ahmad-massoud – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 18 Sep 2021 05:12:42 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png ahmad-massoud – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 অস্ত্র চেয়ে আহমেদ মাসুদের লবি শুরু, আশঙ্কিত ISI-তালিবান জঙ্গিরা https://ekolkata24.com/uncategorized/anti-taliban-leader-massoud-appeal-for-arms-to-protect-humanity-in-afghanistan Sat, 18 Sep 2021 05:12:42 +0000 https://www.ekolkata24.com/?p=4897 নিউজ ডেস্ক: যে কোনও মুহূর্তে খুন হয়ে যেতে পারেন আফগানিস্তানের অন্যতম তালিবান (Taliban) বিরোধী নায়ক আহমেদ মাসুদ। পঞ্জশিরের শাসন তাঁর হাতে নেই। রক্ষীবাহিনীর সঙ্গে হিন্দুকুশ পর্বতমালার গোপন স্থান থেকে জঙ্গি বিরোধী যুদ্ধ চালাচ্ছেন মাসুদ। তবে তাঁর পরিস্থিতি বিপজ্জনক। এই অবস্থায় গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র চাইলেন তিনি।

সূত্রের খবর, তালিবান অবরুদ্ধ পঞ্জশির থেকে বহু কাঠখড় পুড়িয়ে ওয়াশিংটন একজন লবিস্ট নিয়োগ করেছে আহমেদ মাসুদ। তাঁর নেতৃত্বাধীন পঞ্জশিরের জাতীয় প্রতিরোধ বাহিনী (এনআরএফ) তালিবানদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। তবে পার্বত্য এলাকা বাদ দিলে বাকি পঞ্জশির তালিবান দখলেই।

Robert Streak

গোপন দূত কে ?
মাসুদকে অস্ত্র এনে দিতে রাজি এক লবিস্ট। যিনি হোয়াইট হাউসের অন্দরমহলে লবি করতে পারেন। কে এই গোপন দূত? লন্ডনের সংবাদপত্র ‘Daily Mail’ জানাচ্ছে, মাসুদের পাঠানো দূত সম্ভবত রবার্ট স্ট্রিক। তিনি একজন পেশাদার লবিস্ট।

আহমেদ মাসুদের মুখপাত্র আলি নাজারি জানান, পঞ্জশিরের হাজার হাজার মানুষকে বাঁচাতে, মানবতাকে সমর্থন করতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাষ্ট্রসংঘের মতো শক্তির সমর্থন প্রয়োজন। তালিবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে আমাদের অস্ত্র ও অর্থ প্রয়োজন।

রবার্ট স্ট্রিকের লবি মারাত্মক শক্তিশালী। তিনি কাজ শুরু করেছেন বলে অনুমান করা হচ্ছে। এই খবরে আতঙ্কিত পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আর আফগানিস্তানের বর্তমান শাসক তালিবান এই খবরে ভীত। তারাও ওয়াশিংটনে লবি নিয়োগ করতে চলেছে বলে খবর।

]]>
পতনের মুখে পঞ্জশির? তালিবান থমকে, রুশ সাহায্য চান মাসুদ https://ekolkata24.com/uncategorized/antitaliban-group-leader-asks-russia-to-mediate-talks-with-taliban Thu, 26 Aug 2021 14:16:50 +0000 https://www.ekolkata24.com/?p=3217 নিউজ ডেস্ক: ‘পঞ্জশিরের সিংহ’ বাবা আহমেদ শাহ মাসুদের মারাত্মক তালিবান বিরোধিতার পথেই এবারও গর্জন করছেন পুত্র মাসুদ। কিন্তু পঞ্জশির বাদে পুরো আফগানিস্তানের কব্জা এখন তালিবান দখলে। বিশ্বশক্তি ইতিবাচক বার্তা দিতে শুরু করেছে। আর তালিবানি শরিয়া আইন বিরোধী গোষ্ঠী নর্দান অ্যালায়েন্স লড়াই চালাচ্ছে।

আফগান সংবাদ মাধ্যমের খবর, পঞ্জশির দখলে মরিয়া তালিবান। তাদের নেতা হাইবাখান্দা আখুন্দাজাদা কোনওভাবেই আফগান মাটিতে বিরোধী শক্তির অবস্থান চায় না। তালিবান মিলিটারি কাউন্সিল তথা জঙ্গি সংগঠনটির সর্বচ্চো এই নেতার নির্দেশ যে করেই হোক পঞ্জশির দখল করতে হবে।

