙ্কিত কুমার সিং,সৌগত নাগ, শিবম বিশ্বাস অংশ নিচ্ছে।

বাংলার হয়ে মহিলাদের এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে খুশি শর্মা,মেহুলি ঘোষ,দেবাঙ্গনা চ্যাটার্জী, saptoparni পাল,সোহিনী গাঙ্গুলি,মৈত্রী ঘোষ রায়,তমসা দাস, দেবাঞ্জনা হালদার, জয়িতা মুখার্জী, সুহানি রানে,নম্রতা দাস,বীথিকা দাস, স্বর্ণালী রায় অংশ নিচ্ছে।

ইতিমধ্যেই প্রাক্তন ভারতীয় অলিম্পিক শুটার জয়দীপ কর্মকার নিজের টুইটার হ্যাণ্ডেলে পোস্ট করেছে, “সুহানি রানেকে অভিনন্দন, 15 বছর বয়সী চলতি 64 তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে 629.5 (10 মিটার এয়ার রাইফেল) একটি দুর্দান্ত ব্যক্তিগত সেরা স্কোর করার জন্য। নতুন প্রতিভাদের সামনে আসতে দেখে দারুণ.. ইতিমধ্যেই তার ব্যাগে 6টি পদক! “

পিস্তল শুটিং বিভাগে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছে সাইনি কর,মেঘা মারিক,আক্ষরা এন মিনা,স্বাগতা চক্রবর্তী, বিবেক কুমার রাই,চিত্রাংশু মান্না, অভিক বিশ্বাস। বাংলার সকল প্রতিদ্বন্দ্বী জয়দীপ কর্মকার শুটিং আকাদেমির ফসল। অলিম্পিকে চতুর্থ স্থানাধিকারি, অর্জুন পুরস্কার প্রাপ্ত জয়দীপ কর্মকার৷

]]>