Adar Poonawalla – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 08 Dec 2021 04:58:46 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Adar Poonawalla – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Covishield: কেন্দ্রীয় চাহিদা না থাকায় কোভিশিল্ডের উৎপাদন কমাচ্ছে সেরাম https://ekolkata24.com/uncategorized/serum-institute-of-india-cut-covishield-making-for-not-getting-enough-order Wed, 08 Dec 2021 04:58:46 +0000 https://ekolkata24.com/?p=14046 নিউজ ডেস্ক, নয়াদিল্লি : ভারতে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মধ্যেই এবার চিন্তা বাড়াল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Seram Insititute of India) নয়া সিদ্ধান্ত। এবার কোভিশিল্ড (Covishield) উৎপাদন অনেকটাই কমিয়ে দিচ্ছে সেরাম, মঙ্গলবার এমনটাই জানালেন সেরামের সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawalla)।

তিনি বলেন, মোদী সরকারের থেকে অর্ডার না পাওয়ায় করোনা ভ্যাকসিনের মাসিক উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে। তবে এখন বুস্টার ডোজ তৈরির দিকে নজর দিচ্ছে সেরাম। যারা কোভিশিল্ডের ২টি করে ডোজ নিয়েছে তাঁদের বুস্টার ডোজের প্রয়োজনীয়তা রয়েছে, এমনটা জানিয়েছে কেন্দ্রকে চিঠিও দিয়েছে সেরাম। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আদর পুনাওয়ালা জানিয়েছে, ‘আমি আসলে এমন একটি দ্বিধায় আছি যা আমি কখনও আগে কল্পনাও করিনি। এর আগে আমরা প্রতি মাসে ২৫০ মিলিয়ন ডোজ তৈরি করছি। কিন্তু এখন তা কমাতে হচ্ছে। ভালো বিষয় এটাই যে, দেশের প্রায় অনেকেরই ইতিমধ্যে ২টি করে ডোজ নেওয়া হয়ে গিয়েছে।’

ভবিষ্যতে করোনা ভ্যাকসিন উৎপাদন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘হাতে অন্য কোন অর্ডার নেই, তাই আমি আপাতত কোভিশিল্ডের উৎপাদন ৫০ শতাংশ কমিয়ে দিচ্ছি। এরপর আবার অর্ডার আসলে তখন প্রোডাকশন বৃদ্ধির দিকে নজর দেব। প্রায় ৮ মাস ধরে আমরা রফতানি করতে পারিনি। অন্যান্য দেশগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য দেশ টিকা সরবরাহ করেছে। ফলে একটা বড়ো বাজার আমরা হারিয়েছি।’

এদিকে, কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে জাতীয় পরামর্শদাতা গোষ্ঠীর বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হল না। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, শিশুদের ভ্যাকসিনেশন নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি। তাদের ভ্যাকসিনেশন কবে থেকে শুরু হবে, তা খুব নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। 

]]>
Time Magazine-এর ‘বিশ্বের ১০০ জন প্রভাবশালী’র তালিকায় মোদী-মমতা https://ekolkata24.com/uncategorized/pm-modi-mamata-adar-poonawalla-among-time-magazines-100-most-influential-people-of-2021 Wed, 15 Sep 2021 16:27:20 +0000 https://www.ekolkata24.com/?p=4700 নিউজ ডেস্ক: নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভারতের দুই রাজনীতিবিদেরই বিবিধ পরিচয়। প্রথমজন দেশের প্রধানমন্ত্রী, ২০১৪ সালের মোদী ঝড়ের বেগ কমলেও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি। বরং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের এবং ভারতের ওজন বাড়াচ্ছেন রোজই। দ্বিতীয়জন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে তৃতীয়বারের জন্য বসেছেন, একক কৃতিত্বে রুখেছেন ভারতীয় জনতা পার্টিকে। এই মুহূর্তে রাজ্য নয়, জাতীয় রাজনীতিতে অন্যতম আলোচিত নামটি তাঁর। 

আরও পড়ুন জনপ্রিয়তা কমছে মোদীর, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দ্রুত এগোচ্ছেন মমতা

এবার টাইমসের ‘বিশ্বের মোট ১০০ জন প্রভাবশালী ব্যক্তি’দের তালিকায় জায়গা করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় জায়গা পেয়েছেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান নির্বাহী আদার পুুনাওয়ালাও।

টাইমস গোষ্ঠী বুধবার ‘বিশ্বের মোট ১০০ জন প্রভাবশালী ব্যক্তি’ (‘most influential people of 2021’) এর বার্ষিক তালিকা প্রকাশ করেছে। যাতে স্থান পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, সাসেক্সের ডিউক এবং ডাচেস প্রিন্স হ্যারি এবং মেগান। তালিকায় রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তালিবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বড়দার নামও।

Narendra Modi and Mamata Banerjee

টাইমস এর ওয়েবসাইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রোফাইল বলছে, স্বাধীন রাষ্ট্র হিসাবে ৭৪ বছরে, ভারত তিনজন গুরুত্বপূর্ণ নেতা পেয়েছে। যারা বিশ্বের দরবারে নিজেদের নাম প্রতিষ্ঠা করেছেন। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। “নরেন্দ্র মোদি তৃতীয় প্রধানমন্ত্রী, যিনি দেশের রাজনীতির উপর নিজের আধিপত্য বিস্তার করছেন।” যদিও CNN-এর বিখ্যাত সাংবাদিক ফারিদ জাকারিয়ার লেখা ওই প্রোফাইলে ভারতকে ধর্মনিরপেক্ষতা থেকে দূরে নিয়ে যাওয়া এবং সংখ্যালঘুদের (পড়ুন মুসলিম) ওপর চাপ সৃষ্টি করার জন্যও দায়ী করা হয়েছে। মমতা ব্যানার্জির সম্পর্কে বলা হয়েছে, তিনি তাঁর দলকে শুধু নেতৃত্ব দেন না। তিনিই তৃণমূল কংগ্রেস – তিনিই দল। পুরুষতান্ত্রিক সংস্কৃতিতে রাস্তায় নেমে মরিয়া মনোভাব তাঁকে বাকিদের থেকে আলাদা করেছে।

Times-এর প্রকাশ করা এই নতুন তালিকায় রয়েছেন জাপানের টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা, রাশিয়ান বিরোধী কর্মী আলেক্সি নাভালনি, সঙ্গীত আইকন ব্রিটনি স্পিয়ার্স, এশিয়ান প্যাসিফিক পলিসি অ্যান্ড প্ল্যানিং কাউন্সিলের নির্বাহী পরিচালক মঞ্জুশা পি কুলকার্নি, অ্যাপলের সিইও টিম কুক, অভিনেতা কেট উইন্সলেট এবং ‘প্রথম আফ্রিকান এবং প্রথম মহিলা বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান’ Ngozi Okonjo-Iweala।

 

]]>