actress – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 09 Jan 2022 09:35:02 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png actress – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 এঁদের দেখলেই আপনি বলবেন, ‘বেশ করেছি, ক্রাশ খেয়েছি’ https://ekolkata24.com/entertainment/these-actresses-are-crush-for-everyones Sun, 09 Jan 2022 09:34:16 +0000 https://ekolkata24.com/?p=18552 তাদের রূপে মুগ্ধ বিশ্বদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় তাদের ফ্যানের সংখ্যা রীতিমতো বিস্ময় জাগায়। বিনোদন জগতের সঙ্গে যুক্ত এমন বেশ কয়েকজন দারুণ সুন্দরী রয়েছেন যাদের প্রতি মুগ্ধ হয়ে দর্শকরা তাঁদের ‘জাতীয় ক্রাশ’ এর খেতাব দিয়েছে। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন।

জানেন কী এই তালিকায় কোন কোন সুন্দরী আছেন ?

মানুষী চিল্লার: সেলেব ক্রাশের তালিকায় প্রথমেই উঠে আসে এই প্রাক্তন মিস ওয়ার্ল্ডের নাম। সোশ্যাল মিডিয়ায় মানুষী চিল্লারের ফলোয়ারের সংখ্যা দেখলে বিস্মিত হবেন যে কেউ।

দিশা পাটানি: বলি-সুন্দরী দিশা পাটানির নাম শুনে হৃদয়ে দোলা লাগে নি এমন পুরুষ বোধহয় বিরল। তাই এই অভিনেত্রীর নামের সঙ্গেই অলিখিতভাবে জুড়ে রয়েছে ‘জাতীয় ক্রাশ’ এর তকমা।

সঞ্জনা সাংঘি: অভিনেত্রী সঞ্জনা সাংঘি বলিউডে ডেবিউ করার পর থেকেই তার রূপে গুণে মুগ্ধ আসমুদ্র হিমাচল। নারী পুরুষ নির্বিশেষে তার ফ্যানের সংখ্যা নেহাত কম নয়।

জেনিফার উইঙ্গেট: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেট-এর নামের সঙ্গেও ‘জাতীয় ক্রাশ’এর তকমা সেঁটে রয়েছে। দর্শক তো বটেই, টেলি দুনিয়ার অনেক অভিনেতার ক্রাশ তিনি।

রশ্মিকা মন্দনা: দক্ষিণী তারকা রশ্মিকা মন্দনার ভক্তের সংখ্যা দেখলে চমকে উঠবেন তাবড় তাঁর সব বলি-তারকাও। বহু পুরুষের স্বপ্নের নায়িকা এই দক্ষিণী অভিনেত্রী।

]]>
Nusrat Jahan: বার্থডে গার্ল ‘নয়না’কে শুভেচ্ছা যশের, মধ‍্যরাতেই সেলিব্রেশন শুরু নুসরতের https://ekolkata24.com/entertainment/actress-nusrat-jahan-birthday-celebrate-with-yash-dasgupta Sat, 08 Jan 2022 09:27:26 +0000 https://ekolkata24.com/?p=18423 টলিসুন্দরী নুসরত জাহান (Nusrat Jahan) কাটিয়ে ফেললেন আরও একটা বসন্ত। আজ নায়িকা সাংসদ পা রাখলেন ৩২ বছরে। তাঁর বয়স আরো একটা বছর বেড়ে গেলেও তাতে অবশ‍্য বিশেষ মন খারাপ নেই অভিনেত্রীর। কারণ একটাই, ছেলেকে নিয়ে প্রথম জন্মদিন যে! বলা বাহুল্য, ‘মা’ হিসেবে প্রথম আবির্ভাব দিবস।ঘড়ির কাঁটা বারোটার ঘরে পৌঁছতেই সেলিব্রেশন শুরু হয়ে গেল যশরতের ঘরে। যদিও তা খুব ছিমছাম ভাবে।

