Accident – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 30 Sep 2023 18:24:10 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Accident – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Bankura Tragedy: बांकुरा में दर्दनाक हादसा, दीवार गिरने से 3 बच्चों की मौत https://ekolkata24.com/uncategorized/bankura-tragedy-wall-collapse-claims-lives-of-3-children-in-heartbreaking-accident Sat, 30 Sep 2023 13:02:13 +0000 https://ekolkata24.com/?p=45954 पश्चिम बंगाल के बांकुरा (Bankura) जिले में एक दर्दनाक हादसा हो गया। यहां बिष्णुपुर में शनिवार को मिट्टी की दीवार गिरने से तीन बच्चों की मौत हो गई, जिसके चलके पूरे इलाके में मातम पसर गया। बांकुरा जिले के एक वरिष्ठ पुलिस अधिकारी ने बताया कि यह घटना शनिवार सुबह करीब 6.30 बजे हुई है, जिसके चलते तीन से सात साल की उम्र के बच्चे मिट्टी की दीवार के मलबे के नीचे दब गए। उन्होंने बताया कि बच्चों को जिला अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। वहीं इस घटना के बाद से परिवार में मातम पसर गया है। पुलिस मामले की जांच में जुटी है।

]]>
Accident : ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে প্লেন ভেঙে পড়ল রেল লাইনে https://ekolkata24.com/uncategorized/accident-occurred-between-a-plain-and-train-in-california Mon, 10 Jan 2022 09:02:49 +0000 https://ekolkata24.com/?p=18682 বিস্ময়কর ঘটনা। ট্রেনের সঙ্গে ধাক্কা লাগল (Accident) প্লেনের। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাইলটকে।

ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায় (California)। জানা গিয়েছে, রানওয়ে থেকে কিছুটা দূরেই ছিল রেললাইন। ট্রেন আসার কিছুক্ষণ আগে ওড়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন পাইলট। কিন্তু কোনো কারণে ঠিকঠাক হয়নি টেকঅফ। যার ফলে ওড়ার জন্য প্রয়োজনীয় উচ্চতায় উঠতে পারেনি ছোটো বিমানটি। রেললাইনের খুব কাছ দিয়ে যাচ্ছিল সেটি। ততক্ষণে ওই লাইনে দ্রুত চলে এসেছিল একটি ট্রেন।

স্থানীয় মিডিয়ার তথ্য অনুযায়ী, প্যাকোইমা নামের একটি এলাকা এই দুর্ঘটনার সাক্ষী থেকেছে। রেল লাইনের ওপর দিয়ে প্লেনটি উড়ে যাওয়ার সময় সজোরে ধাক্কা মারে ট্রেনটি। রেললাইনের ওপরেই ভেঙে পড়ে উড়োজাহাজ। সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। বিমানের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয় পাইলটের দেহ। তিনি গুরুতর আহত বলে জানা গিয়েছে।

রেললাইনের পাশে থাকা কেউ কেউ ভিডিও করেছেন এই ঘটনার৷ আবার অনেকেই রক্ষা পেয়েছেন বিমানের উড়ে আসা অংশ থেকে৷ পুলিশের পক্ষ থেকে চটজলদি সামাল দেওয়া হয় পরিস্থিতি৷ নিরাপদে রয়েছেন ট্রেনের সকল যাত্রী। সাময়িকভাবে ব্যহত হয়েছিল রেল পরিষেবা।

]]>
Mexico: ভয়াবহ দুর্ঘটনায় বহু মৃত্যু প্রমাণ দিল মধ্য আমেরিকার করুণ অর্থনীতি https://ekolkata24.com/uncategorized/death-toll-may-increased-in-mexico-accident Fri, 10 Dec 2021 08:08:20 +0000 https://ekolkata24.com/?p=14320 News Desk: মেক্সিকোর (Mexico) ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৫৩ জন। আরও পঞ্চাশ জনের বেশি গুরুতর জখম। বিবিসি জানাচ্ছে জখম অনেকেই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার কবলে পড়া যাত্রীরা বেশিরভাগই হন্ডুরাস থেকে আসছিলেন। তাদের গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বেআইনিভাবে মার্কিন মুলুকে ঢোকার জন্য মেক্সিকোর সড়কপথ ব্যবহার করছিল ভিড়ে ঠাসা একটি ট্রাক। বিপজ্জনক বাঁক পার হতে গিয়ে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রীদের মৃত্যু হয়। মেক্সিকো সরকার মৃত ও আহত যাত্রীদের পরিচয় খতিয়ে দেখে সংশ্লিষ্ট দেশগুলির দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে।

