air force – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 09 Dec 2021 08:21:31 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png air force – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Bipin Rawat: যেভাবে হবে প্রয়াত জেনারেলের শেষ শ্রদ্ধা https://ekolkata24.com/uncategorized/last-tribute-shedule-of-late-general-bipin-rawat Thu, 09 Dec 2021 08:21:07 +0000 https://ekolkata24.com/?p=14190 News Desk: প্রয়াত ‘চিফ অফ্ ডিফেন্স স্টাফ’ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-এর শেষকৃত্য শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্টে সম্পন্ন হবে। পিআইবি জানাচ্ছে জেনারেল রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুতি চলছে দিল্লিতে। বৃহস্পতিবার বিকেলে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে তাঁদের দেহ দিল্লিতে আনা হবে।

শুক্রবার তামিলনাড়ুর ওয়েলিংটনে, প্রয়াত CDS-কে শ্রদ্ধা জানাবেন, সেনাপ্রধান জেনারেল নারাভনে, বায়ু সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল ভি আর. চৌধুরী, নৌসেনা প্রধান আর. হরিকুমার।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত সাধারণ মানুষ ও গুণমুগ্ধরা ভারতের প্রথম CDS রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর দিল্লি ক্যান্টনমেন্টের ব্রারস্কোয়ার অন্তেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।

বুধবার দুপুরে তামিলনাড়ু নীলগিরি জেলার কুন্নুরের কাছে সস্ত্রীক বিপিন রাওয়াত সহ ১৪ জন আরোহীকে নিয়ে রুশ MI17 V-5 হেলিকপ্টার ভেঙে পড়ে। এতে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা ছাড়াও সাতজন সেনা আধিকারিক ছিলেন। দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

]]>
Army Helicopter Crashed: ‘দুর্ঘটনায় এক ঝলসে যাওয়া ব্যক্তির চিকিৎসা চলছে’, সেনাপ্রধান কেমন আছেন? https://ekolkata24.com/uncategorized/army-helicopter-crashed-how-is-general-bipin-rawat-condition-several-questions-arrised Wed, 08 Dec 2021 11:56:16 +0000 https://ekolkata24.com/?p=14114 News Desk: দুর্ঘটনাস্থলের (Army Helicopter Crashed) ছবিতে স্পষ্ট পুরো আছড়ে পড়েছিল বায়ুসেনার MI 17 হেলিকপ্টার। স্থানীয় জনসাধরণ বারবার বলছেন সেই ভয়াবহ মুহূর্তের কথা। সর্বশেষ খবর, ভেঙে পড়া কপ্টারের ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জন মৃত। 

এদিকে দেশজুড়ে উদ্বেগ কেমন আছেন সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত? কিছু সূত্র উদ্ধৃত করে তামিল সংবাদ মাধমের খবর, চিকিৎসকরা জানিয়েছেন এক ঝলসে যাওয়া ব্যক্তির চিকিৎসা চলছে। তবে সেনাবাহিনীর বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সেনা প্রধানের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।

তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন উচ্চস্তরীয় চিকিৎসকদের বিশেষ নির্দেশ দিয়েছেন বলেই খবর। তামিলনাডু সরকার জানিয়েছে বুধবার দুপুরে কুন্নুর জেলায় উটির কাছে ঘন জঙ্গলের মধ্যে সেনাবাহিনীর এম-১৭ হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এতেই ছিলেন জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

