Africa – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 16 Dec 2021 08:23:36 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Africa – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 India vs SA 2021: বিতর্কে ইতি!”ফিল গুড ফ্যাক্টর”, আফ্রিকা উড়ে গেল টিম ইন্ডিয়া https://ekolkata24.com/sports-news/india-vs-sa-2021-the-debate-is-over-team-india-went-on-a-tour-of-africa Thu, 16 Dec 2021 08:23:03 +0000 https://ekolkata24.com/?p=15093 Sports desk: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজে (India vs SA 2021) পূর্ব নির্ধারিত সফরসূচী আগেই কাটছাঁট হয়েছিল। এবার দমবন্ধকর পরিবেশের সমস্ত বিতর্কে ইতি টেনে ভারতীয় দল বিশেষ বিমানে চেপে রওনা হল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে।

বৃ্হস্পতিবার সকালে ওই মুহুর্তের কিছু ছবি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) তার টুইটে শেয়ার করেছে। ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে কোভিড-১৯ প্রটোকল মেনে হাসি মুখে ভারতীয় খেলোয়াড় বিমানে বসে আছে। যা স্বভাবতই ভারতীয় শিবিরের “ফিল গুড ফ্যাক্টরে”র বার্তাকে তুলে ধরে দেশের ক্রিকেট ভক্তকুলদের মাঝে।

Team India went on a tour of Africa

প্রোটিয়ার্সদের বিরুদ্ধে সফরে টিম ইন্ডিয়া তিন ম্যাচের টেস্ট এবং সম-সংখ্যক ম্যাচের ওডিআই সিরিজ খেলবে,তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটের দিনক্ষণ এবং ম্যাচ ভেন্যু এখনও ঠিক হয়নি। ২৬ ডিসেম্বরে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত সেঞ্চুরিয়নে, দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে।

জোহানসবার্গে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ৩ জানুয়ারি এবং তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ ১১ জানুয়ারি পারলেতে আয়োজিত হবে। টেস্ট ম্যাচ সিরিজ শেষ হলেই টিম ইন্ডিয়া প্রোটিয়ার্সদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে।

ওডিআই সিরিজের প্রথম এবং দ্বিতীয় ম্যাচ ২৯ এবং ২১ জানুয়ারী পারল ক্রিকেট গ্রাউন্ডে হবে এবং তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ হবে ২৩ জানুয়ারী কেপটাউনে।

<

p style=”text-align: justify;”>প্রোটিয়ার্সদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), প্রিয়াঙ্ক পাঞ্চাল, কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, ঋষভ পহ্ন (উইকেটরক্ষক ), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), আর অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদব, জসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ।

]]>
Uganda: জোড়া বিস্ফোরণ উগান্ডায়, বাঁচলেন ভারতীয় খেলোয়াড়রা https://ekolkata24.com/uncategorized/twin-blast-hits-uganda-capital-city Tue, 16 Nov 2021 14:42:14 +0000 https://ekolkata24.com/?p=11511 News Desk: আফ্রিকার মাটিতে বারবার নাশকতা ঘটানো আল কায়েদার শাখা আল শাবাব জঙ্গি সংগঠনের দিকেই সন্দেহ উগান্ডা সরকারের। মঙ্গলবার দেশটির রাজধানী কামপালা শহরে জোড়া বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিকভাবে ৬ জনের মৃত্যুর খবর এসেছে। আরও কয়েকজন জখম।

বিবিসি এবং আল জাজিরার খবর, কামপালা শহরে উগান্ডার পার্লামেন্টের সামনেই বিস্ফোরণ ঘটানো হয়। সিসিটিভি দেখে সন্দেহ করা হচ্ছে এটি আত্মঘাতী হামলা।

বিবিসির খবর, বিস্ফোরণস্থলের অদূরে ছিল ভারতীয় প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড়দের দল। তারা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। উগান্ডার ভারতীয় দূতাবাস জানাচ্ছে, খেলোড়াররা সবাই নিরাপদে আছেন।

uganda blast

উগান্ডা সরকার এই বিস্ফোরণকে জঙ্গি নাশকতা বলেই চিহ্নিত করেছে। বিস্ফোরণের পর পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা হয়েছে। বিস্ফোরণের পরে পার্লামেন্টের কাছে রাখা গাড়ি রাখার জায়গায় আগুন ধরে যায়। এর পরেই পুলিশ সদর দফতরের কাছে বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের পর উগান্ডার জঙ্গি দমন শাখা নেমেনে।রাজধানী শহরটির বিভিন্ন স্থানে তল্লাশির পর অন্তত তিনটি স্থান থেকে টাইম বোমা উদ্ধার করা হয়েছে। সেই বোমা নিষ্ক্রিয় করা হয় দ্রুত। মনে করা হচ্ছে ধারাবাহিক বিস্ফোরণের ছক করেছিল জঙ্গিরা।

