Air quality – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 05 Nov 2021 11:33:10 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Air quality – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 দীপাবলির পরেই ভয়াবহ দূষণের কবলে রাজধানী, বিভিন্ন সমস্যায় ভুগছে দিল্লিবাসী https://ekolkata24.com/uncategorized/toxic-diwali-aftermath-delhi-air-quality-dips-to-very-poor Fri, 05 Nov 2021 11:33:10 +0000 https://www.ekolkata24.com/?p=10366 News Desk: বিশেষজ্ঞদের সতর্কবার্তা ছিল। আদালত নির্দেশ জারি করেছিল। কিন্তু সব ধরনের পরামর্শ ও নির্দেশিকাকে উপেক্ষা করে বৃহস্পতিবার রাতভর দিল্লিতে (delhi)পুড়েছে বাজি। সব বাজিই যে পরিবেশবান্ধব ছিল এমনটাও নয়। মাত্রাছাড়া বাজি পোড়ানোর ফলও মিলল হাতেনাতে।

শুক্রবার ভোর থেকেই শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেছে মানুষ। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ভোর থেকেই দিল্লিতে বায়ু দূষণের মাত্রা চরমে পৌঁছেছে। গোটা দিল্লির আকাশ ঢেকেছে ধোঁয়ায়। ইতিমধ্যেই দিল্লি ও সংলগ্ন এলাকার বহু মানুষ গলার সমস্যায় ভুগছেন অনেকেরই চোখ ও নাক থেকে জল বের হওয়ার সমস্যা শুরু হয়েছে। সঙ্গে রয়েছে কাশি।

আদালতের নির্দেশ অনুযায়ী ২০২২ সালের ১ জানুয়ারি অবধি দিল্লিতে বাজি পোড়ানো নিষিদ্ধ। কিন্তু দিল্লির বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর থেকেই শুরু হয় কানফাটানো শব্দে বাজি ফাটানো। এলাকার অনেক অসুস্থ ও প্রবীণ মানুষ ভয়ঙ্কর আওয়াজে অসুস্থ বোধ করেন। যারা বাজি পোড়াচ্ছিলেন তাঁদেরকে এ ব্যাপারে বলা হলেও তাঁরা কোনও কথায় কর্ণপাত করেননি। দিল্লির পাশাপাশি নয়ডা (noida), হরিয়ানার গুরুগ্রাম (gurugram) এবং ফরিদাবাদ (faridabad) থেকেও অত্যন্ত জোরাল শব্দের বাজি পোড়ানোর খবর এসেছে। এসবের জেরে বৃহস্পতিবার রাত থেকেই দিল্লির বাতাসের গুণমান খারাপ হতে শুরু করে। শুক্রবার সকালে তা অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছয়।

আবহাওয়া দফতর জানিয়েছে, বাজি পোড়ানোর কারণে শুক্রবার রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা ৬০০ থেকে ৮০০ মিটারের মত কমে আসে। সকাল ১০টা পর্যন্ত দিল্লির বিভিন্ন এলাকায় ছিল ঘন কুয়াশা। বিশেষজ্ঞদের দাবি, এটা কুয়াশা নয়, বাজির বিষাক্ত ধোঁয়া। বিশেষজ্ঞরা আরও বলেছেন, শুক্রবার রাত ৩ টে নাগাদ বায়ু দূষণের মাত্রা বেড়ে হয়েছে ৭৭৪.৬৯। যা নির্ধারিত বিপদসীমার থেকে অনেক বেশি। রাত একটায নাগাদ এই সূচকটি পৌঁছে গিয়েছিল এক হাজারের উপরে।

ভয়াবহ দূষণের কারণে শুক্রবার সকাল থেকেই দিল্লির বাসিন্দারা অনেকেই শ্বাসকষ্ট ও গলা ব্যথায় ভুগতে থাকেন। কারও কারও আবার নাক ও চোখ দিয়ে জল বের হতে শুরু করে। অনেকেরই চোখ লাল হয়ে যায়। সঙ্গে ছিল প্রবল কাশি। শারীরিক সমস্যায় ভয় পেয়ে গিয়ে অনেকেই দ্রুত চিকিৎসকের কাছে দৌড়ন। সার্বিক পরিস্থিতির বিচারে বলা যায়, করোনা এবং পরিবেশের কথা মাথায় রেখে আদালত যে নির্দেশ দিয়েছিল তা রক্ষা করতে আগ্রহী ছিল না দিল্লির বাসিন্দারা। সচেতনতার অভাবেই তাঁরা নিজেদেরকে ফেলে দিলেন চরম দূষণের চক্রব্যূহে। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো ও দীপাবলীর কারণে আগামী তিনদিন দিল্লির বায়ুদূষণও মাত্রাছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবারের পর থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে।

]]>
Who Report: করোনা তো শিশু! বায়ু দূষণে বছরে মৃত্যু ৭০ লক্ষ https://ekolkata24.com/uncategorized/who-report-air-pollution-death-report-published-by-who Thu, 23 Sep 2021 05:43:43 +0000 https://www.ekolkata24.com/?p=5335 নিউজ ডেস্ক: টানা দু বছর ভয়াবহ করোনাভাইরাসের কবলে বিশ্ব। মৃত্যুর মিছিল চলেছে সর্বত্র। গবেষণা রিপোর্ট বলছে, করোনায় মৃত্যুর চেয়ে বায়ু দূষণে মৃত মানুষের সংখ্যা আরও ভয়াল। বছরে অন্তত ৭০ লক্ষ মানুষ মারা যান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আরও জানাচ্ছে, বিশ্বজুড়ে বায়ুর মান উন্নত করতে এয়ার কোয়ালিটি গাইডলাইনসে (একিউজিএস) পালনে কঠোর শর্ত আরোপ করা হচ্ছে। বুধবার নতুন একিউজিএস প্রকাশ করে হু।

হু বলেছে, তীব্র বায়ুদূষণ প্রতিরোধ করতে জরুরি পদক্ষেপ নিতে হবে। কেননা বিশ্বজুড়ে বায়ুর মানের প্রতিটি সূচক নিম্নমুখী রয়েছে। জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলছে। এই অবস্থা অস্বাস্থ্যকর খাবার ও ধূমপানের চেয়েও বেশি স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করেছে।

air pollution

হু মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, বায়ু দূষণের ফলে প্রতি বছর অন্তত ৭০ লক্ষ মানুষের অকালমৃত্যু হচ্ছে। গবেষকেরা দেখিয়েছেন, এমনকি কম মাত্রায়ও দূষিত বায়ুও মানুষের শরীরের সব অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। মস্তিষ্ক থেকে শুরু করে মায়ের গর্ভে থাকা সন্তান এতে ক্ষতির সম্মুখীন হয়।
রয়টার্স জানাচ্ছে, ২০০৫ সালের পর এবার এয়ার কোয়ালিটি গাইডলাইন আরও কঠোর করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগের গাইডলাইন অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বের ৯০ শতাংশ মানুষ অস্বাস্থ্যকর বায়ুতে শ্বাসপ্রশ্বাস নিয়েছেন।

নতুন একিউজিএসে নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড সহ ছয় ধরনের দূষণ থেকে বায়ুমান উন্নত করার সুপারিশ করা হয়েছে।
রয়টার্স জানাচ্ছে, অক্টোবরে স্কট

]]>