এদিন নুসরতের জন্য সাদা রঙের টু টায়ার কেক এসেছিল। তাতে লেখা ছিল ‘হ্যাপি হার্থ ডে নয়না’। আর কেকের গায়ে একটা ছোট্ট পরী। যার কোলে শুয়ে আছে এক সদ্যোজাত। প্রসঙ্গত, নুসরতকে নয়না নামেই ডাকে তার প্রিয়জনেরা। এদিন বিনা মেকআপেই ঈশানের মা গালে হাত দিয়ে পোজ দিলেন ক্যামেরার সামনে।

Nusrat Jahan

মধ্যরাতেই সোশ‍্যাল মিডিয়ায় ‘স্ত্রী’র সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান যশ দাশগুপ্ত (yash dasgupta)। গোয়া ট্রিপের একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। নুসরতও পাল্টা ধন‍্যবাদ জানিয়েছেন। সঙ্গে ভালবাসা জাহির করে একগুচ্ছ হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

<

p style=”text-align: justify;”>মা হিসাবেও এটা তাঁর প্রথম জন্মদিন। গত বছর সেপ্টেম্বরে নুসরতের কোল আলো করে আসে তাঁর প্রথম সন্তান, ঈশান। জন্ম হয় এক মায়েরও। এ বছরের জন্মদিন তাই নুসরতের কাছে অন্যবারের তুলনায় অনেকটাই স্পেশ‍্যাল। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন, এবারের জন্মদিনের উপহার তিনি আগেই পেয়ে গিয়েছেন। আর যা তাঁর কাছে সবচেয়ে সেরা। সেটা হল ছেলে ঈশান।

]]>
Kajal Agarwal: অভিনেত্রী কাজল ‘মা’ হচ্ছেন! https://ekolkata24.com/entertainment/actress-kajal-agarwal-is-going-to-be-a-mother Mon, 03 Jan 2022 09:16:24 +0000 https://ekolkata24.com/?p=17750 নতুন বছরের শুরুতেই অভিনেত্রী কাজল আগরওয়ালের (Kajal Agarwal) ঘরে খুশির হাওয়া। তাঁর স্বামী গৌতম কিচলু স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় । আপাতত অভিনেত্রী শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ।

বছরের শুরুতেই ইনস্টাগ্রামে গৌতম কিচলু শেয়ার করেন কাজল আগরওয়ালের ছবি। ক্যাপশনে একজন অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি দেন তিনি। আর ওই ইমোজি দেখেই দু’য়ে দু’য়ে চার করেছেন নেটিজেনরা। ২০২০ সালে অভিনেত্রী কাজল আগরওয়ালের সঙ্গে মুম্বইয়ে ব্যবসায়ী গৌতম কিচলুর চারহাত এক হয়।

কোভিডকালে বিয়ের আয়োজনে কিছুটা কাটছাঁট করা হয়। তাই তিনি বিয়ে সারেন কাছের মানুষজনদের নিয়েই। তবে ভার্চুয়ালি অনুরাগীদের সঙ্গে কাজল শেয়ার করেছিলেন বিয়ের প্রায় প্রত্যেক মুহূর্তই। মাসদুয়েক আগেই কাজল ও গৌতম বিবাহবার্ষিকী পালন করেন।

কমল হাসানের ছবি ‘ইন্ডিয়ান ২’ এবং নাগার্জুনের ‘দ্য গোস্ট’ ছবির মুখ্য চরিত্র থেকে সরে আসেন তিনি। তারপর থেকেই বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল কাজল আগরওয়ালের মা হওয়ার গুঞ্জন। আর সেই জল্পনায় সিলমোহর দিয়ে বিয়ের এক বছরের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রীর স্বামী গৌতম।