<

p style=”text-align: justify;”>উগান্ডার ন্যাশনাল এমার্জেন্সি কো-অর্ডিনেশন অ্যান্ড অপারেশন সেন্টার জানিয়েছে, যে তিনটি বোমা পাওয়া গেছে। এর মধ্যে দুটি ছিল আদালত ভবনের কাছে।

]]>
সাইকেলে চড়ে ‘চাঁদে’ পৌঁছে গিয়েছিলেন রামচন্দ্র! https://ekolkata24.com/offbeat-news/ramchandra-biswas-an-unique-cyclists-globe-trotter Thu, 04 Nov 2021 09:16:18 +0000 https://www.ekolkata24.com/?p=10248 News Desk:  ‘এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই চাঁদের পাহাড় ঠিক দেখতে পাব’। সিনেমায় দুই বালক চাঁদের পাহাড়ে পৌঁছনোর স্বপ্ন দেখেছিল।বিভূতিভূষণ তাঁর গল্পে শঙ্করকে চাঁদের পাহাড় পাঠিয়েছিলেন। কিন্তু যদি বলি এক বাঙালি সাইকেল নিয়ে চাঁদে পৌঁছে গিয়েছিলেন। না, খুব একটা ভুল হবে না। সত্যিই তো তিনি সাইকেলে চড়ে পৃথিবী থেকে চাঁদের দূরত্বের সমান পথ ঘুরেছিলেন।

উত্তরপাড়ার রামচন্দ্র বিশ্বাস (Ramchandra Biswas)। ২৯ বছর ধরে সাইকেলেই ঘুরেছেন গোটা পৃথিবী। আর্জেন্টিনার বহু বাড়িতে তিনি রবীন্দ্রনাথের ছবি দেখেছেন, পেরুতে দেখেছেন হিন্দি সিনেমা চলতে। ১৯৮২ সাল, ২১শে এপ্রিল। মফস্‌সল উত্তরপাড়ার দুই দামাল ছেলে, রামচন্দ্র বিশ্বাস ও সোমনাথ মুখার্জি ঠিক করলেন সাইকেলে ঘুরতে যাবেন লম্বা কোথাও।

সোমনাথবাবুর মতে তা ইন্ডিয়া ট্যুর হলেও রামচন্দ্র বিশ্বাস জানান তিনি ওয়ার্ল্ড ট্যুরে যেতে ইচ্ছুক। হাতে টাকা নেই, পোস্ট অফিসের সামান্য চাকরি, পৃথিবী ঘুরে বেড়ানো সম্পর্কে কোনও ধারণাও নেই, নেই পাসপোর্ট, ভালো সাইকেল কিচ্ছু নেই। কেবল অদম্য ইচ্ছে রয়েছে তাঁদের। আর সেই ইচ্ছের জোরেই ভাগ্যও ছুটে আসে সঙ্গ দিতে। নির্বিঘ্নে মিটতে থাকে সমস্ত সরকারি কাজ। ততকালীন অর্থমন্ত্রীর সাহায্যে সমস্ত কাগজপত্র তৈরি হয়ে যায়, হাতে পান ৫,০০০ টাকা। এই নিয়েই ২১ এপ্রিল ১৯৮২ উত্তরপাড়া থেকে রওনা হন রামচন্দ্র, ওরফে সকলের প্রিয় ঝুনু।

ramchandra

১৯৮৬ সালে আফ্রিকায় থাকাকালীন দুই বন্ধুতে মিলে ম্যাজিক দেখিয়ে টাকা রোজকার করতেন শহরে শহরে। ঝুনু জাগলিং করতেন আর অন্যজন বাজাতেন ভায়োলিন। এরপর বিসাও নামক একটি শহরে সেট্‌ল করে যান তাঁর সঙ্গী। সালটা ১৯৮৬। যদিও ঝুনু জানতেন না তাঁর বন্ধু সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন থেকে যাওয়ার। সেনেগালে পৌঁছে সঙ্গীর জন্য প্রায় একমাস অপেক্ষা করেন তিনি। সঙ্গী না আসায় তিনি বুঝতে পারেন বাকিটা পথ ওঁর একারই।