]]>
Azadi Ka Amrit Mahotsav: কাশ্মীর দীর্ঘ ১৪ বছর বাদে এয়ার শো করল বায়ুসেনা https://ekolkata24.com/uncategorized/air-show-organised-by-air-force-station-in-srinagar-after-14-years Sun, 26 Sep 2021 16:00:59 +0000 https://www.ekolkata24.com/?p=5650 নিউজ ডেস্ক: ১৪ বছর পর কাশ্মীরে এয়ার শো (Air show) করল ভারতীয় বায়ুসেনা৷ রবিবার এই এয়ার শো হয় শ্রীনগর এয়ার ফোর্স স্টেশনে৷ এই এয়ার শোয়ে বিভিন্ন যুদ্ধ বিমান ছাড়াও চিনুক হেলিকপ্টার তার বিস্ময়কর কীর্তি দেখিয়েছে৷ বায়ুসেনার কর্মকর্তারা জানিয়েছেন, ভারত সরকারের ‘আজাদী কা অমৃত মহোৎসবের’ অংশ হিসেবে এই অনুষ্ঠানের অংশ ছিল।

বায়ুসেনার এক কর্মকর্তা জানান, এদিনের এয়ার শো’য়ে বিমান বাহিনীর আকাশগঙ্গা স্কাই ডাইভিং এবং সূর্য কিরণ এরোব্যাটিক ডিসপ্লে টিম এতে অংশ নেয়। তিনি বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল কাশ্মীর উপত্যকার যুবকদের সচেতন করা৷ তাদের বিমান বাহিনীতে যোগদানের জন্য অনুপ্রাণিত করা এবং এই অঞ্চলের পর্যটনকে উৎসাহিত করা।

Azadi Ka Amrit Mahotsav

শ্রীনগরের ডাল লেকের কাছে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (SKICC) উপত্যকা জুড়ে শত শত শিশু এবং স্কুলের মানুষ এই অনুষ্ঠান দেখেছে। এর উদ্বোধন করেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। আইএএফ -এর প্রাচীনতম যুদ্ধবিমান ‘মিগ ২১’ বিখ্যাত ডাল লেকের ওপর দিয়ে উড়ে যায়৷

চারটি মিগ -২১ যুদ্ধবিমান মঞ্চের দিকে আকাশ থেকে সালাম করলে দর্শকরা করতালি দেয়। এর পরে আকাশগঙ্গা স্কাই ডাইভিং দল বিস্ময়কর কীর্তি সম্পাদন করে এবং পাইলটরা প্লেন থেকে ঝাঁপ দেয়। স্কোয়াড্রন লিডার আফতাব খানের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল মাটিতে রোমাঞ্চকর কীর্তি প্রদর্শন করে

Chinook

দলের সদস্যরা তাদের প্যারাসুট খুলে বিভিন্ন কসরত দেখান৷ ভারতের জাতীয় পতাকা, বিমান বাহিনীর পতাকা এবং আকাশগঙ্গা পতাকা আকাশে দোলানো শুরু করে। দলটি আকাশে তিন সদস্যের তেরঙা রচনাও করেছে। এর পর তিনটি সুখোই Su-30 MKI বিমান আকাশে পৌঁছে। ডাল লেকের উপরে তার কীর্তি এবং ‘ত্রিশুর’ রচনা দেখে মানুষ হতবাক হয়ে যায়৷ এর পরে, সূর্যকিরণ এরোব্যাটিক ডিসপ্লে টিম আকাশে তার উপস্থাপনা দেখায়। এ ছাড়া বোয়িং চিনুক সিএইচ-৪৭ হেলিকপ্টারও কর্মসূচিতে তার কৃতিত্ব দেখিয়েছে।

]]>
মাধ্যমিক পাস বিভিন্ন পদে প্রচুর নিয়োগ করছে ভারতীয় বায়ুসেনায় https://ekolkata24.com/uncategorized/indian-air-force-big-and-bumper-job-vacancy-10th-pass-apply-soon-at-joinindianairforce-gov-in Sun, 12 Sep 2021 15:40:31 +0000 https://www.ekolkata24.com/?p=4465 IAF Group C Civilian Recruitment 2021: ভারতীয় বায়ুসেনা (IAF) বেশ কিছু পদে প্রচুর নিয়োগ করছে৷ সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় বায়ুসেনা৷ বিজ্ঞপ্তি অনুসারে, ভারতীয় বায়ুসেনা মাল্টি টাস্কিং স্টাফ, কুক, এলডিসি, স্টোর কিপার, পেইন্টারসহ আরও কিছু পদে নিয়োগ করবে৷

