Ajinkya Rahane – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 11 Nov 2021 15:47:02 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Ajinkya Rahane – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 কিউইদের বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়ক অজিঙ্কা রাহানে https://ekolkata24.com/sports-news/captain-ajinkya-rahane-in-the-first-test-against-the-kiwis Thu, 11 Nov 2021 15:47:02 +0000 https://www.ekolkata24.com/?p=11052 Sports desk: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়কের দায়িত্বে থাকবেন অজিঙ্কা রাহানে। দুই টেস্টেই রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং বিরাট কোহলির সার্ভিস দ্বিতীয় টেস্ট থেকে পাওয়া যাবে।

ইতিমধ্যেই বিসিসিআই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৬ জনের ভারতীয় স্কোয়াডের নাম ঘোষণা করে দিয়েছে। কিউইদের বিরুদ্ধে টি টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক কেএল রাহুল। এবার বিসিসিআই হোম সিরিজের প্রথম টেস্ট ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানেকে সামনে নিয়ে এলো।

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ থেকে ভারতের ছিটকে যাওয়া, টি টোয়েন্টি ফর্ম্যাটে রোহিত শর্মার হাতে টিম ইন্ডিয়ার কম্যান্ড তুলে দেওয়া এবং আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম টেস্ট ম্যাচে অজিঙ্কা রাহানেকে দলের অধিনায়ক হিসেবে সামনে আনা, বিরাট কোহলির বিদায় ঘন্টা নিয়ে স্টেপ বাই স্টেপ এগোতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড( বিসিসিআই)! এমন গুঞ্জন দেশের ক্রিকেট মহল জুড়ে।

চলতি মাসে ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। তিন টি টোয়েন্টি ম্যাচ এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে। প্রথম টেস্ট ম্যাচ কানপুরে হবে ২৫-২৯ নভেম্বর এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ মুম্বই’তে ডিসেম্বরের ৩-৭ তারিখ। এই দুই টেস্ট ম্যাচের আগে কিউইদের তিন টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে নভেম্বর ১৭ জয়পুর, ১৯ নভেম্বর রাঁচি এবং তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচ ২১ নভেম্বর কলকাতায় হবে।

]]>
Syed Mustaq Ali T20: অজিঙ্ক রাহানের মুম্বই’র কাছে হেরে গেল বাংলা https://ekolkata24.com/sports-news/bengal-lost-to-ajinkya-rahanes-mumbai Sat, 06 Nov 2021 12:44:33 +0000 https://www.ekolkata24.com/?p=10527 Sports Desk: বিসিসিআই পরিচালই সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে মুম্বই(Mumbai) ১০ উইকেটে জিতলো, বাংলার (Bengal) বিরুদ্ধে। শক্তিশালী মুম্বই (Mumbai) ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে। ২০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময় ১২১ রানে থেমে যায় বাংলার (Bengal) লড়াই। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বাংলার (Bengal) হার।

টসে জিতে মুম্বই (Mumbai) ব্যাটিং’র সিদ্ধান্ত নেয়। পৃথ্বী শাহ (৬), মুম্বই(Mumbai) অধিনায়ক অজিঙ্ক রাহানে (১৭) রান করেন। ৬.৪ ওভারে মুম্বই’র (Mumbai) ৪৬ রানের মাথায় দুই উইকেট পড়ে যায়। পৃথ্বী শাহের উইকেট নেয় সাহবাজ আহমেদ, পৃথ্বী’র ক্যাচ বাংলার (Bengal) কিপার ঋদ্ধিমান সাহার গ্লাভস বন্দি হয়। অজিঙ্ক রাহানে ঋতিক চ্যাটার্জীর বলে ক্যাচ দিয়ে বসেন ঋতিক চৌধুরীর হাতে। দুই ওপেনারের উইকেট খুইয়ে মুম্বই (Mumbai) চাপে পড়ে যায়।

দ্রুত ইয়াশভি ভূপেন্দ্র জয়সোয়াল ১৯ রানে করন লাল রান আউট করে। আদিত্য তাড়ে (১১), শিবম দুবে (২৪), এসডি লাড (১৩), আমন হাকিম খান (১২), বিনোদ আঙ্কলকর ১০ এবং তানুস কোটিয়ান ৭ রানে নট আউট থাকে। মুম্বই’র (Mumbai) শিবম দুবে ২৩ বলে ২৪ রানের দুরন্ত ইনিংস খেলেন।

বাংলার (Bengal) হয়ে ঋতিক চ্যাটার্জী ২,সাহবাজ, মুকেশ কুমার, প্রদীপ্ত প্রামাণিক, করন লাল একটি করে উইকেট নিয়েছে। বাংলার (Bengal) হয়ে অভিষেক দাস (১৪),ঋদ্ধিমান সাহা (১৫), কাইফ আহমেদ (৩১),ঋতিক চৌধুরী (৩০),সাহবাজ (১২) রান করে।

মুম্বই’র (Mumbai) বোলিং লাইন আপের মুখে পড়ে বাংলার (Bengal) ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি।মুম্বই’র(Mumbai)বোলার মোহিত অবস্থি ৩, এসডি লাড এবং তুষার দেশপান্ডে ২ টি, শিবম দুবে এক উইকেট নিয়েছে। বাংলার (Bengal)আকাশ দীপ ও প্রদীপ্ত প্রামাণিক শেষ পর্যন্ত নট আউট ছিল। বাংলার (Bengal)
চতুর্থ ম্যাচ সার্ভিসেসের (Servives) বিরুদ্ধে, ৮ নভেম্বর।

]]>