ভাষার সমস্যাও কেটে যেতে থাকে ধীরে ধীরে। সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলা রপ্ত করে ফেলেন তিনি। ভাঙা ভাঙা স্থানীয় ভাষাগুলিও শিখে নেন অল্প সময়ে। আফ্রিকার (Africa) বহু দেশে তখন গৃহযুদ্ধ চলছে। একটা করে সীমানা পেরিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে একটা করে বাধা। মানুষ তাঁকে আমেরিকার গুপ্তচর ভেবে বসছে। একমাত্র বিশ্বাস করছে বাচ্চারা। রামচন্দ্রবাবু জানান, তাঁর শেখা দশটা ভাষার দশটাই তিনি শিখেছেন বাচ্চাদের মুখ থেকে, তাদের সান্নিধ্যে।

আর্জেন্টিনার (Argentina) বহু বাড়িতে তিনি রবীন্দ্রনাথের ছবি দেখেছেন, পেরুতে (Peru) দেখেছেন হিন্দি সিনেমা চলতে। ২৪ ঘণ্টা দিন পেয়েছেন যাত্রাপথে, অরোরা বোরিয়ালিসও দেখেছেন চোখের সামনে। বহু উপজাতির মানুষের দেখা পেয়েছেন, তাঁদের সঙ্গে মিশেছেন এই রঙিন মানুষটি। তাঁর পাসপোর্টের দৈর্ঘ্য ১৩৯ ফুট। দু’হাতে ঝুলিয়ে সেটি এক নির্মল হাসি হেসে আমাদের জানান তিনি ফাইভস্টার হোটেলের থেকে তাঁবুতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। নিজের পাঁচ লক্ষ স্মারক কোনও সরকারি বা বেসরকারি সংগ্রহশালার দায়িত্বে দিতে চান বলেও জানিয়েছেন তিনি।

২৯ বছরের যাত্রাপথে চাঁদে গিয়ে ফিরে আসার সমান সাইকেল চালিয়েছেন ঝুনু। সারা পৃথিবীর মানুষের সান্নিধ্যে ঝুনু দেখেছেন উদারতা, অপরিচিত মানুষও তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন অসময়ে। কিন্তু ২৯ বছর পর ফিরে নিজের পরিবার নিয়ে খুব একটা খুশি হতে পারেননি তিনি। সময়টা পেরিয়ে যাওয়ায় আরও অনেক কিছুর সঙ্গেই নিজেকে খাপ খাওয়াতে বেশ অসুবিধা হয়েছে তাঁর।

<

p style=”text-align: justify;”>২৯ বছরে বেশ কিছু অবক্ষয় হয়ে গেছে সমাজেরও। এই জটিলতা বারংবার কষ্ট দিয়েছে তাঁকে। ব্যানার্জি পাড়ার ওই লম্বা বাড়ির দোতলার করিডরে উঠে পড়লে মনে হবে কোনও মিউজিয়ামেই এসে গেছেন বোধহয়। অথচ আপনাকে যত্ন নিয়ে এক শিশুর মতো উৎসাহে ঝুনু তাঁর প্রতিটা জিনিস দেখাবেন ধৈর্য্য ধরে। হয়তো মফস্‌সল বলেই আজও আড়ালে বাঁচেন রামচন্দ্র বিশ্বাস। উত্তরপাড়ার এই ক্রমবর্ধমান লাখ খানেক জনসংখ্যারই বা ক’জন খোঁজ রাখেন এই রঙিন আত্মাটির!

]]>
Africa: সরকার পতনের আশঙ্কা ইথিওপিয়ায়, বিদ্রোহীরা ঘিরছে https://ekolkata24.com/uncategorized/ethiopia-declares-emergency-to-protect-civilians-from-rebels Wed, 03 Nov 2021 06:37:28 +0000 https://www.ekolkata24.com/?p=10120 News Desk: আবারও আফ্রিকায় আরও একটি দেশের সরকার চরম প্রতিকুল পরিস্থিতির মুখোমুখি। সুদানের মতো সরকার পতনের আশঙ্কা বাড়ছে ইথিওপিয়াতে। জারি হয়েছে জরুরি অবস্থা।

আল জাজিরা জানাচ্ছে, ইথিওপিয়ায় সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। দেশটির তিগ্রে অঞ্চলের বিদ্রোহীরা রাজধানী আদ্দিস আবাবা দখলে অগ্রসর হতে শুরু করেছে। এর পরেই ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তিগ্রে বিদ্রোহীরা জানায়, তারা ইথিওপিয়ার উত্তরাঞ্চলের আরও কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।রাজধানী আদ্দিস আবাবা অভিমুখে এগিয়ে যাচ্ছে।