]]>
Actress Priyanka Sarkar: সুস্থ হওয়ার পথে অভিনেত্রী প্রিয়াঙ্কা https://ekolkata24.com/entertainment/actress-priyanka-sarkar-on-her-way-to-recovery Thu, 09 Dec 2021 11:32:55 +0000 https://ekolkata24.com/?p=14221 বায়োস্কোপ ডেস্ক, কলকাতা: শুক্রবার রাতে রাজার হাট এলাকায় প্রিয়াঙ্কা সরকার (Actress Priyanka Sarkar) আর অর্জুন মহাভারত মার্ডারস এর শুটিং করতে গিয়ে অভিনেত্রী আহত হন। শুটিং চলাকালীন শুটিং ফ্লোর এ একজন বাইক আরোহী ঢুকে গিয়ে মারেন সোজা প্রিয়াঙ্কা আর অর্জুন কে।

অর্জুন এর অতটা ক্ষতি না হলেও প্রিয়াঙ্কার দু পায়ের হাড় ভেঙে যায়। তারপর ই ডক্টর অস্ত্রোপচার করতে হবে বলে সিদ্ধান্ত দেন। নায়িকা সেই মত অস্ত্রোপচার করিয়েছেন। নায়িকার কোথায় ” ডক্টর বলেছেন সুস্থ হতে আড়াই মাস সময় লাগবে, আপাতত বিশ্রামে আছি”।

ডক্টর বিশাল ভগতের চিকিৎসাধীন ছিলেন নায়িকা। তার দুই পায়ে স্টিলের পাত বসানো হয়েছে , ফিসিও থেরাপির মধ্যে দিয়ে সুস্থ হয়ে উঠবেন নায়িকা। ডক্টর এর সিদ্ধান্তেই বাড়িতে চিকিৎসা চলবে নায়িকার।

এখনি প্রিয়াঙ্কা সরকার কে পর্দায় দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু আশা রাখবো খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠবেন।

]]>
Mumbai: মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সমীর ওয়াংখেড়ের স্ত্রীর https://ekolkata24.com/uncategorized/sensational-allegation-against-minister-nawab-malik-is-from-sameer-wankhedes-wife Mon, 01 Nov 2021 07:36:51 +0000 https://www.ekolkata24.com/?p=9899 News Desk, Mumbai: শাহারুখ পুত্র আরিয়ানকে গ্রেফতার করার পর খবরের শিরোনামে এসেছিলেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টরে সমীর ওয়াংখেড়ে। কিন্তু সমীরের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। সমীর মন্ত্রীর করা অভিযোগকে আদৌ পাত্তা দেননি। যে কারণে তিনি কোনও পালটা প্রতিক্রিয়া জানাননি।

তবে সমীরের স্ত্রী ক্রান্তি কিন্তু আর চুপ করে থাকলেন না। সোমবার এক বিবৃতিতে ক্রান্তি বলেছেন, নবাব রীতিমতো তাঁদের হুমকি দিচ্ছেন। তাঁর স্বামী এবং পরিবারের নিরাপত্তা বিপন্ন। তাই মুম্বই পুলিশের কাছে ক্রান্তি নিরাপত্তার দাবি জানিয়েছেন। মন্ত্রীর বিরুদ্ধে সমীরের স্ত্রী আরও অভিযোগ করেছেন, কয়েকদিন আগে তিনজন অজ্ঞাতপরিচয় লোক তাঁদের বাড়ির বাইরে রেকি করে গিয়েছে। এই সব লোকজন কখন কী করবে তা আগে থেকে বোঝা মুশকিল।

ক্রান্তি আরও বলেছেন, আমার স্বামীর বিরুদ্ধে যারা বিভিন্ন অভিযোগ করছে এবার তাদের বিরুদ্ধেও তদন্ত হবে। আমরা পুলিশকে সিসিটিভির ফুটেজ দেব। সেখানেই পুলিশ দেখতে পাবে আমাদের বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় লোকজন ঘোরাঘুরি করছে। কেন করছে সেটা জানা দরকার। আমাদের পরিবারের নিরাপত্তা আশঙ্কার মুখে। পুলিশের উচিত আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা। কারণ আমার বাচ্চারা ছোট।

