Ajay Chhetri – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 04 Jan 2022 11:02:33 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Ajay Chhetri – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 SC East Bengal: লাল-হলুদ শিবিবে যোগ দিলেন মিডফ্লিডার অজয় ছেত্রী https://ekolkata24.com/sports-news/midfielder-ajay-chhetri-has-joined-the-sc-east-bengal-team Tue, 04 Jan 2022 11:00:38 +0000 https://ekolkata24.com/?p=17948 মিডফিল্ডার অজয় ​​ছেত্রী বেঙ্গালুরু এফসি থেকে লোনে এসসি ইস্টবেঙ্গলে (SC East Bengal) যোগ দিয়েছেন। ২২ বছর বয়স ছেত্রী, মার্কো পেজাইউওলির ফুটবল স্ট্র‍্যাটেজিতে নিজের জায়গা খুঁজে পাচ্ছিলেন না। ২০২১’র ডুরান্ড কাপে অজয় ছেত্রী পারফর্ম করলেও চলতি আইএসএলের টানা সাত ম্যাচে বেঙ্গালুরু এফসি স্কোয়াডে জায়গা পাননি।মাত্র দুবার তিনি বেঞ্চে বসার জায়গা পেলেও তেমন কিছুই করতে পারেননি।

জানা গিয়েছে, লোনে বিকল্প অপশনে ২০২১-২২ আইএসএল মরসুমের জন্য অজয় ছেত্রীর সঙ্গে পাকা চুক্তি হয়েছে এসসি ইস্টবেঙ্গলের। ২০১৮-১৯ আইএসএলে মরসুমে অজয় ছেত্রী মিডফ্লিডার হিসেবে বেঙ্গালুরু এফসি জার্সি গায়ে চেন্নাইন এফসি’র বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলেন। ওই মরসুমে তিনি দলের চূড়ান্ত লিগ ম্যাচে জামশেদপুর এফসি’র বিপক্ষেও ছিলেন। কিন্তু ধারাবাহিক ভাবে সুযোগ পাচ্ছিলেন না দলে।

পরের মরসুমে জানুয়ারি ফিফা ট্রান্সফার উইন্ডো দিয়ে লোনে হায়দরাবাদ এফসিতে যান, ছেত্রী। হায়দরাবাদের হয়েও মিডফ্লিডে নিজের জাত চেনান পারফর্ম করে।এরপর ফের বেঙ্গালুরু এফসি’তে ফিরে আসলেও টানা সাত ম্যাচ স্কোয়াডের বাইরে বসে থেকেই কাটাতে হয়।

ফের একবার জানুয়ারি ট্রান্সফার উইন্ডো দিয়ে লোনে এসেছেন মিডফ্লিডার অজয় ছেত্রী। অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং এবং মারিও রিভেরা কিভাবে তরুণ এই প্রতিভাবান ফুটবলারের কাছ থেকে সেরাটা নিঙড়ে বের করে আনতে পারে তা নিয়ে কৌতুহল থাকবে ভারতীয় ফুটবল মহলে।

]]>