পূর্ব আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশ ইথিওপিয়া। এই দেশের সরকার বিরোধী গোষ্ঠী তিগ্রে পিউপিলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ক্ষমতা দখলে মরিয়া। তাদের হামলার মুখে সরকারের তরফে দেশবাসীদের সশস্ত্র প্রতিরোধের ডাক দেওয়া হয়। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ জানান বিদ্রোহীদের রুখতে সর্বাধিক শক্তি প্রয়োগ করা হবে।

বিবিসি জানাচ্ছে বিদ্রোহী তিগ্রে গোষ্ঠী রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণের এক শহরের দখল নিয়েছে।

আবি আহমেদের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইথিওপিয়ায় সর্বশেষ ছয় মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেই সময় কারফিউ জারি এবং জনসাধারণের চলাচল সীমিত করা হয়। আটক করা হয় হাজার হাজার মানুষকে।

 

]]>
Africa: অভ্যুত্থান বিরোধী জনতা যেন ইঁদুর! তাড়া করছে সুদানের সেনা https://ekolkata24.com/uncategorized/sudans-armed-forces-arrested-government-officials-and-leaders Thu, 28 Oct 2021 08:49:19 +0000 https://www.ekolkata24.com/?p=9445 News Desk: সরকার ফেলে দেওয়ার পর জরুরি অবস্থা জারি করেছে সুদানের সেনা। আফ্রিকার আরও এক নীল নদের দেশ হিসেবে পরিচিত সুদান রক্তাক্ত। শুরু হয়েছে অভ্যুত্থান বিরোধী জনতাকে ইঁদুরের মতো খাঁচা বন্দি করার পালা।

বিবিসি জানাচ্ছে, সুদানের সেনাবাহিনী দেশটির অসামরিক নেতাদের বেছে বেছে গ্রেফতার করছে। তবে মুক্তি পেয়েছেন প্রধানমন্ত্রী হামদক। তিনি এখন নজরবন্দি।

আল জাজিরার খবর, সুদানের সেনা ক্ষমতা দখল করার পর দেশটির জনগণের একাংশ সেনা শাসনের বিরোধিতা করে। তবে অভ্যুত্থানের পক্ষে রয়েছেন বহু সুদানি। এদিকে ক্ষমতা দখল করেই সুদানি সেনা শুরু করেছে ব্যাপক ধরপাকড়। গণতন্ত্র চাওয়া বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলিও চালাচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যা।

বিবিসি জানাচ্ছে, সেনার হাতে বন্দি স্বাস্থ্যমন্ত্রী ও সেচমন্ত্রী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকরা।অধিকাংশ সরকারি কর্মকর্তা গ্রেফতার। সোমবার সুদানের সেনাবাহিনী দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করে। সেনা অভ্যুত্থানের বিষয়ে জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান বলেন সরকার অকার্যকর হয়ে পড়েছিল।

সুদানে সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে একদা তিরিশ বছরের স্বৈরশাসক ওমর আল বাশিরের সমর্থকরা। ২০১৯ সালে প্রবল গণবিক্ষোভের জেরে তার সরকার পড়ে গিয়েছিল। অভ্যুত্থানের পর বশিরের সমর্থকরা ফের সক্রিয় হয়েছেন।

বিবিসি জানাচ্ছে, ২০১৯ সালে ওমর আল বশিরের স্বৈরশাসন শেষের পর সুদানি সেনা ও রাজনৈতিক দলগুলি মিলিতভাবে সরকার গড়ে। সেই সরকার ও সেনাবাহিনীর মধ্যে ক্ষমতা ভাগাভাগির ভিত্তিতে গঠিত পরিষদ ঘিরে জনগণের একাংশ ক্ষোভে ফেটে পড়ে। প্রকাশ্যে সেনা শাসনের পক্ষে আন্দোলন শুরু হয়। অভিযোগ, জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান পূর্ণ ক্ষমতা দখল করতে এই বিক্ষোভ সংঘটিত করেন।