অন্যদিকে মুম্বইয়ের প্রমোদতরী থেকে ধৃত অমিত কুমার নামে এক অভিযুক্তকে এদিন জামিন দিয়েছে বিশেষ আদালত। তার আগে বিশেষ আদালত গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেছে। আদালত বলেছে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে কাউকে মাদক সরবরাহ যুক্ত এটা বলা যায় না। হোয়াটসঅ্যাপ চ্যাটের উপর নির্ভর করে কখনওই আরিয়ান বা তার বন্ধুদের মাদক সরবরাহকারী হিসেবে চিহ্নিত করা যায় না। কাউকে মাদক পাচারকারী হিসেবে চিহ্নিত করতে হলে তার বিরুদ্ধে উপযুক্ত তথ্য-প্রমাণ থাকা দরকার। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে কখনওই কাউকে মাদক পাচারকারীদের সঙ্গে যুক্ত বলা যায় না।

উল্লেখ্য, আরিয়ান, আরাবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদন গত সপ্তাহেই মঞ্জুর করেছিল বম্বে হাইকোর্ট। সোমবার মাদক কাণ্ডে ধৃত আরও ৯ অভিযুক্তকেও জামিন দিল বিশেষ আদালত। বিশেষ আদালতের বিচারক ভিভি পাতিলের এই মন্তব্যে নিশ্চিত ভাবেই বিপদে ফেলবে এনসিবিকে। কারণ তদন্তকারী সংস্থা আরিয়ান-সহ অন্যদের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতেই মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছিল।

]]>
Jacqueline Fernandez: ইডির দ্বিতীয় সমনও এড়িয়ে গেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ https://ekolkata24.com/entertainment/bollywood-actress-jacqueline-fernandez-also-avoided-ed-second-summons Fri, 15 Oct 2021 10:38:41 +0000 https://www.ekolkata24.com/?p=7707 নিউজ ডেস্ক, মুম্বই: এই নিয়ে দ্বিতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির সমন এড়িয়ে গেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকার একটি আর্থিক তছরুপের মামলায় জড়িত সুকেশ চন্দ্রশেখর নামে এক ব্যক্তি। এই বলিউড অভিনেত্রীও সুকেশের প্রতারণার শিকার বলে জানা গিয়েছে।

শুক্রবার ইডির দফতরে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল জ্যাকলিনকে। কিন্তু অভিনেত্রী এদিন সেই সমন এড়িয়ে গিয়েছেন। তাই আগামীকাল অর্থাৎ শনিবার তাঁকে হাজির হওয়ার কথা জানিয়েছে ইডি।

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার এই মামলায় অগাস্ট মাসে এক দফা জ্যাকলিনকে দীর্ঘ ৫ ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল। এরপর ফের অভিনেত্রীকে ২৫ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। কিন্তু ওই দিন অভিনেত্রী ইডির মুখোমুখি হননি। এরপর তাঁকে ১৫ অক্টোবর ডেকে পাঠিয়ে ছিল ইডি। কিন্তু তিনি দ্বিতীয়বারও সমন এড়িয়ে গেলেন। এজন্য অভিনেত্রীকে শনিবার ডেকে পাঠিয়েছে ইডি।

জ্যাকলিন ছাড়াও বলিউডের আর এক অভিনেত্রী নোরা ফাতেহিকেও একদফা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইডির অফিসে হাজির হয়েছিলেন নোরা। বৃহস্পতিবার ইডির তদন্তকারীরা নোরাকে দীর্ঘ সময় ধরে জেরা করেন। নোরার সমস্ত বক্তব্য রেকর্ড করা হয়েছে।

নোরা এবং জ্যাকলিন এই দুই অভিনেত্রীই চন্দ্রশেখরের প্রতারণার শিকার হয়েছেন। উল্লেখ্য, প্রতারণার অভিযোগে দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। ওই এফআইআরের ভিত্তিতেই আর্থিক প্রতারণার এই মামলার তদন্তভার নিজেদের হাতে নেয় ইডি। সুকেশের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, প্রতারণা, মুক্তিপণ আদায়, তেলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক অভিযোগ রয়েছে।