এদিকে পঞ্জশির থেকে প্রত্যাঘাত শুরু হয়েছে তালিবান বিরোধী আফগান শক্তির। পঞ্জশিরের বর্তমান শাসক আহমেদ মাসুদ জানিয়েছেন কোনও অবস্থায় তালিবানকে মেনে নেওয়া হবে না।

অপর একটি তালিবান বিরোধী শক্তি আফগান মার্শাল আবদুল রশিদ দোস্তাম গেরিলা কায়দায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন বলেই খবর। তিনি মাজার ই শরিফের শাসক ছিলেন। গত ১৫ আগস্ট তালিবান জঙ্গিরা দ্বিতীয়বার কাবু্ল দখল করার কিছু আগে তিনি দেশত্যাগ করে সীমান্তবর্তী উজবেকিস্তানের গোপন আস্তানায় চলে যান।

সোভিয়েত জমানার আফগান মার্শাল দোস্তাম ও সোভিয়েত বিরোধী পঞ্জশিরের সিংহ আহমেদ শাহ মাসুদের দোস্তি ছিল তীব্র আলোচিত। তাঁর প্রয়াণের পর দোস্তামের সঙ্গে জুনিয়র মাসুদের সম্পর্ক অটুট। দোস্তাম বার্তা পাঠিয়ে লড়াই জারি রাখতে বলেছেন।

কিন্তু কাবুল থেকে বেশি দূরে নয় পঞ্জশির। ফলে তালিবান তার পুরো শক্তি ব্যবহার করছে এই এলাকা দখলের। পঞ্জশির থেকে তারই জবাব দিয়ে চলেছেন জুনিয়র মাসুদ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, পঞ্জশিরের দোরগোড়ায় থমকে গিয়েছে তালিবান। তবে অবরুদ্ধ হয়ে পড়েছেন আহমদ মাসুদ। এই অবস্থায় তালিবানের সঙ্গে আলোচনার পথ নিতে চলেছেন তিনি। এই বিষয়ে রাশিয়া সরকারের সাহায্য চেয়েছেন।

রুশ সংবাদমাধ্যমের খবর,তালিবান বিরোধী গোষ্ঠীর আহমদ মাসুদ বলেন, আমি আশা করছি রাশিয়া একমাত্র আফগানিস্তানের পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করতে পারে। যারা আফগানিস্তান ত্যাগ করতে পারছে না, তাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়, রাশিয়াসহ আঞ্চলিক শক্তিগুলো তালিবানকে চাপ দিতে পারে।

মাসুদ বলেন, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি শান্তি আলোচনাই একমাত্র সমাধান। কিন্তু পঞ্জশির উপত্যকায় কিছু সামরিক কূটচাল এবং প্রস্তুতি আছে, আমরাও আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছি।

]]>
পঞ্জশির: আফগান এই উপত্যকা এখনও তালিবানরা দখল করতে পারেনি https://ekolkata24.com/uncategorized/afghanistan-panjshir-province-taliban-free-ahmad-massoud Tue, 17 Aug 2021 17:18:48 +0000 https://www.ekolkata24.com/?p=2570 বিশেষ প্রতিবেদন: কাবুলসহ আফগানিস্তানের অধিকাংশ এলাকা তালিবানদের দখলে৷ দেশে তালিবানিরাজ কায়েম করেছে৷ তাসত্বেও এখনও এমন অনেক এলাকা আছে, যেখানে মানুষ এই ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা তুলছে। তার মধ্যে অন্যতম হল নর্দান অ্যালায়েন্সের প্রাক্তন কমান্ডার আহমেদ শাহ মাসুদের শক্ত ঘাঁটি পঞ্জশির উপত্যকা।

রাজধানী কাবুলের খুব কাছেই এই উপত্যকাটি৷ এখানে প্রায় ১ লক্ষ ৭০ হাজার মানুষের বসবাস৷ এলাকাটি এতটাই বিপজ্জনক যে, ১৯৮০ থেকে ২০২১ পর্যন্ত তালিবানদের কব্জায় আসেনি এই উপত্যকাটি৷ শুধু তাই নয়, ভৌগোলিক অবস্থানের কারণে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন সামরিক বাহিনীও এই এলাকায় শুধুমাত্র বিমান হামলা চালিয়েছে৷ তারা কখনও কোনও পদাদিক বাহিনী পাঠানোর সাহস দেখাতে পারেনি৷