পরিস্থিতি আরও ঘোরতর। গৃহযুদ্ধের পথে যাচ্ছে সুদান।

]]>
Africa : এবার সেনা অভ্যুত্থান বিরোধী গোষ্ঠীর গণতন্ত্রকামী বিক্ষোভ! সুদান রক্তাক্ত https://ekolkata24.com/uncategorized/protests-continue-after-military-takeover-in-sudan Tue, 26 Oct 2021 14:30:15 +0000 https://www.ekolkata24.com/?p=9256 News Desk: সেনা শাসনের বিরোধিতা করাই জনগণের চরিত্র। যেমনটা হচ্ছে মায়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে। তবে আফ্রিকার দেশ সুদানে জনমানসের বিপরীত চরিত্র সাম্প্রতিক সময়ে দেখা যায়নি কোনও দেশে। একপক্ষ সেনা শাসনের দাবিতে বিক্ষোভ করেছেন। সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়ে  সরকারকে উৎখাত করেছে। তারপর  সুদানে শুরু হয়েছে গণতন্ত্রের দাবিতে অন্যপক্ষের বিক্ষোভ।

বিবিসি জানাচ্ছে, সুদানের সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করার পর রাজধানী খার্টুম সহ দেশটির সর্বত্র রাজপথে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে, পতাকা উড়িয়ে রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি করেছে। বিক্ষোভ রুখতে গুলি চালিয়েছে সেনা। কমপক্ষে দশ জন মৃত।

মনে করা হচ্ছে, এই বিক্ষোভে অংশ নিয়েছে সুদানের একদা তিরিশ বছরের স্বৈরশাসক ওমর আল বাশিরের সমর্থকরা। ২০১৯ সালে প্রবল গণবিক্ষোভের জেরে তার সরকার পড়ে গিয়েছিল। সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের মাঝে বশিরের সমর্থকরা ফের সক্রিয় হয়েছেন।

ওমর আল বশিরের স্বৈরশাসন শেষের পর সুদানি সেনা ও রাজনৈতিক দলগুলি মিলিতভাবে সরকার গড়ে। বিবিসি জানাচ্ছে,  সেই সরকার ও সেনাবাহিনীর মধ্যে ২০১৯ সালে যে চুক্তি হয়েছিল তাতে সুদানে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগনোর কথা ছিল।  ক্ষমতা ভাগাভাগির ভিত্তিতে গঠিত পরিষদের প্রধানের পদে ছিলেন জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান। তিনি বলেছেন, এরপরেও সুদানের সেনা অসমারিক শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। ২০২৩এর জুলাইয়ে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়।

সরকারের দুপক্ষের মধ্যে ফাটল বাড়তে থাকে। এর জেরে সরকার পরিচালনা থমকে যায়। সেনাবাহিনী দ্রুত সরকার পরিচালনা করুক দাবিতে পুঞ্জীভূত হতে থাকে বিক্ষোভ। অভিযোগ, অর্ধেক নয় সরকারের পূর্ণ ক্ষমতা দখল করতেই বিক্ষোভে মদত দিয়েছে সুদানের সেনাবাহিনী।হাজার হাজার সুদানি দাবি তোলেন, অসমারিক সরকার নয় সামরিক সরকার চাই। বিক্ষোভকারীরা ঘেরাও করেন প্রেসিডেন্ট হাউস। পার্লামেন্ট ঘেরাও করা হয়। সুদানি সেনা তাদের বাধা দেয়নি। সোমবার সুদানি সেনা বন্দি করে প্রধানমন্ত্রীকে।  অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান সরকার ভেঙে দেন। জরুরি অবস্থা জারি করেন। তিনি যুক্তি দিয়েছেন রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে এই অভ্যুত্থান ঘটানো হয়েছে।

এর পরেই ফের গণতন্ত্র চেয়ে বিক্ষোভ শুরু হয়েছে সুদানে। সেই বিক্ষোভ থামাতে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হওয়ায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছেন অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান। পরিস্থিতি আরও জটিল। রাজধানী শহরের বিমানবন্দর বন্ধ। ইন্টারনেট এবং মোবাইল ফোন সংযোগও বন্ধ। তীব্র রাজনৈতিক ঘনঘটার মুখে ফের দাঁড়িয়েছে আরও এক নীল নদের দেশ সুদান।