সুকেশ চন্দ্রশেখর মামলায় জ্যাকলিন ছাড়াও যোগ রয়েছে নোরার। অভিযোগ, সুকেশ জ্যাকলিন এবং নোরাকেও আর্থিক প্রতারণার এই মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিল এই কারণে অভিনেত্রীকে একদফা জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত সুকেশ সম্পর্কেই তাঁকে নানা প্রশ্ন করা হয়েছিল। জ্যাকলিন ও নোরাকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানার চেষ্টা করছে যে, তাঁদের সঙ্গে সুকেশের কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা।

উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখর নামে ওই ব্যক্তি জেলে বসেও এক ব্যবসায়ী স্ত্রীর কাছ থেকে ২০০ কোটি টাকা হাতিয়ে ছিল। আর্থিক প্রতারণার এই মামলায় সুকেশের স্ত্রীর লীনা মারিয়া পলের নামও জড়িয়েছে। আর্থিক প্রতারণার মামলায় এখনও পর্যন্ত সুকেশ এবং তার স্ত্রী ছাড়াও আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এই মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর এবং তার স্ত্রী লিনা পল আপাতত দিল্লির রোহিনী জেলে বন্দি আছে। দিল্লি পুলিশ অভিযোগ করেছিল, জেল থেকেই সুকেশ তোলাবাজি চালিয়ে গিয়েছে। তার শিকার হয়েছে বলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে একাধিক ব্যবসায়ী। সুকেশকে এই কাজে সব ধরনের সাহায্য করেছে তার স্ত্রী লীনা। অগাস্ট মাসে সুকেশের চেন্নাইয়ের বাংলোয় তল্লাশি চালিয়ে প্রায় ৮৩ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে। একইসঙ্গে এই তদন্তকারী সংস্থা ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে।

]]>
বিয়ে করতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী https://ekolkata24.com/entertainment/popular-actress-roshni-bhattacharya-is-getting-married Mon, 13 Sep 2021 15:40:36 +0000 https://www.ekolkata24.com/?p=4551 বায়োস্কোপ ডেস্ক: দীর্ঘ দুই বছর প্রেমের পর ছাদনাতলায় বসতে চলেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। বাগদান অর্থাৎ এনগেজমেন্ট সারলেন যেখানে প্রথমদিন প্রেমিকের সঙ্গে দেখা হয়েছিল তার। স্হান হার্ড রক ক্যাফে।

Roshni Bhattacharya is getting married

সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট থেকেই জানা গেল সে কথা। কমেন্ট বক্সে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। সৈরিতী ব্যানার্জি, রূপাঞ্জনা মিত্র, ঐন্দ্রিলা শর্মা, রফিয়াত রশিদ মিথিলা, সন্দীপ্তা সেন, রোশনির সহ-অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, রাজদীপ গুপ্ত শুভেচ্ছা জানিয়েছেন তাকে। তাকে যাকে নিয়ে এত কথা তিনি কে জানেন।

Roshni Bhattacharya is getting married

তিনি অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya)। অর্থাৎ জি বাংলায় সম্প্রচারিত করুণাময়ী রাণী রাসমণি’-র ‘জগদম্বা’।বাঁ হাতের অনামিকায় নতুন আংটি পরে ছবি দিলেন তিনি। প্রেমিকের নাম তূর্জ সেন৷ তিনি ইন্ডাস্ট্রির মানুষ নয়। পারিবারিক ব্যবসার হাল ধরেছেন। আনুষ্ঠানিক ভাবে বিয়ের প্রস্তাব দিল সে। আঙুলে আংটি পড়ে নিজের দুই ছবির সঙ্গে অভিনেত্রী পোস্ট করলেন প্রেমিকের সঙ্গে তিনটে ছবি।