মনে করা হচ্ছে আফগান ভাইস প্রেসিডেন্ট সালেহ এই এলাকায় লুকিয়ে আছেন
আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও এই এলাকার বাসিন্দা। রবিবার তিনি টুইট করে বলেন, আমি কোনও অবস্থাতেই তালিবান জঙ্গিদের কাছে মাথা নত করব না। আমি কখনই আমাদের নায়ক কমান্ডার, কিংবদন্তি এবং গাইডের আহমেদ শাহ মাসুদের চেতনা এবং উত্তরাধিকারকে বিশ্বাসঘাতকতা করব না। আমার কথা শোনার লক্ষ লক্ষ মানুষকে আমি হতাশ করব না। আমি কখনই তালিবানদের সঙ্গে এক ছাদের নিচে থাকব না। কখনও না।

তালিবান আজ পর্যন্ত পঞ্জশির দখল করতে পারেনি
জুলাই মাসের শুরুতে যখন তালিবান আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে আক্রমণ শুরু করে, তখন তারা প্রতিরোধ ছাড়াই অনেক জায়গা জিতে নেয়। বলা হচ্ছে, আফগান ন্যাশনাল আর্মির সৈন্যদের মধ্যে খবর ছড়িয়েছিল যে, শীর্ষ সামরিক কমান্ডাররা তালিবানদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। যোগাযোগের অভাব এবং অস্ত্রের অভাবও সৈন্যদের বিশ্বাস করতে বাধ্য করেছিল। এই কারণে আফগান সেনাবাহিনীর জওয়ানরা অনেক এলাকায় একটিও গুলি খরচ না করে তালিবানদের কাছে আত্মসমর্পণ করে। তবে, পঞ্জশির একমাত্র প্রদেশ যা এখনও তালিবানের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে৷

সোভিয়েত সেনাবাহিনীও ঢুকতে পারেনি
উত্তর-মধ্য আফগানিস্তানের এই উপত্যকাটি ১৯৭০ এর দশকে সোভিয়েত ইউনিয়ন বা ১৯৯০ এর দশকে তালিবানদের দখলে ছিল না। আহমদ শাহ মাসুদ৷ যাকে শের-ই-পঞ্জশির বলা হয়৷ তিনি ছিলেন এই অঞ্চলের সর্বশ্রেষ্ঠ সেনাপতি। এলাকার ভৌগোলিক কাঠামো এমন যে, কোন সেনাবাহিনী এই এলাকায় প্রবেশ করার সাহস দেখাতে পারে না। চারদিকে উঁচু পাহাড় দিয়ে ঘেরা এই অঞ্চলের মাঝখানে সমতল ভূমি রয়েছে। সেখানকার গোলকধাঁধা সবার জন্য সহজ হয় না৷

Ahmad Massoud, son of the slain hero of the anti-Soviet resistance Ahmad Shah Massoud

আহমদ মাসুদ, সোভিয়েত বিরোধী প্রতিরোধ আহমদ শাহ মাসুদ এর নিহত বীর আহমদ শাহ মাসুদের পুত্র

আফগানদের নায়ক ছিলেন আহমেদ শাহ মাসুদ
১৯৯০ -এর দশকে তালিবানদের সঙ্গে সংঘর্ষের সময় আহমেদ শাহ মাসুদ দারুণ প্রতিপত্তি অর্জন করেছিলেন। ভারতও তাদের সাহায্য করে আসছে। বলা হয়ে থাকে যে, একবার যখন তালিবানদের হামলায় আহমদ শাহ মাসুদ মারাত্মকভাবে আহত হন, তখন তাঁকে ভারত সরকার এয়ারলিফ্ট করে তাজিকিস্তানের ফারখোর এয়ারবেসে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। এখানই ভারতের প্রথম বিদেশি সামরিক ঘাঁটি রয়েছে৷ ভারত বিশেষ করে নর্দান অ্যালায়েন্সকে সাহায্য করার জন্য এই সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল।

]]>