]]>
Africa: জনগণের দাবি মেনে সেনা অভ্যুত্থান ! সুদানের প্রধানমন্ত্রী বন্দি https://ekolkata24.com/uncategorized/sudan-army-coup-pm-hamdok-under-house-arrest Mon, 25 Oct 2021 08:43:20 +0000 https://www.ekolkata24.com/?p=9057 নিউজ ডেস্ক: সুদানি জনগণ লাগাতার বিক্ষোভ করছিলেন। তাঁদের দাবি ছিল ‘অপদার্থ’ সরকার সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করুক। দরকার নেই গণতন্ত্রের, আসুক সামরিক সরকার। প্রবল গণবিক্ষোভের মুখে পড়ে অবশেষে অভ্যুত্থান ঘটালো আফ্রিকার দেশ সুদান। বন্দি করা হয়েছে সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুক কে।

সুদানের সেনা অভ্যুত্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দেশটির জনগণ। রয়টার্স জানাচ্ছে, সামরিক বাহিনীর একটি দল সোমবার সুদানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাড়িতে ঢুকে পড়ে। সেখানেই ছিলেন প্রধানমন্ত্রী। তাঁকে আটক করা হয়। সুদানি সশস্ত্র বাহিনীর হাতে আটক হয়েছেন দেশটির চার মন্ত্রী সহ আরও অনেক গুরুত্বপূর্ণ সদস্য।

Sudan Prime Minister placed under house arrest

গত কয়েকদিন ধরেই রাজধানী খার্টুমের প্রেসিডেন্ট ভবনের সামনে জড়ো হয়ে তাঁরা সরকারের পতনের দাবিতে সোচ্চার হন। সেনা বাহিনীকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, বর্তমান সরকার বিচার ও সমতা আনতে পুরোপুরি ব্যর্থ।

বিবিসি জানাচ্ছে, সম্প্রতি বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবনের মূল ফটক ঘেরাও করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দেয়নি।

রয়টার্সের খবর, ২০১৯ সালে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সুদানের তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশির। এরপর আলোচনার মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নেয় সেনাবাহিনী ও রাজনৈতিক দল। কিন্তু কিন্তু এতে সুদানের অর্থনৈতিক, রাজনৈতিক এবং খাদ্য সংকট আরও বেড়েছে। এই পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে সুদানিরা এবার পূর্ণ সামরিক সরকার চাইছেন।

বিক্ষোভকারীদের দাবি, সরকার ফেলে দিয়ে সেনাপ্রধান প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ অল বুরহান অবিলম্বে সরকার পরিচালনা গ্রহণ করুন।

]]>
WHO: করোনার হামলা ২০২২ সাল জুড়েই, এসেছে সতর্কতা https://ekolkata24.com/uncategorized/who-corona-attacks-throughout-2022 Thu, 21 Oct 2021 09:53:25 +0000 https://www.ekolkata24.com/?p=8551 নিউজ ডেস্ক: করোনা এখনই কমছে না। এই জীবাণু সংক্রমণের কারণে মহামারি চলবে ২০২২ সাল পর্যন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এমন সতর্কতা দিয়েছে।  হু জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী করোনার টিকা পাচ্ছে না দরিদ্র দেশগুলো। এই কারণে এই মহামারি আগামী

বছরও গভীরভাবে বিদ্যমান থাকতে পারে।
হু কর্মকর্তা ব্রুস আইলওয়ার্ড বলেন, দরিদ্র দেশগুলিতে প্রয়োজনীয় সংখ্যক টিকা না পাওয়ার অর্থ করোনা সংকট অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ হতে চলেছে। তিনি বলেন, অর্থাৎ করোনা মহামারি ২০২২ সালেও থাকতে পারে। ডব্লিউএইচওর কর্মকর্তা বলেন, টিকাদানের ক্ষেত্রে আমরা সঠিক গতি পথে নেই। সএই কার্যক্রমকে গতিশীল করা দরকার।

হু রিপোর্ট ভিত্তি করে বিবিসি জানাচ্ছে,অন্যান্য মহাদেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ যেখানে টিকা পেয়েছেন, সেখানে আফ্রিকা মহাদেশের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কমসংখ্যক মানুষ এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে। এই দেশগুলির অসংগতি মানুষ প্রবল করোনা সংক্রমণের মুখে রয়েছেন।

বিবিসি জানাচ্ছে, টিকার অভাবে থাকা দেশগুলিতে এক কোটির বেশি ডোজ টিকা সরবরাহ করেছে ইংল্যান্ডে।  মোট ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

বিবিসি জানিয়েছে করোনা টিকার সিংহভাগ উচ্চসআয়ের দেশে চলে গেছে। বিশ্বব্যাপি করোনার টিকার মাত্র ২. ৬ শতাংশ পেয়েছে আফ্রিকা।