Roshni Bhattacharya is getting married

একই বন্ধুর গ্রুপ থেকে পরিচয় এই দুজনের। অবশ্য তখন তিনি অন্যত্র প্রেমে বাঁধা পড়েছিলেন। কিন্তু তারপর সেই সম্পর্কের ইতি ঘটে।সেই কঠিন মুহূর্তে তূর্জর সঙ্গে তার বন্ধুত্বটা আরও গভীর হয়। তার পর ধীরে ধীরে প্রেম। সিরিয়ালের পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘অতি উত্তম’-এর নায়িকাও তিনি।

]]>
Shweta Tiwari শেয়ার করেছেন লেটেস্ট ফটোশ্যুট, বলিপাড়া বলছে OMG! https://ekolkata24.com/entertainment/television-actres-shweta-tiwari-glamorous-latest-photo-shoot-viral-tv-actress-comment-on-it Wed, 25 Aug 2021 07:37:48 +0000 https://www.ekolkata24.com/?p=3107 বায়োস্কোপ ডেস্ক: অভিনেত্রী শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari) তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সর্বশেষ ফটোশুট শেয়ার করেছেন। টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে এই সর্বশেষ ফটোশুটে গ্ল্যামারাস স্টাইলে দেখা যাচ্ছে৷ ফ্যানদের পাশাপাশি অনেক বলি তারকাও তাঁর এই ছবিতে মন্তব্য করছেন। এই ছবিতে শ্বেতা একটি ঐতিহ্যবাহী পোশাক পরেছেন এবং আশ্চর্যজনক অভিব্যক্তি দিচ্ছেন। টিভি অভিনেত্রী দিলজিৎ কৌর এবং সঙ্গীতা বিজলানিও এই ছবিতে মন্তব্য করেছেন। শ্বেতা তিওয়ারির এই ফটোশুটটি বেশ পছন্দ হচ্ছে।

শ্বেতা তিওয়ারি এই ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘চাঁদনী।’ ছবিতে টিভি অভিনেত্রী দিলজিৎ কৌর লিখেছেন, ‘ওহ মাই গড … মোটিভেশন ব্যক্তিত্ব।’ একই সঙ্গে অভিনেত্রী সঙ্গীতা বিজলানি লিখেছেন, ‘শ্বেতা তোমাকে হট লাগছে।’ শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারিও এই ছবিতে মন্তব্য করেছেন। শ্বেতা তিওয়ারির এই ছবিটিতে দেড় লক্ষেরও বেশি লাইক পড়েছে এবং সেখানে মন্তব্যের লাইন লেগে গিয়েছে৷

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Shweta Tiwari (@shweta.tiwari)

শ্বেতা তিওয়ারিকে সম্প্রতি সোনি টিভির শো ‘মেরে বাবা কি দুলহান’ -এ দেখা গিয়েছে। শ্বেতা তিওয়ারি তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন বিখ্যাত টিভি সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কি’ দিয়ে। এরপর থেকে টেলিভিশন জগতে তিনি প্রেরণা নামে পরিচিত। শ্বেতা তিওয়ারি ‘বিগ বস 4’ -এর বিজয়ীও হয়েছেন। বর্তমানে তাকে ‘খতরন কে খিলাড়ি 11’ তে দেখা যাচ্ছে। এদিকে শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি শিগগিরই বলিউডে অভিষেক করতে যাচ্ছেন।