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ২ অক্টোবরের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট joinindianairforce.gov.in এ গিয়ে আবেদন করতে পারবে৷ আবেদন করার পদ্ধতি অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া আছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, এই নিয়োগের মাধ্যমে ১৪৭ টি পদে নিয়োগ করা হবে। যে সমস্ত প্রার্থীরা দশম শ্রেণি থেকে স্নাতক পাস করেছেন, তারা নিয়োগের জন্য আবেদন করতে পারবে। বয়সসীমা, নির্বাচন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট joinindianairforce.gov.in- এ।

নিয়োগের বিবরণ
ছুতার- 0৩ টি পদ, কুক – ২৩ টি পদ, মাল্টি টাস্কিং স্টাফ – ১০৩ টি পদ, হাউস কিপিং স্টাফ – ২৩ টি পদ, লোয়ার ডিভিশন ক্লাক – ১০ টি পদ, স্টোর কিপার- ০৬ টি পদ, প্রেন্টার- ০২ টি পদ, স্টোর- ০৩ টি পদ, মেস স্টাফ- ০১টি পদ

বয়স পরিসীমা
এই পদগুলিতে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ বছর ২৫ বছর হতে হবে। প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে বয়সসীমা সম্পর্কিত আরও তথ্য পরীক্ষা করতে পারেন।

আবেদন করার যোগ্যতা
বিভিন্ন পদে আবেদনের যোগ্যতা আলাদা। প্রার্থীরা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত জানতে পারেন।

কীভাবে আবেদন করবেন
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরমেটে ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে এবং অফলাইন মোডে জমা দিতে হবে।

]]>
লালফৌজের স্বার্থে ভারত সামীন্তে ৩০ নতুন বিমান বন্দর গড়ছে বেজিং https://ekolkata24.com/uncategorized/new-airports-routes-for-pla-to-transport-personnel-to-tibet-xinjiang Thu, 09 Sep 2021 17:23:07 +0000 https://www.ekolkata24.com/?p=4263 নিউজ ডেস্ক: ভারত সংলগ্ন এলাকায় তার চিনের সেনাবাহিনীর (পিএলএ) চলাচলে গতি আনতে করতে ৩০টি নতুন বিমানবন্দর (airports) নির্মাণের প্রস্তুতি নিচ্ছে বেজিং৷ চিনের সরকারী সংবাদপত্র অনুসারে, ভারতের সংলগ্ন জিনজিয়াং এবং তিব্বত এলাকায় সেনাবাহিনীর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডকে সুবিধা প্রদানের জন্য ৩০টি বিমানবন্দর তৈরি করা হবে৷ যাতে সেনা জওয়ানদের চলাচলে কোনও সমস্যা না হয়।

ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড চিনা সেনাবাহিনীর সবচেয়ে বড় সামরিক কমান্ড। এই কমান্ড ভারতের সঙ্গে সীমান্ত এলাকায় যুক্ত৷ ইতিমধ্যেই কিছু বিমানবন্দর নির্মিত হয়েছে এবং সীমান্ত এলাকায় কাজ করছে৷ আবার কিছু শীঘ্রই তৈরি হওয়ার জন্য প্রস্তুত। তার মধ্যে তিনটি বিমানবন্দর হবে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে। আরেকটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানবন্দর ২০২২ সালে চালু হবে। তাশকুরগান নামের এই বিমানবন্দরটি জিনজিয়াংয়ে। এই বিমানবন্দরটি পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং আফগানিস্তানের কাছাকাছি হবে। এটি চিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