এই দুর্ঘটনার পর প্রশ্ন, এতজন যাত্রী কী কারণে যাচ্ছিলেন। মেক্সিকো সরকারের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হন্ডুরাস ও কিছু মধ্য আমেরিকান দেশের অর্থনীতি ভীষণভাবে দূর্বল। করোনা সংক্রমণ ও লকডাউন পরবর্তী সময়ে সেই পরিস্থিতি আরও করুণ। ফলে দালাল মারফত অন্যদেশে যাওয়ার চেষ্টা করছেন মধ্য আমেরিকার বিভিন্ন দেশবাসী।

আল জাজিরা জানাচ্ছে, মধ্য আমেরিকার দারিদ্র্য ও সহিংসতা থেকে পালিয়ে বাঁচতে প্রতি বছর লক্ষাধিক অভিবাসনপ্রত্যাশী মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য মেক্সিকো পাড়ি দেওয়ার চেষ্টা করে। অনেকেই পাচারকারীদের অর্থ দিয়ে দীর্ঘ পথে গাদাগাদি করে এবং বিপজ্জনকভাবে ট্রাকে করে যাত্রা করে। সেকমই যাত্রীদের নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি ট্রাক।

]]>
Sayantika Banerjee: পথ দুর্ঘটনার আহত তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় https://ekolkata24.com/uncategorized/tmc-leader-sayantika-banerjee-injured-due-to-an-accident-returning-from-bankura Thu, 09 Dec 2021 04:59:15 +0000 https://ekolkata24.com/?p=14169 নিউজ ডেস্ক : বৃহস্পতিবার ভোরে পথ দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্য তৃণমূল সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। এদিন বাঁকুড়া জেলা ছেড়ে বেরোনোর পর পশ্চিম বর্ধমানের রাজ বাঁধ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সায়ন্তিকার গাড়িতে ১২ চাকার একটি লরি ধাক্কা মারে। হাতে গুরুতর আঘাত পেয়েছেন নেত্রী, গাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে। 

জানা গেছে, গত প্রায় এক সপ্তাহ ধরেই তিনি বাঁকুড়ায় ছিলেন। সেখানে জনসংযোগ করেন। এলাকা ঘুরে দেখেন। সাধারাণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা ছিল তাঁর। সেই মতো এদিন ভোরে বাঁকুড়া থেকে কলকাতা ফেরার সময় রাজবাঁধ এলাকায় আচমকা পিছন দিক থেকে লরিটি এসে তাঁর গাড়িতে ধাক্কা দেয়। গাড়িটির একাংশ দুমড়ে যায়। দুর্ঘটনায় তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর হাতে গুরুতর চোট লাগে। গাড়িতে থাকা আরও কয়েকজন চোট পেয়েছেন। এদিকে দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করেছেন সায়ন্তিকা।

তিনি জানিয়েছেন, আপাতত বাঁকুড়া ফিরে যাচ্ছেন তিনি। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন তা এখনও জানা যায়নি। খবর পেয়েই লরিচালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সায়ন্তিকার গাড়িটিকেও থানায় নিয়ে গেছে কাঁকসা থানার পুলিশ।

]]>
Assam : ছট পুজো সেরে ফেরার পথে দুর্ঘটনার মৃত পূণ্যার্থীরা https://ekolkata24.com/uncategorized/assam-karimganj-accident Thu, 11 Nov 2021 07:26:22 +0000 https://www.ekolkata24.com/?p=10970 News Desk: বৃহস্পতিবার ভোরে ছটপূজো সেরে পরিবারের সকলেই আনন্দের সঙ্গে বাড়ি ফিরছিলেন। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। বরং আনন্দের মুহূর্ত নিমেষ বদলে গেল শোকের আবহে। নদী থেকে স্নান ও পুজো সেরে অটো করে ফিরছিলেন একটি পরিবারের বেশ কয়েকজন সদস্য।