]]>
Africa: ‘চুলোয় যাক অপদার্থ সরকার’ সেনা অভ্যুত্থানের আহ্বান সুদানবাসীর https://ekolkata24.com/uncategorized/pro-military-rule-protest-in-sundn Sun, 17 Oct 2021 12:25:33 +0000 https://www.ekolkata24.com/?p=8024 নিউজ ডেস্ক: গণতন্ত্র নাকি সামরিক সরকার? এই প্রশ্নের সাফ জবাবে সুদানবাসী চাইছেন সেনাবাহিনী ক্ষমতা দখল করুক। নীলনদের আরও এক দেশ সুদানের পরিস্থিতি তীব্র উত্তেজনাময়। রাজপথে গগন বিদারী চিৎকার সেনা শাসন চাই।

আলজাজিরা, বিবিসি সহ বিভন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, সুদানবাসী এখন সেনা অভ্যুত্থান চেয়ে গণবিক্ষোভে অংশ নিয়েছেন। তবে সেনাবাহিনী এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি।

রিপোর্টে বলা হয়েছে, সামরিক অভ্যুত্থানের দাবিতে রাজপথে বিক্ষোভে নেমেছেন দেশটির হাজার হাজার সুদানি। 

শনিবার রাজধানী খার্টুমের প্রেসিডেন্ট ভবনের সামনে জড়ো হয়ে তাঁরা ভুখা সরকারের পতনের দাবিতে সোচ্চার হন। সেনা বাহিনীকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, বর্তমান সরকার বিচার ও সমতা আনতে পুরোপুরি ব্যর্থ।

বিবিসি জানাচ্ছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবনের মূল ফটক ঘেরাও করলেও তেমন সক্রিয়তা দেখায়নি নিরাপত্তারক্ষীরা। এই ইঙ্গিত সরকার পড়ে যাওয়ার বলেই মনে করা হচ্ছে।

রয়টার্সের খবর, ২০১৯ সালে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সুদানের তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল-য বশির। এরপর আলোচনার মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নেয় সেনাবাহিনী ও রাজনৈতিক দল। কিন্তু কিন্তু এতে সুদানের অর্থনৈতিক, রাজনৈতিক এবং খাদ্য সংকট আরও বেড়েছে। এই পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে সুদানিরা এবার পূর্ণ সামরিক সরকার চাইছেন।

বিক্ষোভকারীদের দাবি, সরকার ফেলে দিয়ে সেনাপ্রধান প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ অল বুরহান অবিলম্বে সরকার পরিচালনা গ্রহণ করুন। আর বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা হোক।

]]>
Malawi: পার্লামেন্টে প্রাক্তন স্পিকারের ভয়াবহ আত্মহত্যা, রক্তাক্ত পরিবেশ https://ekolkata24.com/uncategorized/former-malawi-deputy-speaker-commits-suicide-at-parliament Fri, 01 Oct 2021 08:55:00 +0000 https://www.ekolkata24.com/?p=6207 নিউজ ডেস্ক: কিছু সরকারি সুযোগ সুবিধা পেতে চান এমনই আর্জি নিয়ে এসেছিলেন প্রাক্তন ডেপুটি স্পিকার। আচমকা বন্দুক বের করে গুলি চালিয়ে দিলেন। সে এক ভয়াবহ কান্ড। পরে দেখা গেল রক্তাক্ত দেহ। ঘটনার কেন্দ্র আফ্রিকার দেশ মালাউয়ি।

বিবিসি জানাচ্ছে, মালাউইয়ের প্রাক্তন ডেপুটি স্পিকার ক্লিমেন্ট চিউওয়ায়া পার্লামেন্টের অভ্যন্তরে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন। পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে একটি বৈঠকে যোগ দিতে তিনি সেখানে যান।
২০১৯ সালে দায়িত্ব ছাড়ার পর প্রাপ্য গাড়ি সুবিধা নিয়ে আলোচনা করতে পার্লামেন্টে গিয়েছিলেন তিনি।সেখানেই আত্মহত্যা করেন। তদন্তে উঠে এসেছে, তাঁর এই আত্মঘাতী হওয়ার কারণ চাকরির সুবিধা সংক্রান্ত শর্ত পালন নিয়ে হতাশা।

Former Malawi deputy speaker Commits Suicide at Parliament

২০১৯ সালে পাঁচ বছর মেয়াদ শেষে ক্লিমেন্ট চিউওয়ায়াকে সরকারের তরফ থেকে গাড়ি কিনে দেওয়া হয়। একটি দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। তিনি চাইছিলেন পার্লামেন্ট ওই ক্ষতিপূরণ দিক। এনিয়ে তিনি আদালতেও যান। সেখানে মামলাটি এখনও বিচারাধীন।