]]>
সৌরভ শুধুই সহবাস সঙ্গী: বিস্ফোরক অভিনেত্রী অনিন্দিতা https://ekolkata24.com/entertainment/sourav-is-just-a-sexual-partner-explosive-actress-anindita Mon, 02 Aug 2021 18:03:47 +0000 https://www.ekolkata24.com/?p=1780 বায়োস্কোপ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই টলি-পাড়ায় সৌরভ দাস এবং অনিন্দিতা বোসের সম্পর্ক ভাঙা নিয়ে জল্পনা চলছে। তাঁদের সম্পর্কের মাঝে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন মধুমিতা, তেমনই রটনা। একাধিকবার মধুমিতা এবং সৌরভকে একসঙ্গে দেখা যাচ্ছে। কখনও পার্টি করতে আবার কখনও পাহাড়ে বেড়াতে। তবে সম্পর্কের ভাঙনের বিষয়ে প্রশ্ন করা হলে সৌরভ বরাবরই জানিয়েছেন এই সবকিছুই গুজব। অন্যদিকে মধুমিতাকে সৌরভ দাসের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে তিনিও এই জল্পনাকে ভিত্তিহীন রটনা বলে উরিয়ে দিয়েছে। তবে এবারে সৌরভের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অনিন্দিতা বোস।

সম্প্রতি বেশ কিছুদিন ধরে অনিন্দিতা কাজের সূত্রে মুম্বই থাকছেন। তবে সৌরভ ও অনিন্দিতার এই দূরত্বই কী তাঁদের সম্পর্কের উপর প্রভাব ফেলছে? সৌরভের সঙ্গে সম্পর্ক নিয়ে এবারে মুখ খুললেন অনিন্দিতা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনিন্দিতা জানান, সম্পর্কে তাঁরা সবসময় বন্ধুত্বটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। বন্ধুত্ব আছে বলেই এতদিন একসঙ্গে এক ছাদের তলায় থাকতে পাড়ছেন তাঁরা। অনিন্দিতা আরও জানান, এই বন্ধুত্বের কারনেই তাঁরা একটি বাড়িও বানাতে পেড়েছেন।

সৌরভ এবং মধুমিতার বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে অনিন্দিতা সাফ জানিয়ে দেন, যতই গুজব রটুক না কেন তাঁদের সম্পর্কে চিড় ধরানো সহজ নয়। তাঁরা একে অপরের প্রতি খুবই বিশ্বস্ত, যা তাঁদের গভীর বন্ধুত্বের জন্যই সম্ভব হয়েছে। ২০১৭ সাল থেকে অনিন্দিতা এবং সৌরভ লিভ-ইন সম্পর্কে রয়েছে। এক্ষুনি বিয়ে করার কথা ভাবতে নারাজ অনিন্দিতা। এর আগেও দুবার বিয়ে ভাঙার যন্ত্রণা ভোগ করতে হয়েছে অভিনেত্রীকে। প্রথমে অভিমন্যু মুখোপাধ্যায় এবং পরে গৌরব চট্টোপাধ্যায়। আপাতত নিজের কেরিয়ারে ফোকাস করেছেন অনিন্দিতা।

]]>
আয়া রেখে ছেলেকে মানুষ করব না, মধুবনীর কণ্ঠে কটাক্ষের সুর https://ekolkata24.com/entertainment/actress-madhubani-goswami-shares-an-adorable-photo-with-her-baby-boy Wed, 28 Jul 2021 16:18:37 +0000 https://www.ekolkata24.com/?p=1420 বায়োস্কোপ ডেস্ক: সম্প্রতি রাজা এবং মধুবনীর ঘর আলো করেছে তাঁদের পুত্র সন্তান ‘কেশব’। গত এপ্রিল মাসে পুত্র সন্তানের জননী হয়েছেন টলি অভিনেত্রী মধুবনী। রাজা এবং মধুবনীর ভালোবাসা শুরু ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’ থেকে। দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্ক ২০১৬ সালে সাত পাকে বাঁধার মাধ্যমে পরিণতি পায়। এরপর এই বছরে বাবা-মায়ের দায়িত্ব এসে পড়ে তাঁদের ঘাড়ে। আপাতত নিজের ছেলেকে নিয়েই ব্যস্ত মধুবনী।