মাঝপথে ওই অটোর সঙ্গে একটি লরির মুখোমুখি ধাক্কা লাগে। ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। মৃতদের মধ্যে তিনটি শিশু। বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে অসমের (assam) করিমগঞ্জের (karimgang) পাথরখাণ্ডিতে (parharkhandi)।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে নদীতে ছট পুজো করতে গিয়েছিলেন একটি পরিবারের বেশ কয়েকজন সদস্য। একটি অটো ভাড়া করে গিয়েছিলেন তাঁরা। নদীতে স্নান ও পূজার্চনা শেষ করার পর তাঁরা অটো করেই বাড়ি ফিরছিলেন ৮ নম্বর জাতীয় সড়ক দিয়ে। বাড়ি ফেরার পথে পাথরখান্ডির কাছে উল্টো দিক থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে অটোটিকে। অটোটি রাস্তার মাঝখানেই উল্টে যায়।

কার্যত দুমড়েমুচড়ে দলা পাকিয়ে যায় অটোটি। এ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। ৯ জন ঘটনাস্থলেই প্রাণ হারান একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে তিনটি শিশু। মৃতেরা সকলে একই পরিবারের সদস্য। ঘটনার পরই লরিটি নিয়ে পালিয়ে গিয়েছে চালক।

খবর পেয়ে পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয় মানুষ ও পুলিশ অটো থেকে একে একে দেহগুলি উদ্ধার করে। ওই ১০ টি দেহ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে অটোটিকে তবে লরিটিকে আটক করা সম্ভব হয়নি। চালক ট্রাক নিয়ে পালিয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (himanta biswasharma) বলেছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাঁদের সব ধরনের সাহায্য করবে রাজ্য সরকার। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনার পরই ট্রাক চালক পালিয়ে গিয়েছে। ট্রাক চালক এবং তার গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

]]>
Uttarakhand: খাদে গাড়ি পড়ে মৃত ৫ বাঙালি পর্যটক, আহতরা আশঙ্কাজনক https://ekolkata24.com/uncategorized/uttarakhand-5-bengali-tourists-killed-injured-in-car-accident Wed, 27 Oct 2021 17:34:27 +0000 https://www.ekolkata24.com/?p=9404 News desk: উত্তরাখণ্ড থেকে এসেছে ফের দুঃসংবাদ। এবার দুর্ঘটনায় মৃত্যু হলো পশ্চিমবঙ্গের ৫ পর্যটকের। মৃতরা সবাই পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা। জখম হয়েছেন আরও ৭ জন। অনেকেই আশঙ্কাজনক। মৃতরা দুর্গাপুর, আসানসোল ও রানিগঞ্জের বাসিন্দা।

হিমালয়ে দুর্যোগের কারনে গত কয়েকদিন ধরে বারবার উত্তরাখণ্ড থেকে এসেছে পর্বতারোহীদের মৃত্যুর সংবাদ। কমপক্ষে ১১ জন বাঙালি পর্বতারোহী মারা গেছেন। আরও কয়েকজন নিখোঁজ। এর মাঝে এসেছে দুর্ঘটনায় মৃত সাধারণ বাঙালি পর্যটকদের খবর।

উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার পিথোরাগড় জেলার মুন্সিয়ারি থেকে পর্যটকদের নিয়ে একটি গাড়ি কৌশানি যাচ্ছিল। কাপকোটের শামা এলাকায় জাসরৌলিতে পর্যটক ভর্তি আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। একটি গাড়ি ছিটকে গভীর খাদে গড়িয়ে পড়ে। অন্য গাড়িটি রাস্তার উপরেই উল্টে যায়।

খাদে পড়ে ওই গাড়িতে ১২ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ৭ জন চিকিৎসাধীন। যার মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মৃত পাঁচজনের মধ্যে তিনজন দুর্গাপুর ও দু’জন আসানসোল রানিগঞ্জের বাসিন্দা। তাঁদের নাম সুব্রত ভট্টাচার্য, কিশোর ঘটক চন্দনা খান, শ্রাবনী চক্রবর্তী ও রুনা ভটচার্য।

জানা গিয়েছে, আসানসোল ও রানিগঞ্জ এলাকা থেকে ৩০ জনের একটি দল উত্তরাখণ্ডের কৌশানি গিয়েছিলেন। চলতি মাসের ২১ তারিখে ওই পর্যটক দলটি রওনা হয়েছিল।

]]>