জানা গিয়েছে মালাউইয়ের প্রাক্তন ডেপুটি স্পিকার হুইলচেয়ারে চলাফেরা করেন। তিনি নিরাপত্তারক্ষীদের লুকিয়ে পার্লামেন্টেরর ভিতরে বন্দুক নিয়ে প্রবেশ করেন। এর জেরে দেশটির পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠছে। ক্লিমেন্ট চিউওয়ায়া ডেপুটি স্পিকার হওয়ার আগে ২০০৪ সাল থেকেই পার্লামেন্ট সদস্য ছিলেন।

]]>
একেকটার বয়স হাজার বছর! বাওবাবের পেটে থাকে জল https://ekolkata24.com/offbeat-news/amazing-baobab-tree-of-africa Sat, 04 Sep 2021 03:16:03 +0000 https://www.ekolkata24.com/?p=3774 নিউজ ডেস্ক: বাঙালি পাঠককুল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি ‘চাঁদের পাহাড়’ পড়ে বাওবাব গাছের নামটি জেনেছেন। সেই গাছের গুণাগুণ বিভিন্ন সময় বিভিন্ন গবেষণাপত্রে উঠে এসেছে। আসলে বাওবাব নিজেই একটি অদ্ভুত চরিত্র। এমন পেটমোটা গাছ যার পেটে রাখা থাকে জল।

দেখলে মনে হবে একটা বিরাট বোতল, কখনও মনে হয় বিরাট একটা হাঁড়ি, কেউ ভাবে গামলা। কারোর চোখে ওয়াটার ফিল্টার ! এমনই সব অদ্ভুত আকারের গাছ রয়েছে দুনিয়ায়। এদের রকম সকম আরও চমকে দেবে। এ গাছ যদিও আমাদের দেশের নয়। আফ্রিকার শুকনো মরু এলাকায় মিলবে। বাওবাব নামেই পরিচিতি। প্রকৃতির বিস্ময়। কারণ বাওবাবের কান্ড ও গুঁড়িতে হাজার হাজার লিটার জল মজুত করা থাকে। নিজের প্রয়োজন মতো এই জল খেয়ে সজীব থাকে বাওবাব গাছেরা।

Amazing baobab tree of Africa

আফ্রিকার বাওবাব গাছ মূলত শুকনো মরু এলাকায় হয়। সাহারা মরু সংলগ্ন দেশগুলি, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকা, সুদান, দক্ষিণ সুদান, জিম্বাবোয়ে, সহ বিভিন্ন দেশে বাওবাব দেখা যাবে। আফ্রিকা মহাদেশে বাওবাব গাছের ব্যাপকতা বেশি।  মাথার দিকে ডালপালা শিকড়ের মতো ছড়ানো থাকায় অনেকে চমকে যান। ভাবতে থাকেন, গাছটার বোধহয় আকাশের দিকে গোড়া। উল্টো করে দাঁড়িয়ে আছে। তবে কাছে গেলে ভুল ভাঙে।

তবে বছরের নয় মাস এই বাওবাব গাছে কোনও পাতা থাকে না। কিন্তু জল থাকে বিস্তর। বাওবাব গাছ দুশো বছর বয়সী হওয়ার পরেই ফল ধরে। ফুল সাদা রঙের। গন্ধযুক্ত। তবে ফুল ফোটার এক দিনের মধ্যেই বিবর্ণ হয়ে যায়।

বাওবাব আফ্রিকার মরু অঞ্চলের মানুষের কাছে উপকারি এক গাছ।এই গাছের বাকল দিয়ে পোশাক ও শক্ত দড়ি তৈরি হয়। ফল খাওয়া যায়। এছাড়া এই গাছের পাতা থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়। আফ্রিকার আদিবাসীরা প্রকৃতির তৈরি ওষুধের উপর নির্ভর করেই প্রজন্মের পর প্রজন্ম পার করছেন।

হাজার হাজার লিটার জল দেহের মধ্যে সঞ্চয় করে রাখে বাওবাব। এই জল দিয়েই তার জীবন চলবে যতদিন না পুরো সঞ্চয় শেষ হচ্ছে। এর মাঝে প্রকৃতি থেকে জল সংগ্রহের কাজও চলবে। এই নিয়েই বেশ রয়েছে বাওবাব।

]]>