গত দেড় বছর ধরে ভারত ও চিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বিরোধের স্থলভাগে প্রস্তাব দেওয়ার প্রচেষ্টা চলছে। কিন্তু এর গতি কিছুটা ধীর ছিল। এর সবচেয়ে বড় কারণ হল, ভারতীয় সেনাবাহিনী চিনা সেনাবাহিনীকে বিশ্বাস করে না। কারণ চিন আলোচনার টেবিলে এক কথা বলে এবং তারপর অন্য কিছু করে। তাই ড্রাগনের প্রতিটি পদক্ষেপ বুঝতে পেরে ভারত প্রতিটি পদক্ষেপ খুব চিন্তাভাবনা করে

এদিকে, ভারত LAC থেকে সেনা প্রত্যাহার করছে কিন্তু খুব যত্ন সহকারে। সরকারি সূত্রে জানা গিয়েছে, চিন মনে করে যদি তারা তাদের সেনা প্রত্যাহার করে নেয় এবং ভারত সেনা প্রত্যাহার না করে, তাহলে তাদের জন্য সমস্যা হতে পারে। যদিও বিশ্ববাসী জানে, ভারত কখনও অন্যের জমির দিকে ভুলেও দৃষ্টিপাত করে না৷ কখনও তার জমি অন্যের হাতে চলেও যেতে দেয় না।

]]>
Afgan Updates: পঞ্জশির দখল পেতে তালিবান হয়ে পাকিস্তানি বিমান বাহিনীর ড্রোন হামলা https://ekolkata24.com/uncategorized/afgan-updates-panjshir-province-was-bombed-by-pakistani-air-force-drones Mon, 06 Sep 2021 06:13:17 +0000 https://www.ekolkata24.com/?p=3971 নিউজ ডেস্ক: আফগানিস্তানের পঞ্জশিরে আহমেদ মাসুদের প্রতিরোধ বাহিনী এবং তালিবানদের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। তালিবান জঙ্গিরা জোর করে পঞ্জশির দখল করতে চাইছে। ইতিমধ্যে বেশ কয়েকবার তালিবান দাবি করেছে, তারা পঞ্জশিরও দখল করেছে। এর পরে পঞ্জশির প্রতিরোধ ফ্রন্ট কিছুটা দুর্বল দেখায়। রবিবার যুদ্ধে বেশ কয়েকজন শীর্ষ পঞ্জশির কমান্ডার নিহত হন।

বলা হচ্ছে, পাকিস্তানি বিমান বাহিনী পঞ্জশিরে ড্রোন হামলা চালিয়েছে। এই ড্রোন হামলায় পঞ্জশির মুখপাত্র ফাহিম দশতি নিহত হয়েছেন। ফাহিম আহমেদ মাসুদের খুব কাছের মানুষ ছিলেন। পাকিস্তান বিমান বাহিনীর চালানো ড্রোন হামলায় মাসুদ পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে গুল হায়দার খান, মুনিব আমিরি এবং জেনারেল উডাদ। প্রকৃতপক্ষে, তালিবান দাবি করেছে, তারা পুরো আফগানিস্তান দখল করেছে।

সামানগান প্রদেশের প্রাক্তন সাংসদ জিয়া আরিয়ানজাদো বলেন, ‘পাকিস্তানি বিমান বাহিনী ড্রোনের সাহায্যে বোমা হামলা করেছে। এতে স্মার্ট বোমা ব্যবহার করা হয়েছে। তালিবান এবং প্রতিরোধ বাহিনী তাদের নিজস্ব দাবী এবং প্রতিশ্রুতি দিচ্ছে। তালিবানরা পঞ্জশির দখল করার দাবি করলেও পঞ্জশির প্রতিরোধ ফ্রন্ট দাবি করে যে তারা বর্তমানে নিজেদের দখলে রয়েছে। প্রসঙ্গত, বর্তমানে পঞ্জশির প্রদেশ ছাড়া পুরো আফগানিস্তান তালিবানদের দখলে রয়েছে।

সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের বাড়িতেও হেলিকপ্টার হামলা হয়েছে। তবে সেই সময় সালেহ সেখানে ছিলেন না। সালেহকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সালেহ একটি ব্রিটিশ সংবাদপত্রে লিখেছেন, তালিবান পাকিস্তান দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে৷ অর্থাৎ তালিবান পাকিস্তানের পুতুল৷ কিন্তু তা বেশি দিন চলবে না। তারা এখনও এলাকা দখল করে আছে, কিন্তু আমাদের অতীত আমাদের বলে, জমি দখল করে মানুষের হৃদয় জয় করা হয় না, জনগণকে জেতা যায় না৷

]]>
ভারতীয় সেনার জল-স্থল-নৌবাহিনীতে অফিসার পদে প্রচুর নিয়োগ https://ekolkata24.com/uncategorized/various-vacancy-will-be-fulfilled-in-indian-army-navy-and-air-force Sun, 08 Aug 2021 18:11:04 +0000 https://www.ekolkata24.com/?p=2081 নিউজ ডেস্ক: ভারতীয় সেনার স্থল, জল এবং বায়ুসেনায় প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে৷ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হল৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে UPSC-র মাধ্যমে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের এই তিন বাহিনীতে নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তিতে জানা হয়েছে কবে, কীভাবে এবং কীসের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়াটি হবে৷ তাতে আরও বলা হয়েছে কবের মধ্যে আবেদন করা যাবে৷

কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার খুঁটিনাটি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে৷ এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে৷ জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত খুঁটিনাটি তথ্য৷

বিজ্ঞপ্তি নম্বর : ১১/২০২১সিডিএস-২
আবেদন এই বিজ্ঞপ্তি নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে৷

মোট শূন্যপদ: ৩৩৯ (ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি-১০০, ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমি-২২, এয়ারফোর্স অ্যাকাডেমি- ৩২, অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি- ১৮৫টি পদ)।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:
ক) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ও অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
খ) ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। গ) এয়ারফোর্স অ্যাকাডেমির জন্য ফিজিক্স ও অঙ্ক নিয়ে উচ্চমাধ্যমিক পাস বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি আবশ্যক।
ঘ) স্নাতক স্তরের শেষ বর্ষে পাঠরত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা:
ক) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি – ১৮ থেকে ২৩ বছর (অবিবাহিত পুরুষ)
খ) ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমি – ১৮ থেকে ২৩ বছর (অবিবাহিত পুরুষ)
গ) ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাকাডেমি – ২০ থেকে ২৪ বছর
ঘ) অফিসার ট্রেনিং অ্যাকাডেমি – ১৮ থেকে ২৪ বছর (অবিবাহিত পুরুষ)
ঙ) অফিসার ট্রেনিং অ্যাকাডেমি – ১৮ থেকে ২৪ বছর (অবিবাহিত মহিলা)

আবেদনের ফি:
ক) জেনারেল – ২০০ টাকা
খ) এসসি/এসটি প্রার্থীদের ফি দিতে হবে না।
গ) ক্রেডিট/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি:
১৷ অনলাইনে আবেদন করতে হবে।
২৷ আবেদনের শেষ দিন – ২৪/০৮/২০২১ ৩) আবেদনের সময়ে ২০ থেকে ৩০০ কেবি সাইজের ছবি এবং নিজের সইয়ের স্ক্যান কপি আপলোড করতে হবে।

প্রার্থী বাছাইয়ের পরীক্ষা:
১) লিখিত পরীক্ষা (ইংরাজি) – ১০০ নম্বর (২) জেনারেল নলেজ – ১০০ নম্বর (৩) এলিমেন্টারি ম্যাথেমেটিক্স – ১০০ নম্বর (৪) ইন্টারভিউ ও অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির জন্য ইংরাজি – ১০০ নম্বর (৫) জেনারেল নলেজ – ১০০ নম্বর (৬) ইন্টারভিউ

কোথায় আবেদন: এখানে ক্লিক করুন লিঙ্কে ক্লিক করে আবেদন করা যাবে। এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তি জেনে নিন।

]]>