এরই মধ্যে মধুবনী এবং রাজার অনেক অনুরাগীরা তাঁদের পুত্র সন্তানের মুখ দেখার ইচ্ছে প্রকাশ করেন। তবে এখুনি সোশ্যাল মিডিয়াতে ছেলে ‘কেশব’-এর মুখ দেখাতে নারাজ এই দম্পতি। এই বিষয়ে মধুবনীকে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন, আমরা এখন ছেলের মুখ দেখাতে চাইছি না। এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এই মুহূর্তে কেশবের ছবি ইন্টারনেটে সার্কুলেট করতে চাইছেন না মধুবনী। তিনি আরও বলেন। ‘অন্য তারকারা যারা তাঁদের সন্তানদের ছবি পোস্ট করছেন, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যপার। আমাদের যদি কোনও দিনও মনে হয়, আমরা নিশ্চই দেব। এখন আমাদের মনে হচ্ছে না বলে আমরা দিচ্ছি না। আশা করি আমাদের সিদ্ধান্তকে আপনারা সম্মান করবেন’।

আপাতত মধুবনী তাঁর ছেলের ছায়াসঙ্গী হয়েই সময় কাটাছেন। মধুবনীর কাছে সবার আগে তাঁর ছেলের প্রায়োরিটি। এখন কাজেও ফিরবেন না তিনি। এর পাশাপাশি মধুবনী জানান, ‘আমরা ঠিক করেছিলাম কেশবের জন্য আমরা কোনও আয়া রাখব না। কারণ আয়ার কাছে ছেলেকে মানুষ করতে চান না’। এছাড়াও আয়া না রাখার পিছনে করোনা পরিস্থিতিকেও দায়ী করেন মধুবনী। তাঁর মতে, এই সময় বাইরের কোনও লোক কেশবের কাছে আসুক, এটা তাঁরা কোনও ভাবেই চাইছেন না।

সম্প্রতি মধুবনীর এই মন্তব্যে, নেটাগরিকরা টলি-পাড়ার অন্য তারকাদের কটাক্ষের গন্ধ পাচ্ছেন। তবে এই বিষয়ে মুখ খোলেননি মধুবনী। এরই মধ্যে বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মধুবনী। সেখানে কেশবকে দেখা গেলেও তাঁর মুখ দেখা যায়নি।

]]>
নেটিজেনদের কাছে বয়সের খোঁটা শুনলেন অভিনেত্রী পায়েল https://ekolkata24.com/entertainment/actress-payel-sarkar-heard-the-age-peg-from-netizens Thu, 22 Jul 2021 04:20:23 +0000 https://www.ekolkata24.com/?p=1149 বায়োস্কাপ ডেস্ক: নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ টলিউড নায়িকারা। কখনও নুসরত, কখনও মিমি, কখনও আবার শ্রাবন্তী , তনুশ্রী , শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় এই টলি সুন্দরীরা ছবি বা ভিডিও আপলোড করলেই নেটিজেনরা একেবারে ঝাঁপিয়ে পড়ছেন। নায়িকাদের কমেন্ট বক্স জুড়ে নানা মন্তব্য। এবার সেই বিপাকেই পড়লেন টলিউডের আরেক সুন্দরী নায়িকা পায়েল সরকার। পায়েলের এক ভিডিও দেখে নেটিজেনরা একেবারে নাকানি চোবানি খাওয়াতে ব্যস্ত নায়িকাকে।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা দিয়েছেন পায়েল সরকার।বিজেপির হাত ধরে রাজনীতিতে আসার প্রথম দিন থেকেই পায়েলকে নিয়ে নানা মন্তব্য চোখে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। নির্বাচনে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন পায়েল। আর তারপর থেকেই যেন বেশি কটাক্ষ শুনতে হচ্ছে তাঁকে।

এবারও তেমনটিই ঘটল। সোশ্যাল মিডিয়ায় হলুদ পোশাকে এক ফ্যাশন ভিডিও পোস্ট করেন পায়েল। আর তা দেখেই রীতিমতো ক্ষেপে গেলেন নেটিজেনরা। ভিডিওর নিচে একের পর এক কু-মন্তব্য ভরিয়ে দেন তাঁরা।

]]>