aindrila sharma – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 01 Oct 2021 17:44:19 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png aindrila sharma – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ক্যানসারকে হারিয়ে নতুন জীবনের পথে ঐন্দ্রিলা https://ekolkata24.com/entertainment/aindrila-sharma-on-the-way-to-a-new-life-after-losing-cancer Fri, 01 Oct 2021 17:44:19 +0000 https://www.ekolkata24.com/?p=6258 বায়োস্কোপ ডেস্ক: দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেও জীবন বারবারই শিখিয়ে দেয় কিভাবে ফিরে আসতে হয়। সমস্ত প্রতিকূলতার মাঝেও হার না মানা হারের নাম ‘ঐন্দ্রিলা’। জিয়ন কাঠি ধারাবাহিক থেকে জনপ্রিয়তা অর্জনের পর ক্যান্সার হয়ে উঠেছিল তার আর এক পরিচয়।

মারণ রোগকে বুড়ো আঙুল দেখিয়ে ফের জীবনের স্রোতে ফিরছে ঐন্দ্রিলা। প্রথম কেমোথেরাপির পরেও দিব্যি অভিনয় ফিরছেন বাংলা ধারাবাহিকের এই লড়াকু অভিনেত্রী। মারণ রোগের বিরুদ্ধে তাঁর এই লড়াইয়ে সব সময় পাশে পেয়েছেন জীবনসঙ্গী ‘বামাক্ষ্যাপা’ খ্যাত সব্যসাচীকে।

ঐন্দ্রিলার সুস্থতা বা অসুস্থতা সম্পর্কে সব সময় দর্শকদের অবগত রেখে গেছেন সব্যসাচী। অভিনেত্রীর পাশে থেকে গেছেন ছায়াসঙ্গীর মতো করে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন ঐন্দ্রিলার সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি। ক্যানসারের সঙ্গে ঐন্দ্রিলার লড়াইয়ের ঘটনা প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন তিনিই।

ফেসবুকে সব্যসাচী লিখলেন, ‘প্রতি মাসের শেষে ঐন্দ্রিলাকে নিয়ে লেখাটা আমার প্রায় রীতি হয়ে দাঁড়িয়েছে। আসলে সারা মাস ধরে বহু সাধারণ মানুষ থেকে শুরু করে নানান পত্রপত্রিকা এবং সংবাদমাধ্যম আমায় নিয়মিত প্রশ্ন করেন ওর বিষয়ে। আমি কাউকেই বিশেষ কিছু বলি না, আসলে ‘ভালো আছে’ বলতে আমার ভয় লাগে। সত্যি বলতে, চোখের সামনে আমি যা দেখেছি এবং নিয়মিত দেখছি, সেটাকে ভালো থাকা বলে না, সেটাকে অস্তিত্বের লড়াই বলে। অবশ্য এইসব খটমট কথা কেবলমাত্র আমিই বলি, ওকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে এক গাল হেসে উত্তর দেবে “খুব ভালো আছি, আমার রাশিফল ভালো যাচ্ছে।”

তার কেমো নেওয়ার সময় অভিনেত্রীর যন্ত্রণার কথাও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন সব্যসাচী। প্রসঙ্গত অভিলা ক্যান্সারের প্রথম আক্রান্ত হয়েছিলেন ২০১৫ সালে। সেই সময়ে তিনি সাময়িকভাবে সুস্থ হয়ে গেলেও ফের গত বছর ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন। অস্ত্রোপচারে বাদ গেছে তার ফুসফুসের অর্ধেক অংশ।

]]>